CISF-এ ৪৪৭ জন Constable/Driver নিয়োগ করতে চলেছে

পোস্টটি শেয়ার করুন
Rate this post

CISF বা Central Industrial Security Force ৪৪৭ জন Constable/Driver নিয়োগ করার জন্য দরখাস্ত করেছে। যেনারা প্রতিনিয়ত সরকারি চাকরীর জন্য প্রস্তুতিতে নিজেকে নিয়োজিত করে রেখেছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে। তাই আর দেরি না করে বিস্তারিত জেনে তারাতারি আবেদন করে ফেলুন। যারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তেনারা এই পদের জন্য যোগ্যতা কেমন দরকার সেই বিষয়ে নিচে বিস্তারিত দেখে নিন। এবং অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করে ফেলুন।

  • আবেদন করবেন কিভাবে- আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র পুরণ করতে হবে।
  • নিয়োগকারী সংস্থার নাম কী- CISF বা Central Industrial Security Force
  • কোন্‌ কোন্‌ পদের জন্য নিয়োগ করতে চলেছে- Constable/Driver
  • আপনার কর্মস্থান কোথায় হতে পারে?- ভারতবর্ষের মধ্যে যে কোনো স্থানে।
  • আবেদনের শেষ দিন কবে?- ১৯ মার্চ ২০১৮
  • শূণ্যপদের সংখ্যা- ৪৪৭ জন
  • বেতনের পরিমান কেমন হবে?– ২১,৭০০-৬৯,১০০ টাকার মধ্যে (Pre Revised Pay band 1Rs.5200-20200+ Grade Pay Rs. 2000/-
  • শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার?- মাধ্যমিক পাশ এবং সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স।
  • বয়সসীমা কত?- ২১ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • জাতীয়তা- এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে।
  • আবেদনের মূল্য- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিম্নলিখিতি আবেদন মূল্য দিতে হবে

General/OBC- ১০০

SC/ST/ExS- Nil

  • নির্বাচনের পদ্ধতি কেমন হবে?- আপনার আবেদনকৃ ফর্মটি যাচাই করার পর যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত পদ্ধতিতে প্রার্থীদের নিয়োগ করা হবে-

> দৈহিক মান পরীক্ষা

Join us on Telegram

            > দৈহিক দক্ষতা পরীক্ষা

            > লিখিত পরীক্ষা

  • আবেদনের পদ্ধতি- উপযুক্ত ও দক্ষ প্রার্থীরা CISF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্মটি পূরণ করে ফেলুন।
  • বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন- Download Pdf
  • অনলাইনে ফর্ম ফিলাপের জন্য এখানে ক্লিক করুন- Apply Online

আমাদের ব্লগে যদি কোনো লেখক লেখা পাঠাতে চান তাহলে আমাদের নীতিমালা অনুসরণ করে আমাদের Privecy Policy – অনুসারে লেখা পাঠানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!