ভূগোলের ২০ টি প্রশ্ন ও উত্তর পর্ব ৩ ( Geography SAQ Question Answer )

পোস্টটি শেয়ার করুন
Rate this post

স্টুডেন্টস কেয়ারে সকলে স্বাগতম। আমরা এখন সাধারন জ্ঞানের কিছু তথ্য নিয়ে আলচনা করছি ধারাবাহিক ভাবে। আমরা এই বিভাগে ভূগোল বিষয়ক বিভিন্ন জানা অজানা সাধারন জ্ঞান ( Geography General knowledge ) নিয়ে আলোচনা করবো। যেগুলো জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে আপনাদের কাজে লেগে থাকবে।  আজকের তৃতীয় পর্বে ২০ টি Geography SAQ প্রশ্ন ও উত্তর কি কি রয়েছে দেখে নেওয়া যাক-

ভূগোলের ২০ টি প্রশ্ন ও উত্তর পর্ব ৩ ( Geography SAQ Question Answer )

১. শ্বেত অভ্রের আর এক নাম কী?

উঃ মাস্কোভাইট।

২. ভারতের প্রাচীনতম জলবিদ্যুত কেন্দ্র কোনটি?

Join us on Telegram

উঃ সিদ্রাপঙ।

৩. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্রকে কি বলে?

উঃ লেন্টিক।

৪. ঋতু নিয়ন্ত্রিত পশুচারণকে কি বলে?

উঃ ট্রানহিউম্যান্স।

৫. ‘ইউরোপের মরুভূমি’ কোন দেশ কে বলে?

উঃ বেলজিয়াম।

৬. পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?

উঃ মাউন্ট কমিউনিজম (৭৫০০মিটার)।

৭. বৃহত্তম কয়ালের নাম কী?

উঃ ভেম্বনাথ।

৮. সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপের একক কী?

উঃ ফ্যাদম।

৯. পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী কাকে বলে?

উঃ অ্যাক্রনকে।

১০. দক্ষিন গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ অ্যাকাঙ্কাগুয়া।

১১. পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের নাম কী?

উঃ রেড ইন্ডিয়ান।

সরকারি চাকরি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর || প্রথম পর্ব || ৫০ টি প্রশ্ন

১২. ইউরোপ মহাদেশের বৃহত্তম নদীর নাম কী?

উঃ ভলগা।

১৩. মারে-ডার্লিং অঞ্চলটি কি শিলা দ্বারা গঠিত?

উঃ পাললিক শিলা।

১৪. কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?

উঃ মাউন্ট ইরেবাস।

১৫. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়?

উঃ পরিচলন বৃষ্টি।

১৬. ‘খোন্দ’ কোন অঞ্চলের উপজাতী?

উঃ ওড়িশা।

আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care

১৭. ডোডোমা কোন দেশের রাজধানী?

উঃ তানজানিয়া।

১৮. ‘রেনুকুট’ কী জন্য বিখ্যাত?

উঃ অ্যালুমিনিয়াম শিল্পের জন্য।

১৯. আফ্রিকার দুটি পূর্ব্বাহিনী নদীর নাম কী?

উঃ লিমপোপো ও জাম্বেসি,

২০. পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি?

উঃ চিলি।

‘স্টুডেন্টস কেয়ার’ এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে সূত্র ছাড়া প্রকাশিত হলে সেটি বেআইনি। কপি রাইটের অন্তর্ভূক্ত। সূত্র ছাড়া কপি করার অনুমতি নেবেন আমাদের কাছে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!