[PDF] ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মন্ত্রীদের নাম ও দফতর তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

List of Cabinet Ministers of India PDF in Bengali

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৫৮জন মন্ত্রী ও তারা কোন কোন দপ্তরে নিয়োজিত তার একটা তালিকা আজ আমরা জেনে নেবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রশ্ন এসেই থাকে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মন্ত্রীদের নাম ও দফতর তালিকা PDF (List of Cabinet Ministers of India PDF in Bengali) আকারে তোমাদের প্রদান করবো। PDF টির ডাউনলোড লিঙ্ক পোস্টের শেষে পেয়ে যাবে।


Last Update 12/10/2020


ভারতের সকল রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নামের তালিকা

প্রধানমন্ত্রী

Join us on Telegram
শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়াও কর্মচারী,
গণ-অভিযোগ ও পেনশন বিষয়ক;
আণবিক শক্তি দপ্তর;
মহাকাশ দপ্তর;
গুরুত্বপূর্ণ নীতিসমূহ এবং
অন্যান্য মন্ত্রকের দায়িত্ব যা এখনও কোন মন্ত্রীকে দেওয়া হয়নি।
ক্যাবিনেট মন্ত্রী
1 শ্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী।
2 শ্রী অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী।
3 শ্রী নীতিন জয়রাম গড়করি সড়ক পরিবহণ ও মহাসড়ক এবং
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী।
4 শ্রী ডি ভি সদানন্দ গৌড়া রসায়ন ও সার মন্ত্রী।
5 শ্রীমতী নির্মলা সীতারমন অর্থ এবং
কর্পোরেট বিষয়ক মন্ত্রী।
6 শ্রী রামবিলাস পাসোয়ান উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী।
7 শ্রী নরেন্দ্র সিং তোমর কৃষি ও কৃষককল্যাণ;
গ্রামোন্নয়ন এবং
পঞ্চায়েতি রাজ মন্ত্রী।
8 শ্রী রবিশঙ্কর প্রসাদ আইন ও ন্যায়বিচার;
যোগাযোগ এবং
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।
9 শ্রীমতী হরসিমরত কউর বাদল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী।
10 শ্রী থাওয়ার চাঁদ গেহলট সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী।
11 ডঃ সুব্রহ্মনিয়ম জয়শঙ্কর বিদেশ মন্ত্রী।
12 শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।
13 শ্রী অর্জুন মুন্ডা আদিবাসী বিষয়ক মন্ত্রী।
14 শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি মহিলা ও শিশুকল্যাণ এবং বস্ত্র মন্ত্রক।
15 ডঃ হর্ষ বর্ধন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ;
বিজ্ঞান ও প্রযুক্তি এবং
ভূ-বিজ্ঞান মন্ত্রক।
16 শ্রী প্রকাশ জাভড়েকর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত উদ্যোগ মন্ত্রী।
17 শ্রী পীযূষ গোয়েল রেল এবং
বাণিজ্য ও শিল্প মন্ত্রী।
18 শ্রী ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস
এবং ইস্পাত মন্ত্রী।
19 শ্রী মুখতার আব্বাস নাকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী।
20 শ্রী প্রহ্লাদ যোশী সংসদীয় বিষয়ক;
কয়লা ও
খনি মন্ত্রী।
21 ডঃ মহেন্দ্রনাথ পান্ডে দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী।
22 শ্রী অরবিন্দ গণপত সাওয়ান্ত ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত উদ্যোগ মন্ত্রী।
23 শ্রী গিরিরাজ সিং পশুপালন, দুগ্ধ এবং দুগ্ধজাত ও মৎস্যচাষ মন্ত্রী।
24 শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জলশক্তি মন্ত্রী।

প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)

1 শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার শ্রম ও কর্মসংস্থান (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) দপ্তরের প্রতিমন্ত্রী।
2 রাও ইন্দরজিৎ সিং পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং
পরিকল্পনা (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বিষয়ক প্রতিমন্ত্রী।
3 শ্রী শ্রীপাদ যশো নায়েক আয়ুর্বেদ যোগ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি (আয়ূষ) (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত
প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী।
4 ডঃ জিতেন্দ্র সিং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত);
প্রধানমন্ত্রীর দপ্তর;
কর্মচারী, জন-অভিযোগ ও পেনশন;
পরমাণু শক্তি দপ্তর এবং
মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী।
5 শ্রী কিরেন রিজিজু ক্রীড়া ও যুব বিষয়ক (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং
সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী।
6 শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল সংস্কৃতি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং
পর্যটন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) দপ্তরের প্রতিমন্ত্রী।
7 শ্রী রাজকুমার সিং বিদ্যুৎ (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত);
নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং
দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী।
8 শ্রী হরদীপ সিং পুরী আবাসন ও শহরাঞ্চল বিষয়ক (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত);
অসামরিক বিমান পরিবহণ (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং
এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী।
9 শ্রী মনসুখ এল মাণ্ডব্য জাহাজ চলাচল (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং
রসায়ন ও সার দপ্তরের প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী

1 শ্রী ফগ্গন সিং কুলস্তে ইস্পাত প্রতিমন্ত্রী।
2 শ্রী অশ্বিনী কুমার চৌবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী।
3 শ্রী অর্জুন রাম মেঘওয়াল সংসদ বিষয়ক এবং
ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী।
4 জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী।
5 শ্রী কৃষাণ পাল সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী।
6 শ্রী দানভে রাওসাহেব দাদারাও উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী।
7 শ্রী জি কিষাণ রেড্ডি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
8 শ্রী পুরুষোত্তম রুপালা কৃষি ও কৃষককল্যাণ প্রতিমন্ত্রী।
9 শ্রী রামদাস আথওয়ালে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী।
10 সাধ্বী নিরঞ্জন জ্যোতি গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী।
11 শ্রী বাবুল সুপ্রিয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী।
12 শ্রী সঞ্জীব কুমার বালিয়ান পশুপালন, দুগ্ধ ও দুগ্ধজাত এবং মৎস্যচাষ প্রতিমন্ত্রী।
13 শ্রী ধোত্রে সঞ্জয় শামরাও মানবসম্পদ উন্নয়ন;
যোগাযোগ এবং
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।
14 শ্রী অনুরাগ সিং ঠাকুর অর্থ এবং
কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী।
15 শ্রী অঙ্গদি সুরেশ চান্নাবাসাপ্পা রেল প্রতিমন্ত্রী।
16 শ্রী নিত্যানন্দ রাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
17 শ্রী রতনলাল কাটারিয়া জলশক্তি এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী।
18 শ্রী ভি মুরলীধরন বিদেশ ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী।
19 শ্রীমতী রেণুকা সিং সারুতা আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী।
20 শ্রী সোম প্রকাশ বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী।
21 শ্রী রামেশ্বর তেলি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী।
22 শ্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং
পশুপালন, দুগ্ধ ও দুগ্ধজাত এবং মৎস্যচাষ প্রতিমন্ত্রী।
23 শ্রী কৈলাশ চৌধুরি কৃষি ও কৃষককল্যাণ প্রতিমন্ত্রী।
24 শ্রীমতী দেবশ্রী চৌধুরি মহিলা ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকা PDF


কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সম্পদ ও দায়বদ্ধতা, কেন্দ্রীয় মন্ত্রিসভা, List of Cabinet Ministers of India 2019 PDF in Bengali – ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকা PDF, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন দপ্তর, প্রতিরক্ষামন্ত্রক প্রতিরক্ষা, ভারতের নতুন কেন্দ্রীয় মন্ত্রীদের নাম ও দফতর, ভারতের মন্ত্রীদের নামের তালিকা, ভারতের মন্ত্রীদের নামের তালিকা 2020 pdf, ভারতের মন্ত্রী তালিকা 2020, বর্তমান মন্ত্রীদের নামের তালিকা, ভারতের প্রধানমন্ত্রীর তালিকা, ভারতের শিক্ষা মন্ত্রীর নাম কি 2020, ভারতের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম কি, পশ্চিমবঙ্গের মন্ত্রী তালিকা 2019, ২০১৯ সালের মন্ত্রীদের নামের তালিকা, ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা, ভারত 2020 মন্ত্রিসভায় মন্ত্রী || তালিকা আপডেট করা, প্রধানমন্ত্রীর কার্য্যালয় (পি.এম.ও.) , কেন্দ্রীয় মন্ত্রিসভার … – PM India, www.pmindia.gov.in

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!