Madhyamik History MCQ || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর MCQ || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

১১। শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন—

(ক) উইলিয়াম উডবার্ন

খ) উইলিয়াম কেরি

গ) কুয়দাস মিস্ত্রি

Join us on Telegram

ঘ) পঞনন কর্মকার।

⇒ উত্তর- উইলিয়াম কেরি

১২। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—

ক) ১৮১৬ খ্রিস্টাব্দে

খ) ১৮১৮ খ্রিস্টাব্দে

গ) ১৮১৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৮১০ খ্রিস্টাব্দে

⇒ উত্তর- ১৮১৭ খ্রিস্টাব্দে

১৩। বাংলায় ফাউন্ড কমিশন গঠন করে—

ক) লিগ মন্ত্রীসভা

(খ) কংগ্রেস মন্ত্রীসভা

গ) জনতাদল মন্ত্রীসভা

ঘ) ব্রিটিশ মন্ত্রীসভা

⇒ উত্তর- লিগ মন্ত্রীসভা

১৪। ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন বসে

ক) দিল্লিতে

(খ) কলকাতায়

গ) কানপুরে

(ঘ) নাগপুরে

⇒ উত্তর- কানপুরে

১৫। বারদৌলি সত্যাগ্রহের মুখ্য পরিচালক ছিলেন—

ক) মহাত্মা গান্ধি

(খ) বল্লভভাই প্যাটেল

গ) জে, বি. কৃপালিনী

ঘ) কে, এম,

⇒ উত্তর- বল্লভভাই প্যাটেল

১৬। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায়

ক) পাটনায়

খ) কলকাতায়

গ) চট্টগ্রামে

(ঘ) ঢাকায়

⇒ উত্তর- ঢাকায়

১৭। “ভাইকম সত্যাগ্রহ (১৯২৪ খ্রি.)-এ নেতৃত্ব দেন-

ক) জ্যোতিবা ফুলে

খ) শ্রী নারায়ণ গুরু

গ) বীরেশা লিঙ্গম পাল

ঘ) বি.আর. আম্বেদকর

⇒ উত্তর- শ্রী নারায়ণ গুরু

১৮। কলকাতায় ১৯৪৬ খ্রিস্টাব্দে ‘রসিদ আলি দিবস পালিত হয়—

(ক) ১১ ফেব্রুয়ারি

(খ) ১২ ফেব্রুয়ারি

গ) ১৩ ফেয়ারি

ঘ) ১৪ ফেব্রুয়ারি।

⇒ উত্তর- ১২ ফেব্রুয়ারি

১৯। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—

ক) লর্ড মাউন্টব্যাটেন

(খ) চক্রবর্তী রাজা গোপালাচারী

(গ) সর্দার বল্লভভাই প্যাটেল

ঘ) জওহরলাল নেহরু

⇒ উত্তর- চক্রবর্তী রাজা গোপালাচারী

২০। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়—

ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

⇒ উত্তর- ১৯৫৩ খ্রিস্টাব্দে

২১। ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত আছেন—

ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

খ) রমেশচন্দ্র মজুমদার

গ) রণজিৎ গুহ

ঘ) এ. এল. ব্যসাম

⇒ উত্তর- রণজিৎ গুহ

২২। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্রের পরিচালক হলেন—

ক) ঋত্বিক ঘটক

খ) শ্যাম বেনেগাল কে

গ) সত্যজিৎ রায়

(ঘ) দাদাসাহেব ফালকে

⇒ উত্তর- দাদাসাহেব ফালকে

২৩। ‘হুতোম প্যাঁচার নেশা’-র রচয়িতা হলেন—

(ক) কাঙাল হরিনাথ

(খ) হরিশচন্দ্র মুখ্যোপাধ্যায়

গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) উমেশচন্দ্র দত্ত

⇒ উত্তর- কালীপ্রসন্ন সিংহ

২৪। শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবক্তা হলেন-

ক) টমাস বি. মেকলে

খ) লর্ড বেন্টিজ্ক

গ) চার্লস উড

(ঘ) রামমোহন রায়

⇒ উত্তর- টমাস বি. মেকলে

২৫। বাংলার নবজাগরণ কে তথাকথিত নবজাগরণ’ বলেছেন—

ক) অম্লান দত্ত

(খ) অশোক মিত্র

গ) সুমিত সরকার

(ঘ) যদুনাথ সরক

⇒ উত্তর- অশোক মিত্র

⇐ আগের পাতায় যান

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!