মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্নের উত্তর || MP 2019 Geography Question Answer

পোস্টটি শেয়ার করুন
4/5 - (3 votes)

মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্নের উত্তর

মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্নের উত্তর গুলি সকলের সুবিধার্থে পোস্ট করে দেওয়া হল। এখানে শুধুমাত্র ছোটো প্রশ্নের উত্তরগুলির সমাধান করা হয়েছে। সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা রা প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে দেখে নিন। কোনো ভুল ভ্রান্তি থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন PDF Download Now

[আরও পড়ুন-মাধ্যমিক ২০১৯ সাজেশন সকল বিষয় একত্রে]

বিভাগ-ক

১. বহুবিকল্প প্রশ্নের উত্তর

১.১. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে- আরোহণ প্রক্রিয়া

Join us on Telegram

১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে- ক্রেভাস

১.৩ বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

১.৪ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে- মিস্ট্রাল

১.৫ উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে- হিমপ্রাচীর

১.৬ পৃথিবী ও চাঁদের মধ্যে দুরত্ব সর্বাধিক হলে তাকে বলে- অ্যাপোজি

১.৭ মানব শরিরে দূষিত জল থেকে সৃষ্টি হয়- আমাশয়

১.৮ ভারতের রাজ্য পূনর্গঠনের মূল্ভিত্তি ছিল- ভাষা

১.৯ গঙ্গা নদির উৎস হল- গঙ্গোত্রী হিমবাহ

১.১০ ভারতের বৃহত্তম বহুমূখী নদী পরিকল্পনা হল- ভাকরা-নাঙ্গাল

১.১১ ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হল- পাঞ্জাব

১.১২ লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল- সবগুলি (লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানীজ)

১.১৩ ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি- ৫৩ টি

১.১৪ মিলিয়ন শীট ভূবৈচিত্রসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল- ৪ ডিগ্রি X ৪ ডিগ্রি

বিভাগ-খ

২.১ শুদ্ধ ও অশুদ্ধ

২.১.১ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবররন হয়ে থাকে- শুদ্ধ

২.১.২ অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়- শুদ্ধ

২.১.৩ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলেরলবনতা সর্বাধিক থাকে- অশুদ্ধ

২.১.৪ ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ- অশুদ্ধ

২.১.৫ গঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে- শুদ্ধ

২.১.৬ বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর-অশুদ্ধ

২.১.৭ উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়- অশুদ্ধ

২.২ শূন্যশান পুরণ করো

২.২.১. নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত গুলিকে “মন্থকুপ” বলে

২.২.২ শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘণীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় “ধোঁয়াশা

২.২.৩ “ল্যাব্রাডর” স্রোতের ফলে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়

২.২.৪ বর্জ্য কাগজ একটি “জৈব ভঙ্গুর” ধরণের বর্জ্য

২.২.৫ ক্রান্ত্রীয় পূবালী জেট বায়ু “মৌসুমি” বায়ুকে ভারতে আসতে বাধ্য করে।

২.২.৬ ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম অংশ “কন্যাকুমারিকা

২.২.৭ “মুম্বাই” হল ভারতের সর্বাধিক জনবহুল শহর

২.৩ একটি বা দুটি বাক্যে উত্তর দাও

২.৩.১ নাতিশীতোষ্ণ মন্ডলে কোন্‌ ধরনের বৃষ্টিপাত দেখা যায়?

উঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি

২.৩.২ সুন্দরবনের কোন্‌ দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?

উঃ লোহাচড়া দ্বীপ

২.৩.৩ ভারতের মরু অঞ্চলে কোন্‌ ধরণের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

উঃ জাঙ্গল উদ্ভিদ। যথা- ফণিমনশা

২.৩.৪ মরা কোটাল কোন্‌ তিথিতে দেখা যায়?

উঃ অষ্টমী তিথিতে

২.৩.৫ গঙ্গা নদীর প্রবাহের কোন্‌ অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?

উঃ মধ্য ও নিম্নাংশে

২.৩.৬ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

উঃ আউশ ধান

২.৩.৭ ভারতের কোন্‌ রাজ্য বৃষ্টির জল সংরক্ষনে সর্বাধিক অগ্রণী?

উঃ তামিলনাডূ

২.৩.৮ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উঃ দেরাদুন

২.৪ বাম-ডান মেলাও

২.৪.১ ওজোন গ্যাসের প্রাধান্য— স্ট্র্যাটোস্ফিয়ার

২.৪.২ ইক্ষু গবেষোণাগার— লক্ষৌ

২.৪.৩ বৃহত্তম মোটরগাড়ি নির্মান শিল্প—গুরুগ্রাম

২.৪.৪ কারেওয়া—জম্মু ও কাশ্মীর

মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন PDF Download Now

কপিরাইট- স্টুডেন্টস কেয়ার

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!