দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ PDF | Dadasaheb Phalke Award 2021

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১

দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রালয় দ্বারা প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
ভারতীয় চলচ্চিত্রে দাদাসাহেব ফালকের অবদানের স্বীকৃতিতে ভারত সরকার ১৯৬৯ খ্রিষ্টাব্দে প্রথম এই পুরস্কার প্রচলন করে। ভারতীয় চলচ্চিত্রের জনক বলে পরিচিত দাদাসাহেব ফালকে একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি ১৯১৩ খ্রিষ্টাব্দে রাজা হরিশচন্দ্র নামক ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।


আরও পড়ো-


 

# পুরস্কার বিভাগ প্রাপক
1. সেরা অভিনেতা অক্ষয় কুমার (লক্ষ্মী)
2. সেরা অভিনেত্রী দীপিকা পাদুকোন(ছপক)
3. ক্রিটিক্স সেরা অভিনেতা(মরণোত্তর) সুশান্ত সিং রাজপুত (দিল বেচারা)
4. ক্রিটিক্স সেরা অভিনেত্রী কিয়ারা আদবানী (গিল্টি)
5. সেরা ছবি তানহাজি
6. সেরা পরিচালক অনুরাগ বসু (লুডো)
7. সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা বিক্রান্ত মাসে (ছপক)
8. সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী রাধিকা মদন (আংরেজি মিডিয়াম)
9. সেরা কমিক অভিনেতা কুনাল খেমু (লুকেট্স)
10. সেরা ওয়েবসিরিজ স্ক্যাম-১৯৯২
11. সেরা অভিনেতা (ওয়েবসিরিজ) ববি দেওল (আশ্রম)
12. সেরা অভিনেত্রী (ওয়েবসিরিজ) সুস্মিতা সেন (আরিয়া)
13 সেরা অ্যালবাম তিতলিয়ান
14. সেরা টেলিভিশন সিরিজ কুন্ডলী ভাগ্য
15. সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ) সুরভী চন্দনা
16. সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ) ধীরজ ধূপর
17. সেরা ফটোগ্রাফার ডাব্বু রত্নানি
18. স্টাইল দিভা অফ দি ইয়ার দিব্যা খোসলা কুমার
19. পারফর্মার অফ দি ইয়ার নোরা ফতেহি
20. চলচ্চিত্র জগতে অবিস্মরণীয় অবদান ধর্মেন্দ্র
21. চলচ্চিত্র জগতে সাহিত্য অবদান চেতন ভগৎ
22. শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্ম প্যারাসাইট
23. সর্বাধিক ভার্সেটাইল অভিনেতা কে কে মেনন

আরও পড়ো-


Dadasaheb Phalke Award 2021 in Bengali PDF

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!