এইচ এস সি পরীক্ষায় পাশের নিয়ম ২০২০ || কোন বিষয়ে কত পেলে পাশ??
আমরা যারা HSC পরীক্ষা দেই তাদের মধ্যে অনেকেই ঠিক ভাবে জানি না যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ HSC পরীক্ষার কোন বিষয়ে কত পেলে পাশ । অনেকেই এই বিষয়ে সমস্যায় পরেন। এইচ এস সি পরীক্ষাতে কোন বিষয়ে ঠিক কত নম্বর পেতে হবে ( এইচ এস সি পরীক্ষায় পাশের নিয়ম ) সে বিষয়ে পূর্ব ধারণা যদি আমাদের থাকে আহলে আগত এইচ এস সি পরীক্ষাতে পুর্ব পরিকল্পনা নিয়ে ভালো ফলাফল করতে পারবো। আজ আমরা সেই বিষয়ে সকল প্রকার তথ্য বিস্তারিত আলোচনা করবো।
Read More- এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২০
♠ মৌলিক বিষয় সমূহঃ (সকলের জন্য প্রযোজ্য)
প্রথমে আমরা এইচ এস সি এর মৌলিক বিষয় গুলিতে কত পেলে পাশ সেই বিষয়ে জেনে নেবো। মনে রাখবেন এই বিষয়গুলি সকল এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য
⇒ এইচ এস সি বাংলা ১ম পত্রে কত পেলে পাশ?
সৃজনশীল অংশে ২৩ নাম্বার এবং বহুনির্বাচনী অংশে ১০ নাম্বার অর্থাৎ, মোট ৩৩ নম্বর পেতে হবে । (CQ এবং MCQ অংশে আলাদাভাবে পাশ করতে হবে) এইচ এস সি বাংলা প্রথম পত্রে আপনি পাশ করবেন।
⇒ এইচ এস সি বাংলা ২য় পত্রে কত পেলে পাশ?
৩৩ নম্বর পেলেই পাশ এইচ এস সি বাংলা দ্বিতীয় পত্রে আপনি পাশ করবেন।
বিঃ দ্রঃ (দুই পত্র অর্থাৎ, বাংলা ১ম ও ২য় মিলে ৬৬ পেলেই পাশ নয়, পেতে হবে আলাদা ভাবে)
⇒ এইচ এস সি ইংরেজি পত্রে কত পেলে পাশ?
এইচ এস সি ইংরেজি ১ম ও ২য় পত্র মিলে মোট ৬৬ পেলেই আপনি পাশ।
একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি এক পত্রে যদি ২০ নাম্বার পা্ন এবং অন্য পত্রে যদি ৪৬ নাম্বার পান অর্থাৎ দুটি পত্র মিলিয়ে ৬৬ নাম্বার পাইলেও পাশ।
♠ বিজ্ঞান বিভাগের বিষয় সমুহঃ
এইচ এস সি এর বিজ্ঞান বিভাগের বিষয় গুলিতে কত পেলে পাশ সেই বিষয়ে জেনে নেবো।
১. সৃজনশীল অংশঃ ১ম এবং ২য় পত্রে মিলে ৩৩ নম্বর পেলেই পাশ। উদাহরণ হিসাবে বোঝালে, এক পত্রে ২০ ও অন্যটিতে ১৩ পেলেও পাশ।
২. বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ১৬ পেলেই পাশ। উদাহরণ হিসাবে বোঝালে, এক পত্রে ০২ ও অন্য পত্রে ১৪ পেলেও পাশ।
♠ মানবিক বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ম এবং ২য় পত্র মিলে ৪৬ নাম্বার পেলেই পাশ। উদাহরণ হিসাবে বোঝালে এক পত্রে ৯ নম্বর ও অন্যটিতে ৩৭ নম্বর পেলেও পাশ।
বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ২০ পেলেই পাশ। উদাহরণ হিসাবে বোঝালে এক পত্রে ০৪ এবং অন্য পত্রে এ ১৬ পেলেও পাশ।
♠ ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ম এবং ২য় পত্র মিলে ৪৬ নাম্বার পেলেই পাশ। উদাহরণ হিসাবে বোঝালে এক পত্রে ১১ নম্বর ও অন্যটিতে ৩৫ নম্বর পেলেও পাশ।
বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ২০ পেলেই পাশ। উদাহরণ হিসাবে বোঝালে এক পত্রে ০৭ এবং অন্য পত্রে এ ১৩ পেলেও পাশ।
Tag- এইচ এস সি পরীক্ষার মানবন্টন, এইচ এস সি পাশের নিয়ম, এইচ এস সি পাশের নিয়ম ২০১৯, জে এস সি পাশের নিয়ম ২০১৯, এইচএসসি ২০১৮ পাশের ফলাফল, এইচএসসি ২০১৮ পাশের হার, এইচএসসি ২০২০ রেজাল্ট, কোন বোর্ডে পাসের হার কত ২০১৯, নম্বর সহ এইচএসসি রেজাল্ট ২০১৯, এইচ এস সি রেজাল্ট কবে দিবে, এইচ.এস.সি পরীক্ষায় কোন বিষয়ে কত পেলে পাশ?, এইচ.এস.সি পরীক্ষায় কোন বিষয়ে কত পেলে পাশ দেখে নিন, এইচ এস সি পরীক্ষায় পাশের নিয়ম