Madhyamik Life Science Question 2017 | মাধ্যমিক জীবনবিজ্ঞাব ২০১৭

পোস্টটি শেয়ার করুন
2.8/5 - (6 votes)

Madhyamik Life Science Question 2017 PDF

Madhyamik Life Science Question 2017 PDF : মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্ন পত্র পিডিএফ আকারে দেওয়া হল। ২০১৭ সালের মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্ন PDF আকারে ডাউনলোড করে নাও। PDF টি পোস্টের শেষে পেয়ে যাবে।


মাধ্যমিক পরীক্ষা ২০১৭

জীবন বিজ্ঞান


বিভাগ- ক

Join us on Telegram

1) প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো: 1 x 15= 15

(i) কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল –  (a) ফোটোন্যাস্টি, (b) সিসমোন্যাস্টি, (c) কেমোন্যাস্টি, (d) থার্মোন্যাস্টি।

(ii) ডায়াবেটিস মেলিটাস-এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? – (a) অ্যাড্রিনালিন, (b) ইনসুলিন, (c) থাইরক্সিন, (d) টেস্টোস্টেরন।

(iii) ‘দৈহিক উয়তা’ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল – (a) থ্যালামাস, (b) লঘুমস্তিষ্ক, (c) হাইপোথ্যালামাস, (d) সুষুম্নাশীৰ্ষক।

(iv) তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হল – (a) প্রোফেজ, (b) টেলোফেজ, (c) অ্যানাফেজ, (d) মেটাফেজ।

(v) নীচের কোন্ জোড়টি সঠিক? – (a) কোরকোগম – ইস্ট, (b) খণ্ডীভবন – কেঁচো, (c) রেণু উৎপাদন – অ্যামিবা, (d) পুনরুৎপাদন – ড্রাইয়োপটেরিস।

(vi) জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের — (a) শৈশব দশায়, (b) বয়ঃসন্ধি দশায়, (c) বার্ধক্য দশায়, (d) সদ্যোজাত দশায়।

(vii) মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল – (a) কুণ্ডিত বীজ, (b) হলুদ রঙের বীজ, (c) বেগুনি রঙের ফুল, (d) কাক্ষিক পুষ্প।

(viii) YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? – (a) 1, (b) 4, (c) 2, (d) 3।

(ix) হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল – (a) 75%, (b) 50%, (c) 100%, (d) 0%।

(x) পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল – (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) মিথেন, (d) অ্যামোনিয়া।

(xi) সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল – (a) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন, (b) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, (c) অপসারী বিবর্তন কে নির্দেষ করে (d) উৎপত্তিগতভাবে ও গঠনগতভাবে এক।

(xii) নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? – (a) রেড গ্রন্থি, (b) অগ্র প্রকোষ্ঠ, (c) গ্যাস্ট্রিক গ্রন্থি, (d) রেটিয়া মিরাবিলিয়া।

(xiii) সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? (a) নাইট্রোজেন আবদ্ধকরণ, (b) নাইট্রিফিকেশন, (c) ডিনাইট্রিফিকেশন, (d) অ্যামোনিফিকেশন

(xiv) পূর্ব-হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল – (a) লায়ন টেল্ড ম্যাকাক, (b) ওরাং ওটাং, (c) রেড পান্ডা, (d) নীলগিরি থর।

(xv) বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল –(a) ডায়ারিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, (b) হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা, (c) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যানসার, (d) ফুসফুসের ক্যানসার, পোলিয়ো, ম্যালেরিয়া।


বিভাগ- খ

2) নীচের 26টি প্রশ্ন থেকে যে-কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : 1×21=21

  • নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করাে : (যে-কোনো পাঁচটি) 1×5=5

(i) মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রইয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে ___ বলে। (ii) অ্যাডেনিন একটি_______জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।

(iii) ______ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।

(iv) ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল_____

(v) ধানখেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হল______।

(vi) _____হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বাইয়োস্ফিয়ার রিজার্ভ।

  • নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে-কোনো পাঁচটি) 1×5=5

(vi) জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।

(vii) ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস-এর ফলে উৎপন্ন হয়।

(ix) মটর গাছের ফুলে প্রয়ােজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগে ঘটানো যায়।

(x) প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য।

(xi) ভঙ্গুর দূষক জীববিবর্ধনের জন্য দায়ী।

(xii) ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়ামের গমন অঙ্গ।

  • A-স্তত্তে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের কমিক নং উন্নত সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে-কোনো পাঁচটি) 1×5=5
A স্তর B স্তর
(xiii) অন্ধবিন্দু (a) ভূ-গর্ভস্থ জলদূষণ
(xiv) সাইটোকাইনেসিস (b) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল
(xv) 44A + XY (c) সমসংস্থ অঙ্গ
(xvi) বাদুড় ও পাখির ডানা (d) কোশপাত গঠন
(xvii) আর্সেনিক (e) পরাগরেণু
(xviii) গর্ভমুন্ডে স্থানান্তরণ (f) শব্দদূষণ
(g) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস
  • একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) 1×6=6

(xix) বিসদৃশটি বেছে লেখো- TSH, ACTH, GTH, CSF

(xx) মায়েলিন আবরণীর একটি কাজ লেখো।

(xx) নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোডটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও-  প্রোফেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব।

(xxi) মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।

(xxiii) থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে?

(xxiv) বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

(xxv) প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করাে এবং লেখো : ভূণ, ভাজক কলা, বীজ, ক্রাইয়োসংরক্ষণ।

(xxvi) সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদবেগের কারণটির নাম লেখো।

বিভাগ-গ

3) নীচের 17টি প্রশ্ন থেকে যে-কোনো 12টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো : 2 x 12= 24

(i) ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

(i) মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো।

(ii) নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। (a) সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা ; (b) সাইকেল চালানো ; (c) হাঁচি ; (d) ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা।

(iv) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো।

(v) কোশচক্রের দুটি গুরুত্ব লেখো।

(vi) প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে DNA ও RNA-র মধ্যে পার্থক্য নিরূপণ করো : (a) পিরিমিডিন ক্ষারক ; (b) 5-C যুক্ত শর্করা।

(vii) কোন্ কোন্ বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে? (a) ধান ; (b) পাতাঝাঝি ; (c) শিমুল ; (d) আম।

(viii) সংকরায়ণের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো।

(ix) অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F-জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে?

(x) বর্ণান্ধতার কীভাবে বংশগত সারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও।

(xi) জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে-র পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো।

(xii) ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।

(xiii) সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে?

(xiv) জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো।

(xv) অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো।

(xvi) পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।

(xvii) পিপলস বায়ােডাইভারসিটি রেজিস্টার (PBR)-এ জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো।


 বিভাগ- ঘ

4) নীচের চটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো : 5×6=30

(i) মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। | (a) করনিয়া, (b) লেন্স, (c) ভিট্রিয়াস হিউমর, (d) রেটিনা। 3+2=5

অথবা,

একটি উদ্ভিদকোশ বা একটি প্রাণীকোশের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো : (a) ক্রোমোজোম, (b) বেমত, (c) মেরু অঞ্চল, (d) সেন্ট্রোমিয়ার। 3+2=5

(ii) ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো : (a) কুণ্ডলী ; (b) সক্রিয়তা।3+2=5.

অথবা,

মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো, : (a) জননকোশ বা গ্যামেট উৎপাদন ; (b) নিষেক ; (c) ভূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। 2+3=5

(iii) একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো। 3+2=5

অথবা,

থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। 2+3=5

(iv) যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার’ আর ‘পাখির ডানা’-কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়? 2+3=5

অথবা,

অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।

  1. iv) অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কী কী? জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট-এর ভূমিকা কী কী? 2+3=5

অথবা,

জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো।

(vi) ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কী কী ভাবে দূষিত হয় – তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও।2+3=5

অথবা,

দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে? এক্স সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। 3+2=5


মাধ্যমিকের প্রস্তুতির জন্য বিনামূল্যে নোটস ও সাজেশন পেতে হলে আজই Students Care টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান. টেলিগ্রাম অ্যাপটি খুলে সার্চ করুণ “Students Care”


⇒ মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন ২০১৭ PDF Download


আরও পড়ো-

মাধ্যমিকের সকল বিষয়ের প্রশ্ন PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!