রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর গ্রেড থ্রি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ২০১৮

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Recruitment to the post of Sub-Inspector in the Sub-ordinate Food & Supplies Service, Grade-III, under Food & Supplies Department, Govt. of West Bengal,2018

রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর

রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর গ্রেড থ্রি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ২০১৮, যোগ্যতা, পরীক্ষার সময়সূচী, অনলাইন আবেদন ফর্ম , আবেদন প্রক্রিয়া গুলি বিস্তারিত ভাবে জেনে নিন।

রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর
রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগের ১৬ অগাস্টের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে Sub-Inspector in the Subordinate Food & Supplies Service, Grade-III পদে নিয়োগের জন্য পরীক্ষা নিতে চলে WBPSC (West Bengal Public Service Commission)। এই পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আপনি রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরে উপ-পরিদর্শক বা সাব-ইন্সপেক্টর পদে নিয়োজিত হবেন।

রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার কিছু তথ্য একনজরে

♦ পরীক্ষার নাম- Sub-Inspector in the Subordinate Food & Supplies Service/ রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর

Join us on Telegram

♦ আয়োজনে- West Bengal Public Service Commission

♦ পরীক্ষার ধরণ- Offline

♦ ফর্ম ফিলাপের ধরণ- Online

♦ Official Website- ১. http://pscwbapplication.in/ ২. https://www.pscwbonline.gov.in

♦ নোটিশ প্রকাশ- ১৬ অগাস্ট ২০১৮

♦ ফাইনাল নোটিশ প্রকাশ- ১৮ অগাস্ট ২০১৮

♦ ফর্ম ফিলাপ শুরু- ২২ অগাস্ট ২০১৮, সকাল ১১ টা থেকে

♦ ফর্ম ফিলাপের শেষ দিন- ১৮ সেপ্টেম্বর রাত্রি ১২টা পর্যন্ত

⇒ অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ দিন- ১৮ সেপ্টেম্বর ২০১৮ রাত্রি ১২টা পর্যন্ত

⇒ চালান কাটার শেষ তারিখ- ১৮ সেপ্টেম্বর ২০১৮

অফলাইনে টাকা জমা দেওয়ার শেষ দিন- ১৯ সেপ্টেম্বর ২০১৮ রাত্রি ১২টা পর্যন্ত

⇒ পরীক্ষার তারিখ- জানিয়ে দেওয়া হবে

⇒ শূন্য পদের সংখ্যা-

মোট শূন্য পদের সংখ্যা ৯৫৭টি। এর মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য ৪৫৪টি, SC দের জন্য ২০৮টি, ST দের জন্য-৫৮টি, OBC-A দের জন্য ৯৮টি, OBC-B দের জন্য ৬৯টি, প্রাক্তন সরকারি কর্মী বিভাগে রয়েছে মোট ৫০টি (এর মধ্যে সাধারন-৪০ এবং SC-১০), মেধাবী ক্রীড়াবিদ দের জন্য- ২০ পদ সংরক্ষিত।

⇒ বেতনক্রম-

(PB-2) Rs.5,400/- to 25,200/- + G.P. Rs. 2,600/- -besides D.A., M.A. and H.R.A. admissible as per rules.

⇒ শিক্ষাগত যোগ্যতা-

এই পদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা হল-

১. অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতূল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে

২.  বাংলা ভাষায় কথা বলা ও লেখার যোগ্যতা থাকতে হবে

৩.  পশ্চিম বঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাপক ভ্রমণের জন্য সুস্থ স্বাস্থ্য ও ক্ষমতা থাকা আবশ্যক।

⇒ বয়স সীমা-

০১/০১/২০১৮ হিসাবে ১৮ বছরের উর্ধ্বে এবং ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।( SC, ST দের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সগত ছাড় দেওয়া হয়েছে)

⇒ পরীক্ষা পদ্ধতি- 

প্রক্রিয়াটি দুটি ভাগে বিভক্ত- ১. লিখিত পরীক্ষা ২. ইন্টারভিউ

১. লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট নম্বর ধার্য করা হয়েছে ১০০। এর মধ্যে ৫০ নম্বরের জেনারেল স্টাডিজ এবং ৫০ নম্বরের এরিথমেটিক্সের প্রশ্ন থাকবে। সময় পাবেন ১ ঘন্টা ৩০ মিনিট। প্রশ্ন হবে MCQ ধাঁচে।

২. এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের ইন্টারভিউ দিতে হবে।

⇒ Application Fee-

আবেদন ফী ১১০ টাকা ধার্য করা হয়েছে। (SC, ST, PH প্রার্থীদের পরীক্ষা ফী লাগবে না)

⇒ পরীক্ষা কেন্দ্র গুলি কোথায় কোথায়-

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পরীক্ষাটি নেওয়া হবে। নীচে কিছু কেন্দ্রর নাম ও কোড নম্বর দেওয়া হল

01–Kolkata (North), 02–Kolkata (South), 03–Baruipur, 04–Diamond Harbour, 05–Barrackpore, 06–Barasat, 07– Krishnanagar, 08-Howrah, 09- Chinsurah 10–Burdwan, 11–Asansol, 12- Purulia, 13–Medinipur, 14–Tamluk, 15 Jhargram, 16–Bankura, 17-Suri, 18– Berhampore, 19–Malda, 20- Balurghat, 21- Raiganj, 22–Jalpaiguri, 23 Alipurduar, 24–Cooch Behar, 25–Siliguri, 26-Kalimpong and 27–Darjeeling

সিলেবাস

রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পদের সিলেবাস্টি ডাউনলোড করে নিন।

PSC Sub Inspector of Food Syllabus (www.studentscaring.com)
PSC Sub Inspector of Food Syllabus (www.studentscaring.com)

এই লিঙ্ক থেকে PSC Sub Inspector of Food Syllabus PDF আকারে ডাউনলোড করুণ। ক্লিক করুণ

⇒ রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পরীক্ষার বিগত বছরের প্রশ্ন- 

এর আগে রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১৪ সালে। ২০১৪ সালে নিয়োগের দায়িত্ব ছিল WBSSC. ২০১৪ সালের রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পদের নিয়োগের প্রশ্ন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ। Click here

⇒ রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর দের ভুমিকা কি?

রাজ্য খাদ্য দপ্তরের কাজকর্মে সাব ইন্সপেক্টর দের বড় ভুমিকা রয়েছে। অনেকে জানতে চান যে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টরদের কাজ কর্ম কী? তাদের জানিয়ে রাখি বেশিরভাগ নজরদারি, হিসাবরক্ষকের ভুমিকা পালন করতে হয় এই পদের কর্মীদের। রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর রা ঠিক মত কাজ করছে কিনা তার ওপর নজর রাখার দায়িত্ব এই কর্মিদের। দপ্তরের কাজে স্বচ্ছতা বজায় রাখতে এই কর্মীদের ভূমিকা খুবই গুরুওপূর্ণ।

⇒ রাজ্য খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন পক্রিয়া

অনলাইনে আবেদন করা জন্য আপনাকে www.pscwbapplication.in এই ওয়েবসাইটে আপনার সম্পূর্ণ তথ্য সহকারে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার পর ওই রেজিস্ট্রেসন নম্বর সহকারে মূল পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য- যারা আগে WBPSC আয়োজিত যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা নিশ্চই আগে www.pscwbapplication.in এই সাইটে নিজেদের তথ্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের ক্ষেত্রে পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই। শুধুমাত্র আগের রেজিস্ট্রেশন নম্বরটি থাকলেই চলবে। কিন্তু যারা আগের রেজিস্ট্রেশন নম্বরটি হারিয়ে ফেলেছেন তারা ফরগট রেজিস্ট্রেশন করেনিতে পারেন অথবা পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে পারেন।

⇒ রাজ্য ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য এনরোলমেন্ট করবেন কিভাবে?

WBPSC One Time Regisration প্রক্রিয়া নিয়ে চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। খুবি সহজ একটি প্রক্রিয়া। আপনি যদি না পারেন তাহলে এখানে ক্লিক করে সম্পূর্ণ প্রক্রিয়াটি জেনে নিতে পারবেন।

WBPSC One time registration

⇒ কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক-

১. প্রাথমিক নোটিশ লিঙ্ক (১৬/০৮/২০১৮)Click here

২. ফাইনাল বিজ্ঞপ্তির লিঙ্ক (১৮/০৮/২০১৮)Click Here

৩. ফর্ম ফিলাপের জন্য এখানে ক্লিক করুণ- Click Here

. WBPSC অফিসিয়াল সাইট-

http://pscwbapplication.in/

https://www.pscwbonline.gov.in

সমাপ্ত

Tag- SI of State Food Depertment, Sub-Inspector in the Subordinate Food & Supplies Service, Sub-Inspector in the Food & Supplies Service, WBPSC, পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে নিয়োগ, পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে সাবইন্সপেক্টর নিয়োগ, পশ্চিমবঙ্গের চাকরির খবর, Sub-inspector in food,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!