SSC Routine 2020 (NEW) PDF || SSC পরীক্ষার নতুন রুটিন ২০২০
SSC Routine 2020
এস এস সি রুটিন 2020 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। অনিবার্য কারণ বশত এস এস সি রুটিন 2020 পরিবর্তন করা হল। আজ আমরা তোমাদের এস এস সি রুটিন 2020 নতুন রুটিন টি জানাবো। SSC Routine 2020 প্রকাশিত হয়েছে! ২০২০ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রায় আট মাস আগে প্রকাশ করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী বছরের ৩লা ফেব্রুয়ারি তারিখে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০২০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন দিয়ে তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এই সময়সূচি। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচিতে যেকোন সময় পরিবর্তন আনতে পারবে।
রোববার (১৯ জানুয়ারি) এসএসসি পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থী শুধু নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে; ভিন্ন বিষয়ে নয়।
পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।
এক নজরে ২০২০ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি
তত্ত্বীয় পরীক্ষা শুরুর তারিখ: | ৩লা ফেব্রুয়ারি ২০২০ (সোমবার) |
তত্ত্বীয় পরীক্ষা শেষের তারিখ: | ২৭ ফেব্রুয়ারি ২০২০ (বৃহস্পতিবার) |
পরীক্ষার সময়: | সকাল ১০টা থেকে দুপুর ১টা |
পরীক্ষার ব্যাপ্তিকাল: | ৩ ঘন্টা |
ব্যবহারিক পরীক্ষার সময়: | ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ, ২০২০ |
যেসব শিক্ষা বোর্ডের জন্য এসএসসি রুটিন প্রযোজ্য
- ঢাকা বোর্ড (Dhaka Board)
- রাজশাহী বোর্ড (Rajshahi Board)
- কুমিল্লা বোর্ড (Comilla Board)
- যশোর বোর্ড (Jessore Board)
- চট্টগ্রাম বোর্ড (Chittagong Board)
- বরিশাল বোর্ড (Barisal Board)
- সিলেট বোর্ড (Sylhet Board)
- দিনাজপুর বোর্ড (Dinajpur Board)
- ময়মনসিংহ বোর্ড (Mymensingh Board)
SSC Routine 2020 All Education Board Bangladesh
নতুন এসএসসি রুটিন ২০২০


SSC 2020 পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশাবলী
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ীই পরীক্ষা শুরু এবং শেষ হবে।
- পরীক্ষার প্রথম অংশে বহুনির্বাচনি বা এমসিকিউ পরীক্ষা এবং তারপর সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবেনা।
- স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- উত্তরপত্রের OMR শীটে নির্দিষ্ট স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। OMR শীট কোনভাবেই ভাঁজ করা যাবেনা।
- সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারীক পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
- পরীক্ষার্থীগণ প্রয়োজনে শুধুমাত্র সাধারন সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
এস এস সি রুটিন 2020, এসএসসি পরীক্ষার্থী, এসএসসি রুটিন ২০২০ ডাউনলোড, এসএসসি রুটিন ২০২০ (সময়সূচি ডাউনলোড) , SSC Routine 2020, ২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন, নতুন এসএসসি রুটিন ২০২০