পদ্ম পুরস্কার ২০২১ PDF তালিকা | Padma Awards 2021 in Bengali PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

পদ্ম পুরস্কার ২০২১

পদ্ম পুরস্কার ২০২১ PDF: প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি পদ্ম পুরস্কারের ঘোষণা করেন। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের ঘোষণা মতো মোট ১১৯ জনকে পদ্ম পুরস্কার (Padma Award) দেওয়া হচ্ছে, তার মধ্যে ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্ম ভূষণ ও ১০২ জন পদ্মশ্রী পুরস্কারে বিবেচিত হয়েছেন। কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে আগত চাকরীর পরীক্ষায় Padma Awards বা পদ্ম পুরস্কার ২০২১ থেকে প্রশ্ন আসবেই। তাই PDF টি ডাউনলোড করে নিন। যেটি পোস্টের শেষে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।



♥ পদ্ম পুরস্কার কী?

ভারতের একটি অন্যতম অসামরিক পুরস্কার হল পদ্ম পুরস্কারযেটি প্রতিবছর ভারত সরকার দ্বারা বিশিষ্ট কিছু সন্মানীয় ব্যাক্তিবর্গদের প্রদান করা হয়। পদ্ম পুরষ্কার ২০২১ সালের তালিকাটি জানার আগে আমরা আগে পদ্ম পুরষ্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবো।


⇒ পদ্ম পুরষ্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

১. এটি ভারতের একটি অন্যতম অসামরিক পুরস্কার।

Join us on Telegram

২. ১৯৫৪ সালে প্রথম পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়।

৩. পদ্ম পুরস্কারের তিনটি ভাগ রয়েছে। সেগুলি হল―

(ক) পদ্ম বিভূষণ- ব্যতিক্রমী ও নজরকাড়া পরিষেবা যাঁরা দিয়ে থাকেন তাঁদের পদ্মবিভূষণে সম্মানিত করা হয়।

(খ) পদ্ম ভূষণক- নজরকাড়া পরিষেবা যাঁদের থেকে পাওয়া যায় তাঁদের পদ্মভূষণ

(গ) পদ্মশ্রী- যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়।

৪. ভারত সরকার দ্বারা প্রতিবছর ২৬ জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম সম্মান প্রাপকদের নাম প্রকাশ করা হয়।

৫. প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি এই সম্মান প্রদান করেন।

৬. পুরষ্কার প্রাপকদের তালিকা তৈরি করে প্রতি বছর প্রধানমন্ত্রীর গড়া পদ্ম অ্যাওয়ার্ড কমিটি

৭. শিল্পকলা, শিক্ষা, সাহিত্য, চিকিৎসা, খেলাধূলা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, কলা, বাণিজ্য ও শিল্প, জনসংযোগ, ওষুধ প্রভৃতি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়।

৮. নাম সুপারিশ করতে পারেন যে-কেউ, এমনকি প্রতিযোগী নিজেও।


⇒ পদ্ম পুরষ্কার ২০২১

২০২১ সালে পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ ২০২১ পাচ্ছেন ৭ জন। পদ্মভূষণ ২০২১ পুরস্কারের তালিকায় নাম রয়েছে ১০ জনের। এবং পদ্মশ্রী ২০২১ প্রাপকের সংখ্যা ১০২ জন। এঁদের মধ্যে ২৯ জন মহিলা আর ১০ জন বিদেশি অথবা প্রবাসী ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। তালিকায় রয়েছেন ১৬ জন এমন যাঁরা মরণোত্তর সম্মান পাবেন। এছাড়াও তৃতীয় লিঙ্গভুক্ত একজনকে এই সম্মান দেওয়া হয়েছে।

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী শিনজো আবে পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের কর্নেল কাজি সাজ্জাদ আলি জাহিদ জন-প্রশাসন এবং কলা বিভাগে শ্রীমতী সাঞ্জিদা খাতুনকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

পদ্মশ্রী -তে রয়েছেন সাত বাঙালিও। তবে, এবার পদ্মবিভূষণ বা পদ্মভূষণ আসছে না বাংলার ঘরে। এবছর `বাঁটুল দি গ্রেট’, `নন্টে ফন্টে’, `হাদা ভোঁদা’-র স্রষ্টা নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছে।


২০২১ সালে পশ্চিমবঙ্গ থেকে কোন্‌ কোন্‌ বাঙালী পদ্মশ্রী পুরষ্কার পেলো?

২০২১ সালে পশ্চিমবঙ্গ থেকে মোট ৭ জন বাঙালি পদ্ম পুরস্কার ২০২১ পেলেন; তাঁরা হলেন- সাহিত্য ও শিক্ষা বিভাগে শ্রী ধর্ম নারায়ণ বর্মা, শ্রী সুজিত চট্টোপাধ্যায়, শ্রী জগদীশ চন্দ্র হালদার; কলা বিভাগে শ্রী বীরেন কুমার বসাক ও শ্রী নারায়ণ দেবনাথ; ক্রীড়া বিভাগে শ্রীমতী মৌমা দাস; সমাজ সেবার জন্য গুরুমা কমলী সোরেন


⇒ পদ্ম বিভূষণ পুরস্কার 2021 তালিকা

# নাম ক্ষেত্র রাজ্য/দেশ
1. শ্রী শিনজো আবে পাবলিক অ্যাফেয়ার্স জাপান
2. শ্রী এস পি বালাসুব্রমনিয়ম (মরণোত্তর) কলা তামিলনাডু
3. ড: বেল্লে মোনাপ্পা হেগদে ঔষধ তামিলনাডু
4. শ্রী নারিনদের সিং কাপানি (মরণোত্তর) বিজ্ঞান ও প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র
5. মৌলানা বাহিদুদ্দিন খান অনান্য আধ্যাত্মিকতা দিল্লি
6. শ্রী বি বি লাল অনান্য প্রত্নতত্ব দিল্লি
7. শ্রী সুদর্শন সাহু কলা ওড়িষ্যা

⇒ পদ্ম ভূষণ পুরস্কার 2021 তালিকা

# নাম ক্ষেত্র রাজ্য/দেশ
1. শ্রীমতি কৃষ্ণান নায়ের শান্তাকুমারী চিত্রা কলা কেরালা
2. শ্রী তরুণ গগৈ (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স অসম
3. শ্রী চন্দ্রশেখর কামরা সাহিত্য ও শিক্ষা কর্ণাটক
4. শ্রীমতি সুমিত্রা মহাজন পাবলিক অ্যাফেয়ার্স মধ্যপ্রদেশ
5. শ্রী নরেদ্র মিশ্র সিভিল সার্ভিস উত্তরপ্রদেশ
6. শ্রী রাম বিলাস পাসোয়ান (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স বিহার
7. শ্রী কেশুভাই প্যাটেল (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স গুজরাট
8. শ্রী কালবে সাদিক (মরণোত্তর) অনান্য আধ্যাত্মিক উত্তরপ্রদেশ
9. শ্রী রজনীকান্ত দেবিদাস শ্রফ বাণিজ্য ও শিল্প মহারাষ্ট্র
10. শ্রী তারলোচন সিং পাবলিক অ্যাফেয়ার্স হরিয়ানা

⇒ পদ্মশ্রী পুরস্কার 2021 তালিকা

# নাম ক্ষেত্র রাজ্য/দেশ
1. শ্রী গুলফাম আহমেদ কলা উত্তরপ্রদেশ
2. শ্রীমতি পি. অনিতা ক্রীড়া তামিলনাড়ু
3. শ্রী রামা স্বামী অন্নভারুপা কলা অন্ধ্রপ্রদেশ
4. শ্রী শুভু অরুমুগাম কলা তামিলনাডু
5. শ্রী প্রকাশরাও আশাবাদী সাহিত্য ও শিক্ষা অন্ধ্রপ্রদেশ
6. শ্রীমতি ভুরি বাই কলা মধ্যপ্রদেশ
7. শ্রী রাধে শ্যাম বাড়লে কলা ছত্তিসগড়
8. শ্রী ধর্মা নারায়ন বর্মা সাহিত্য ও শিক্ষা পশ্চিমবঙ্গ
9. শ্রীমতি লখিমী বড়ূয়া সমাজসেবা আসাম
10. শ্রী বীরেন কুমার বসাক কলা পশ্চিমবঙ্গ
11. শ্রীমতি রজনী বেক্টোর বাণিজ্য ও শিল্প পাঞ্জাব
12. শ্রী পিটার ব্রুক কলা যুক্তরাজ্য
13. শ্রীমতি সংখুমী বুলছুয়াক সমাজসেবা মিজোরাম
14. শ্রী গোপীরাম বার্গেন বুড়াভাকাট কলা আসাম
15. শ্রীমতি বিজয়া চক্রবর্তী পাবলিক অ্যাফেয়ার্স আসাম
16. শ্রী সুজিত চট্টোপাধ্যায় সাহিত্য ও শিক্ষা পশ্চিমবঙ্গ
17. শ্রী জগদীশ চৌধুরী (মরণোত্তর) সমাজসেবা উত্তরপ্রদেশ
18. শ্রী তুলট্রিম চনজর সমাজসেবা লাদাখ
19. শ্রীমতি মৌমা দাস ক্রীড়া পশ্চিমবঙ্গ
20. শ্রী শ্রীকান্ত দাতার সাহিত্য ও শিক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র
21. শ্রী নারায়ণ দেবনাথ কলা পশ্চিমবঙ্গ
22. শ্রীমতি চুটনি দেবী সমাজসেবা ঝাড়খন্ড
23. শ্রীমতি দুলারী দেবী কলা বিহার
24. শ্রীমতি রাধে দেবী কলা মনিপুর
25. শ্রীমতি শান্তি দেবী সমাজসেবা ওড়িষ্যা
26. শ্রী ওয়ান ডিবিয়া কলা ইন্দোনেশিয়া
27. শ্রী দাদুদান গাধভি সাহিত্য ও শিক্ষা গুজরাট
28. শ্রী পরশুরাম আত্মারাম গঙ্গাভানে কলা মহারাষ্ট্র
29. শ্রী জয় ভগবান গোয়াল সাহিত্য ও শিক্ষা হরিয়ানা
30. শ্রী জগদীশ চন্দ্র হালদার সাহিত্য ও শিক্ষা পশ্চিমবঙ্গ
31. শ্রী মঙ্গল সিং হাজোয়ারি সাহিত্য ও শিক্ষা আসাম
32. শ্রীমতি আঁসু জামসেনপা ক্রীড়া অরুণাচলপ্রদেশ
33. শ্রীমতি পুর্ণামাসি জানি কলা ওড়িষ্যা
34. মাথা বি. মানজাম্মা জগাতি কলা কর্ণাটক
35. শ্রী দামোদারণ কৈথাপরাম কলা কেরালা
36. শ্রী নামদেও সি কাম্বলে সাহিত্য ও শিক্ষা মহারাষ্ট্র
37. শ্রী মহেশভাই এবং শ্রী নারেশভাই কানদিয়া (যুক্ত)(মরণোত্তর) কলা গুজরাট
38. শ্রী রজত কুমার কর সাহিত্য ও শিক্ষা উড়িষ্যা
39. শ্রী রাঙ্গাসমি লক্ষ্মীনারায়না কাশ্যপ সাহিত্য ও শিক্ষা কর্ণাটক
40. শ্রীমতি প্রকাশ কৌর সমাজসেবা পাঞ্জাব
41. শ্রী নিকোলাস কাজানাস সাহিত্য ও শিক্ষা গ্রিস
42. শ্রী কে. কেসভাসমি কলা পুদুচেরি
43. শ্রী ঘুলাম রসূল খান কলা জম্মু ও কাশ্মীর
44. শ্রী লাখা খান কলা রাজস্থান
45. শ্রীমতি সানজিদা খাতুন কলা বাংলাদেশ
46. শ্রী বিনায়ক বিষ্ণু খেদেকার কলা গোয়া
47. শ্রীমতি নিরু কুমার সমাজসেবা দিল্লি
48. শ্রীমতি লাজবন্তি কলা পাঞ্জাব
49. শ্রী রত্তন লাল বিজ্ঞান ও প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র
50. শ্রী আলী মানিকফান Others-Grassroots Innovation লাক্ষাদ্বীপ
51. শ্রী রামচন্দ্রা মাঁঝি কলা বিহার
52. শ্রী দুলাল মানকি কলা আসাম
53. শ্রী নানাদ্রো বি মারাক অনান্য কৃষি মেঘালয়
54. শ্রী রেউবেন মাসাঙবা কলা মনিপুর
55. শ্রী চন্দ্রকান্ত মেহতা সাহিত্য ও শিক্ষা গুজরাট
56. ড: রত্তন লাল মিত্তল ঔষধ পাঞ্জাব
57. শ্রী মাধবন নাম্বিয়ার ক্রীড়া কেরালা
58. শ্রী শ্যাম সুন্দর পালিয়াল সমাজসেবা রাজস্থান
59. ড: চন্দ্রকান্ত সমভাজি পাণ্ডব ঔষধ দিল্লি
60. ড: জে এন পান্ডে (মরণোত্তর) ঔষধ দিল্লি
61. শ্রী সলোমন পাপ্পিয়াহ সাহিত্য এবং শিক্ষা-সাংবাদিকতা তামিলনাড়ু
62. শ্রীমতি পাপ্পাম্মাল অনান্য কৃষি তামিলনাড়ু
63. ড: কৃষ্ণ মোহন পাথি ঔষধ উড়িষ্যা
64. শ্রীমতি জাস্বন্তিবেন জামানদাস পোপট বাণিজ্য ও শিল্প মহারাষ্ট্র
65. শ্রী গিরিশ প্রভুনে সমাজসেবা মহারাষ্ট্র
66. শ্রী নান্দা প্রুসটি সাহিত্য ও শিক্ষা উড়িষ্যা
67. শ্রী কে কে রামাচন্দ্রা পুলাভার কলা কেরালা
68. শ্রী বালান পুথেরি সাহিত্য ও শিক্ষা কেরালা
69. শ্রীমতি বিরুবালা রাভা সমাজসেবা আসাম
70. শ্রী কনাকা রাজু কলা তেলেঙ্গানা
71. শ্রীমতি বোম্বে জয়শ্রী রামনাথ কলা তামিলনাড়ু
72. শ্রী সত্যরাম রেঞ্জ কলা ত্রিপুরা
73. ড: ধনঞ্জয় দিবাকর সাগড়েও ঔষধ কেরালা
74. শ্রী অশোক কুমার সাহু ঔষধ উত্তরপ্রদেশ
75. ড: ভূপেন্দ্র কুমার সিং সঞ্জয় ঔষধ উত্তরাখন্ড
76. শ্রীমতি সিন্ধুতাই শাপকাল সমাজসেবা মহারাষ্ট্র
77. শ্রী চমনলাল সাপরু সাহিত্য ও শিক্ষা জম্মু ও কাশ্মীর
78. শ্রী রোমান সারমাহ সাহিত্য এবং শিক্ষা-সাংবাদিকতা আসাম
79. শ্রী ইমরান শাহ সাহিত্য ও শিক্ষা আসাম
80. শ্রী প্রেম চাঁদ শর্মা অনান্য কৃষি উত্তরাখন্ড
81. শ্রী অর্জুন সিং শেখায়াত সাহিত্য ও শিক্ষা রাজস্থান
82. শ্রী রাম যাতনা শুক্লা সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
83. শ্রী জিতেন্দ্র সিং শুনটি সমাজসেবা দিল্লি
84. শ্রী কার্তার পরশ রাম সিং কলা হিমাচল প্রদেশ
85. শ্রী কার্তার সিং কলা পাঞ্জাব
86. ড: দিলীপ কুমার সিং ঔষধ বিহার
87. শ্রী চন্দ্রশেখর সিং অনান্য কৃষি উত্তরপ্রদেশ
88. শ্রীমতি চন্দ্র শেখর সিং ক্রীড়া উত্তরপ্রদেশ
89. শ্রী বিরেন্দ্র সিং ক্রীড়া হরিয়ানা
90. শ্রীমতি মৃদুলা সিনহা (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা বিহার
91. শ্রী কে সি সিভাশঙ্কর (মরণোত্তর) কলা তামিলনাড়ু
92. গুরু মা কামালী সোরেন সমাজসেবা পশ্চিমবঙ্গ
93. শ্রী মারাচি সুব্বুরমন সমাজসেবা তামিলনাড়ু
94. শ্রী পি সুব্রামানিয়ান (মরণোত্তর) বাণিজ্য ও শিল্প তামিলনাড়ু
95. শ্রীমতি নিদুমলু সুমাথি কলা অন্ধ্রপ্রদেশ
96. শ্রী কপিল তিওয়ারি সাহিত্য ও শিক্ষা মধ্যপ্রদেশ
97. ফাদার ভ্যালেস (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা স্পেন
98. ড: থিরুভেঙ্গাদম ভীরারাঘবন (মরণোত্তর) ঔষধ তামিলনাড়ু
99. শ্রী শ্রীধর ভেমবু বানিজ্য ও শিল্প তামিলনাডু
100. শ্রী কে. ওয়াই ভেঙ্কেটেশ ক্রীড়া কর্ণাটক
101. শ্রীমতি উষা যাদব সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
102. কল কাজী সাজ্জাদ আলী জাহির পাবলিক অ্যাফেয়ার্স বাংলাদেশ

⇒ Padma Awards 2021 in Bengali PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “পদ্ম পুরস্কার ২০২১ PDF তালিকা | Padma Awards 2021 in Bengali PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!