ভারতের জাতীয় আন্দোলন- WBCS-প্রস্তুতি (পর্ব-২) || WBCS 2018

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আগত WBCS 2018 পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আজকের পর্বে “ভারতের জাতীয় আন্দোলন”টপিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলি আগত পরীক্ষার ক্ষেত্রে খুবি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে এই বিষয়ে আমরা আশাবাদী। চলুন দেখে নেওয়া যাক আককের পর্বে কি কি প্রশ্নের ভান্ডার আমরা নিয়ে এসেছি-

ভারতের জাতীয় আন্দোলন- WBCS-প্রস্তুতি (পর্ব-২) || WBCS 2018

১৬. সিপাহি বিদ্রহের প্রথম শহিদ কে?

উঃ মঙ্গল পান্ডে।

১৭. কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?

Join us on Telegram

উঃ ১৭৮১।

WBCS Planner 2018 || WBCS প্রস্তুতি নেবেন কিভাবে?

১৮. কোন্‌ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?

উঃ চতুর্থ ইঙ্গ-মহীশুর যুদ্ধে।

১৯. মহারাষ্ট্রের সত্যসাধক সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ জ্যোতিবা ফুলে।

২০. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন কে?

উঃ দ্বিতীয় শাহ আলম।

২১. ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল কবে?

উঃ ১৭৮৪ সালে।

২২. মোপালা বিদ্রহ কারা করেছিল?

উঃ কৃষোকরা।

২৩. বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় কবে?

উঃ ১৮৫৬ সালে।

২৪. কোন্‌ মামলায় বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়?

উঃ দিল্লি ষড়যন্ত্র মামলায়।

২৫. তত্ত্ববোধিনী সভা গঠন করেন কে?

উঃ দেবেন্দ্র ঠাকুর।

২৬. ‘ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ সতীশ্চন্দ্র মুখ্যোপাধ্যায়।

২৭. কোন্‌ শিখ গুরু খালসা প্রবর্তন করেন?

উঃ গোবিন্দ সিংহ।

২৮. রাজনৈতিক বন্দিদের জন্য কোন্‌ জেলটি বিশেষ ভাবে তৈরি হয়েছিল?

উঃ দমদম সেন্ট্রাল জেল।

২৯. বাংলায় ওয়াহাবি আন্দোলন শুরু করেন কে?

উঃ তিতুমির।

৩০. দক্ষিন ভারতে কবে কৃষোক বিদ্রহের সূচনা হয়?

উঃ ১৮৭৫ সালে।

৩১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৫৭ সালে।

এতক্ষন সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরছি আপনার এই কয়েকটি প্রশ্ন ভালো লেগেছে। আমরা গর্বিত আপনাদের সাহায্য করতে পেরে। আমাদের সঙ্গে এই ভাবে থাকুন, পরবর্তী পর্বের জন্য নজর রাখুন “স্টুডেন্ট কেয়ার এর “WBCS-প্রস্তুতি” বিভাগে। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!