সাধারণ বিজ্ঞান পর্ব-২ (General Science for WBSC, Part-2)
নমস্কার সকলকে, আশাকরছি সকলে ভালো আছেন। এবং আপনাদের পরীক্ষা প্রস্তুতিও ভালো ভাবেই চলছে। এই ভাবেই নিজেকে তৈরী করতে থাকুন এবং নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যান। আমরা আপনাদের পাশে সর্বদা রয়েছি। আমরা WBCS-এর সমস্ত ধরনের প্রশ্ন ও উত্তরের ভান্ডার নিয়ে আপনাদের সহযোগীতা করতে বধ্যপরিকর। এর আগে আমরা বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি। যেনারা আমাদের সাইটে নতুন তেনারা এখান থেকে দেখে নিতে পারেন। আজ আমাদের আলোচনার বিষয় হবে “সাধারণ বিজ্ঞান”(General Science for WBSC)। চলুন আর দেরি না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নেওয়া হোক-
সাধারণ বিজ্ঞান পর্ব-২ (General Science for WBSC, Part-2)
২১. অ্যাসিটিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত?
উঃ ১।
২২. অ্যালকোহল যৌগের কার্যকর মূলক হল কত?
উঃ –OH।
২৩. পাউরুটি, মদ তৈরির জন্য ব্যবহূত ছত্রাকটির নাম কী?
উঃ ইস্ট।
২৪. প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে কত শতাংশ?
উঃ ৮৫%।
২৫. চক্ষুবিন্দু দেখা যায় কোন প্রানীতে?
উঃ ইউগ্লিনায়।
২৬. হীরককে উজ্জ্বল দেখায় কেন?
উঃ তেজস্ক্রিয় রশ্মি বিকিরক করে বলে।
২৭. আপতকালীন হরমন কোনটি?
উঃ অ্যাড্রিনাল।
২৮. একটি ভেক্টর রাশির উদাহরণ দাও।
উঃ টর্ক।
২৯. মাইটোসিসের চতুর্থ দশাটির নাম কী?
উঃ টেলোফেজ।
৩০. টুথব্রাশ কোন শ্রেনির লিভার?
উঃ প্রথম শ্রেনির।
৩১. যৌন জননের একক কী?
উঃ গ্যামেট।
৩২. কোনটি মালভেসি?
উ. জবা।
৩৩. কোনটি লিগিউমিনোসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য?
উ. মূলে নডিউল থাকে।
৩৪. এককোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে বলে-
উ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
৩৫. অ্যান্টিবায়োটিক শব্দটি সর্বপ্রথম চালু করেন-
উ. এসএ ওয়াকসম্যান।
৩৬. শ্বসনের বিক্রিয়াগুলো প্রাথমিক পর্যায়ে ঘটে-
উ. সাইটোপ্লাজমে।
৩৭. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
উ. মাইটোকন্ড্রিয়ায়।
৩৮. গাইকোলাইসিসের সময়-
উ. উভয় ক্ষেত্রেই অক্সিজেন অপ্রয়োজনীয়।
৩৯. প্লাজমা মেমব্রেন হলো-
উ. অর্ধভেদ্য ।
৪০. জ্যান্থোফিলের বর্ণ কী?
উ. হলুদ