Madhyamik History MCQ || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর MCQ || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Madhyamik History MCQ

সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য মাধ্যমিকের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভান্ডার নিয়ে হাজির হয়েছি। এই বিভাগে মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ বহূবিকল্প প্রশ্ন উত্তর গুলি অনলাইনে পড়ে নিতে পারবে। Madhyamik History MCQ তে থাকছে ২৫টি প্রশ্ন উত্তর

১। জীবনস্মৃতি’ নামক আত্মজীবনীটি রচনা করেন—

(ক) গিরিশচন্দ্র ঘোষ

(খ) দীনবন্ধু মিত্র

Join us on Telegram

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) মধুসূদন দত্ত

⇒ উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর 

২। পূর্ব ভারতে হাওড়া থেকে প্রথম রেলগাড়ি চালু হয়-

(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে

গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দ

⇒ উত্তর- ১৮৫৪ খ্রিস্টাব্দে

♦ দ্বিতীয় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুণ

৩। এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন—

ক) উইলিয়াম কেরি

(খ) উইলিয়াম জোন্স

(গ) কোল ব্রুক

(ঘ) লর্ড মেকলে।

⇒ উত্তর- উইলিয়াম জোন্স

৪। কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা হয়—

ক) ১৮৩৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি,

খ) ১৮৩৫ খ্রিস্টাব্দের ১ মে

গ) ১৮৩৫ খ্রিস্টাব্দের ১ জুন

(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দের ১ জুলাই।

⇒ উত্তর- ১৮৩৫ খ্রিস্টাব্দের ১ জুলাই।

[আরও পড়ুন- মাধ্যমিক ইতিহাস প্রস্তুতি অসংখ্য প্রশ্ন উত্তর]

৫। ‘ফকির অব জংঘিরা’ কাব্যটি রচনা করেন—

(ক) ডিরোজিও

(খ) রামমোহন রায়

গ) ডেভিড হেয়ার

ঘ) রাধাকান্তদেব।

⇒ উত্তর- ডিরোজিও

৬। ভবানী পাঠক যে বিদ্রোহের নেতা ছিলেন-

ক) মুন্ডা বিদ্রোহ

(খ) ফরাজি বিদ্রোহ

(গ) সন্ন্যাসী বিদ্রোহ

ঘ) রংপুর বিদ্রোহ

⇒ উত্তর- সন্ন্যাসী বিদ্রোহ

৭। বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন—

ক) রফিক মণ্ডল

(খ) দিগম্বর বিশ্বাস

গ) রামরতন মল্লিক

ঘ) বিচরণ বিশ্বাস

⇒ উত্তর- রামরতন মল্লিক

৮। দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন—

(ক) দ্বিতীয় শাহ আলম

(খ) দ্বিতীয় বাহাদুর শাহ

(গ) দ্বিতীয় আলমগীর

ঘ) মহম্মদ শাহ।

⇒ উত্তর- দ্বিতীয় বাহাদুর শাহ

৯। বন্দেমাতরম’ সংগীতটি যে উপন্যাসের অংশ—

ক) পথের দাবী

(খ) গোরা

(গ) আনন্দমঠ

ঘ) চোখের বালি

⇒ উত্তর- আনন্দমঠ

১০। ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন—

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

⇒ উত্তর- অবনীন্দ্রনাথ ঠাকুর

পরের পাতায় যান ⇒

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!