ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) ৪০০০ শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া

প্রায় ৪০০০ শূন্য আসনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) ।  আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য আসনের সংখ্যা ৪,১০৩।  আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। একাধিক পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পদগুলি হল, জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল), অ্যাসিস্টেন্ট গ্রেড (হিন্দি), স্টেনো গ্রেড-II (হিন্দি),  অ্যাসিস্টেন্ট গ্রেড- III (এজি III)।

FCI recruitment 2019 এক নজরে

⇒ পরীক্ষার নাম- ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)

⇒ পরীক্ষার ধরণ-  অনলাইন

Join us on Telegram

⇒ ফর্ম ফিলাপের ধরণ- অনলাইন

⇒ ফর্মফিলাপের সাইট- http://fci.gov.in/

⇒ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুণ- ক্লিক করুণ

⇒ ফর্ম ফিলাপ শুরু- ২৩ ফেব্রুয়ারি ২০১৯

⇒ ফর্ম ফিলাপের শেষ দিন- ২৫ মার্চ ২০১৯

কোন্‌ কোন্‌ পদে আবেদন করতে পারবেন?

একাধিক পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পদগুলি হল, জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল), অ্যাসিস্টেন্ট গ্রেড (হিন্দি), স্টেনো গ্রেড-II (হিন্দি),  অ্যাসিস্টেন্ট গ্রেড- III (এজি III)।

♦ বয়সের উর্ধ্বসীমা:

জুনিয়র ইঞ্জিনিয়র: প্রার্থীর বয়স ২৮-এর মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
স্টেনো: বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর
AG-III: প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
AG-II: ২৮ বছরের ওপর কোনও প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
টাইপিস্ট: বয়সের উর্ধ্বসীমা ২৫ বছর।
সংসরক্ষিত আসনের প্রার্থীরা এবং এই সংক্রান্ত বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখুন।

♦ শিক্ষাগত যোগ্যতা:

ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনশীল। এই সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

♦ আবেদন ফী

FCI recruitment পদে আবেদন মূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

♦ শূন্যপদের তালিকা

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) মোট শূন্যপদ ৪,১০৩। অঞ্চল ভিত্তিক শূন্যপদ গুলি নিম্নরূপ-

উত্তরাঞ্চল- ১৯৯৯

দক্ষিণাঞ্চল- ৫৪০

পশ্চিমাঞ্চল- ৭৩৫

পুর্বাঞ্চল- ৫৩৮

উতর-পুর্বাঞ্চল- ২৯১

 

♦ বাছাই পদ্ধতি:

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) পদে নিয়োগের জন্য তিনটি ধাপে বাছাই পদ্ধতিটি সম্পন্ন হবে।.

১. অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা

২. মেইন পরীক্ষা

৩. স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

♦ কীভাবে আবেদন করবেন:

১. অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। fci-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল  fci.gov.in
২. ‘online application process’ লেখা লিঙ্কটির ওপর ক্লিক করুন
৩. বিজ্ঞপ্তিতে দেওয়া প্রয়োজনীয় তথ্য আপলোড করুন
৪. স্ক্যান করা ছবি আপলোড করুন এবং অ্যাপলিকেশন ফি জমা দিন
৫. ‘Submit’ অপশনে ক্লিক করে আপেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
৬. ডাউনলোড করুন। এবং পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্টআউট বের করে রাখুন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!