ভারতের গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও চেয়ারম্যান তালিকা PDF
গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি
ভারতীয় সংবিধানের অংশ হিসেবে Committees of the Constituent Assembly বা ভারতের গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও চেয়ারম্যান তালিকা PDF টি তোমাদের জন্য দেওয়া হল। এই বিভাগ থেকে ঠিক কি ধরণের প্রশ্ন আসতে পারে? কয়েকটি উদাহরণ দেওয়া হল- ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? প্রভৃতি।
সংবিধান রচনার উল্লেখযোগ্য ক্রিয়াকর্মের জন্য গণপরিষদ বিভিন্ন কমিটি গঠন করেছিল। কমিটিগুলি সাধারণত দুটি ভাগে বিভক্ত (১) মেজর কমিটি, (২) মাইনর কমিটি। সমস্ত কমিটিগুলির মধ্যে ৮টি মেজর কমিটি এবং বাদ বাকিগুলি মাইনর কমিটি। নীচে এই কমিটির নাম এবং চেয়ারম্যানের নাম দেওয়া হল—
⇒ গণপরিষদের মেজর কমিটি ও তার চেয়ারম্যান
ক্র. ন. | কমিটির নাম | চেয়ারম্যানের নাম |
---|---|---|
১. | কেন্দ্রীয় ক্ষমতা প্রাপ্ত কমিটি | জওহরলাল নেহেরু |
২. | প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি | জওহরলাল নেহেরু |
৩. | রাজ্য কমিটি | জওহরলাল নেহেরু |
৪. | খসড়া কমিটি | বি. আর. আম্বেদকর |
৫. | প্রাদেশিক গঠনতন্ত্র কমিটি | সর্দার বল্লভভাই প্যাটেল |
৬. | স্টিয়ারিং কমিটি | ডক্টর রাজেন্দ্রপ্রসাদ |
৭. | কর্ম পরিচালন প্রণালী কমিটির নিয়মনীতি | ডক্টর রাজেন্দ্রপ্রসাদ |
৮. | মৌলিক অধিকার, সংখ্যালঘু, আদিবাসী এবং বাদ পরা অন্যান্য ক্ষেত্র সংক্রান্ত উপদেষ্টা কমিটি এই কমিটির সাব কমিটি গুলি নিম্নরূপ- |
সর্দার বল্লভভাই প্যাটেল |
i) মৌলিক অধিকার উপ-কমিটি | জে. বি. কৃপালিনী | |
ii) সংখ্যালঘু উপ-কমিটি | এইচ. সি. মুখার্জি | |
iii) উত্তর-পূর্ব সীমান্ত উপজাতি অঞ্চল এবং আসাম, বহির্ভূত এবং আংশিকভাবে বহির্ভূত অঞ্চল উপ-কমিটি | গোপীনাথ বরদলুই | |
iv) বহির্ভূত এবং আংশিকভাবে বহির্ভূত অঞ্চলগুলি উপ-কমিটি | এ ভি থাক্কার | |
v) উত্তর-পশ্চিম সীমান্ত উপজাতি অঞ্চল | – |
⇒ গণপরিষদের মাইনর কমিটি ও তার চেয়ারম্যান
ক্রমিক নম্বর | কমিটির নাম | চেয়ারম্যান |
---|---|---|
১. | ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি | ডক্টর রাজেন্দ্রপ্রসাদ |
২. | হাউস কমিটি | বি. পট্টবি সীতারামাইয়া |
৩. | অর্ডার অব বিজনেস কমিটি | ড. কে এম মুন্সী |
৪. | ক্রেডেনসিয়াল কমিটি | আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার |
৫. | জাতীয় পতাকা অ্যাডহক কমিটি | ডক্টর রাজেন্দ্রপ্রসাদ |
৬. | গণপরিষদের কার্যনির্বাহী কমিটি | জি ভি মাভলঙ্কার |
৭. | সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটি | এস বরদাচারী |
৮. | ইউনিয়ন গঠনতন্ত্রের আর্থিক বিধান সম্পর্কে বিশেষজ্ঞ কমিটি | নলিনী রঞ্জন সরকার |
৯. | ভাষাগত প্রদেশ গঠন কমিশন | এস কে ধর |
১০. | খসড়া কমিটি পরীক্ষা করার জন্য বিশেষ কমিটি | জওহরলাল নেহেরু |
১১. | প্রেস গ্যালারী কমিটি | ঊষানাথ সেন |
১২. | নাগরিকত্ব সম্পর্কিত অ্যাডহক কমিটি | এস বরদাচারী |
১৩. | প্রধান কমিশনার প্রদেশগুলির কমিটি | বি. পট্টবি সীতারামাইয়া |
আরও পড়ুন
- ভারতের গণপরিষদ : গঠন, উদ্দেশ্য, অধিবেশন, উল্লেখযোগ্য কমিটি
- Indian Polity/Constitution Book In Bengali PDF
- ভারতের হাইকোর্টের তালিকা PDF
♦ গণপরিষদের উল্লেখযোগ্য কমিটির PDF Download