Geography MCQ for WBCS || ভারতের ভূগোলের ৫০টি MCQ || চতুর্থ পর্ব

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

Geography MCQ for WBCS

(101) ডিসেম্বর ২০০৪-এর যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে, তার উৎপত্তির কারন হল

(A) ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া

(B) মায়ানমার প্লেট ভারত প্লেটের নিচে ঢুকে যাওয়া

(C) সমুদ্রতল বসে গিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গভীর খাত সৃষ্টি হওয়া

Join us on Telegram

(D) হাওয়াই এর কাছে মায়ানমার প্লেট প্যাসিফিক প্লেটের নিচে ঢুকে যাওয়া

উঃ- (A) ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া

(102) সুন্দরবনকে ‘World Heritage Site’ আখ্যা দেওয়ার কারন হল

(A) চিংড়ি চাষ

(B) বাঘ

(C) Tidal Bores

(D) ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে জীবের প্রাচুর্য্য বা জীব বৈচিত্র্য

উঃ- (D) ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে জীবের প্রাচুর্য্য বা জীব বৈচিত্র্য

(103) নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্য দিয়ে

(A) বরফের নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে

(B) V আকৃতির নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে

(C) চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বাসর উপত্যকা দিয়ে

(D) বদ্বীপ অঞ্চল দিয়ে

উঃ- (C) চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বাসর উপত্যকা দিয়ে

[আরও পড়ুন- WBCS ভূগলের প্রশ্ন উত্তরের বিগত পর্ব গুলি পড়ে নিন]

(104) বাংলার বদ্বীপের দক্ষিন পূর্ব দিকে

(A) জমি উঠছে

(B) ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে

(C) চ্যুতি সৃষ্টি হচ্ছে

(D) জমি বসে যাচ্ছে

উঃ- (A) জমি উঠছে

(105) পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়

(A) জলপাইগুড়িতে

(B) বাঁকুড়াতে

(C) দার্জিলিং-এ

(D) উত্তর ২৪ পরগনায়

উঃ- (B) বাঁকুড়াতে

(106) মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতের স্থান নিম্নোক্ত স্তরে

(A) উচ্চ

(B) মধ্যম

(C) নিম্ন

(D) সুনিম্ন

উঃ- (B) মধ্যম

(107) গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে?

(A) অতিবেগুনী বিকিরণ

(B) ইনফ্রারেড বিকিরণ

(C) সৌর বিকিরণ

(D) A ও B উভয়েই

উঃ- (D) A ও B উভয়েই

(108) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে

(A) গ্রামীণ উন্নয়ন

(B) ভারী ও মূল শিল্প

(C) বৈদেশিক বাণিজ্য

(D) ভোগ্যপণ্য দ্রব্য উৎপাদন শিল্প

উঃ- (B) ভারী ও মূল শিল্প

(109) নিউম্যাটোফোর হল

(A) সুন্দরবনে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী

(B) সুন্দরবনের জলাভূমি

(C) সুন্দরী গাছের ডাল

(D) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়

উঃ- (D) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়

(110) শিল্প লাইসেন্সিং নীতি (কয়েকটি ব্যতিক্রম ব্যতীত) নিম্নলিখিত শিল্পনীতিতে বিলোপ করা হয়

(A) শিল্পনীতি 1970

(B) শিল্পনীতি 1980

(C) শিল্পনীতি 1991

(D) শিল্পনীতি 1995

উঃ- (C) শিল্পনীতি 1991

(111) নিচের কোনটি নুনমাটিতে অবস্থিত?

(A) সরকারি খনিজতেল শোধনাগার

(B) বেসরকারি কয়লাখনি

(C) বেসরকারি খনিজতেল শোধনাগার

(D) সরকারি কয়লাখনি

উঃ- (A) সরকারি খনিজতেল শোধনাগার

(112) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত?

(A) মহাত্মা গান্ধী

(B) জওহরলাল নেহেরু

(C) প্রশান্তচন্দ্র মহালানবীশ

(D) বি. আর. শেনয়

উঃ- (C) প্রশান্তচন্দ্র মহালানবীশ

(113) ভারতে দ্রারিদ্য সীমারেখার নিচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যা বসবাস করে

(A) 30% এর নিচে

(B) 50% এর উর্দ্ধে

(C) 70% এর উর্দ্ধে

(D) 20% এর নিচে

উঃ- (A) 30% এর নিচে

(114) পূর্ব কোলকাতা জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হল যে সেখানে

(A) কোলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য

(B) চামড়ার কারখানা সঠিকভাবে অবস্থিত

(C) অব্যবহৃত জলাভূমির প্রাধান্য দেখা যায়

(D) লবনাক্ত পলির সমভূমি দেখা যায়

উঃ- (A) কোলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য

(115) শালগাছ হল একটি

(A) পর্নমোচী গাছ

(B) চিরসবুজ গাছ

(C) জেরোফাইট গাছ

(D) কনিফেরাস গাছ

উঃ- (A) পর্নমোচী গাছ

[WBCS প্রস্তুতির জন্য অনলাইনে মক টেস্ট দিন]

 (116) পূর্ব কোলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে

(A) রামসর স্থান

(B) বায়োস্ফিয়ার রিজার্ভ

(C) সংরক্ষিত বনভূমি

(D) জাতীয় পার্ক

উঃ- (A) রামসর স্থান

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া লেখার কোনো অংশ কপি করে ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনোপ্রকার ব্লগে পোস্ট করা যাবেনা।

(117) হিমালয়ের উৎপত্তি হয়

(A) ভারত মহাসাগর থেকে

(B) হার্সিনিয়ান জিওসিনক্লাইন থেকে

(C) টেথিস জিওসিনক্লাইস থেকে

(D) ওপরের কোনোটিই নয়

উঃ- (C) টেথিস জিওসিনক্লাইন থেকে

(118) পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল

(A) পুরুলিয়া

(B) কোচবিহার

(C) মুর্শিদাবাদ

(D) হুগলী

উঃ- (C) মুর্শিদাবাদ

[১০০ নম্বরের রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি এর জন্য অনলাইনে ডেমো মক এস্ট দিন]

(119) আরাবল্লী একটি পুরানো

(A) ভঙ্গিল পর্বত

(B) হর্স্ট

(C) আগ্নেয়গিরি

(D) ব্লক পর্বত

উঃ- (A) ভঙ্গিল পর্বত

(120) রাউরকেলা ও দুর্গাপুর লৌহ-ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের

(A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

(C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

(D) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

উঃ- (B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

(121) শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিত

(A) তামিলনাড়ু

(B) কর্নাটক

(C) উড়িষ্যা

(D) অন্ধ্রপ্রদেশ

উঃ- (B) কর্নাটক

(122) ভারত – বাংলাদেশ জলবন্টন নিয়ে বিতর্কের কারন হল নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য

(A) মাইথন ড্যাম

(B) ফারাক্কা ব্যারোজ

(C) দুর্গাপুর ব্যারেজ

(D) ব্রহ্মপুত্র নদ

উঃ- (B) ফারাক্কা ব্যারেজ

(123) ভারতে কার্পাস চাষ সবথেকে ভালো হয়

(A) ল্যাটেরাইট মৃত্তিকায়

(B) পলিমাটিতে

(C) কৃষ্ণ মৃত্তিকায়

(D) তরাই-তে

[কয়েকশ সাধারণ জ্ঞানের ভান্ডার]

উঃ- (C) কৃষ্ণ মৃত্তিকায়

(124) বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ

(A) পূর্ব রাজস্থান

(B) পশ্চিম রাজস্থান

(C) পাঞ্জাব

(D) গুজরাট

উঃ- (B) পশ্চিম রাজস্থান

(125) কোলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা যায়

(A) সমপ্রকৃতি অঞ্চল

(B) রীতিসিদ্ধ অঞ্চল

(C) কার্যকরী অঞ্চল

(D) প্রাকৃতিক অঞ্চল

উঃ- (C) কার্যকরী অঞ্চল

(126) 27. 2008 সালের মে মাসের প্তাথাম সপ্তাহে যে নিরক্ষীয় ঘূর্ণিঝড় মায়্নামারের দক্ষিণ উপকূলস্থ ইরাবতী নদী উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছিল তার নাম কি ?

(A) ফানুস

(B) নার্গিস

(C) লাইলা

(D)  নীলম

উঃ- (B) নার্গিস

(127) পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল

(A) গাঙ্গেয় বদ্বীপ

(B)  মিসিসিপি বদ্বীপ

(C)  ইরাবতী দ্বীপ

(D)  গোদাবরী  বদ্বীপ

উঃ- (A) গাঙ্গেয় বদ্বীপ

(128) ছোটনাগপুরের মালভূমি এই শিলায় গঠিত

(A) প্রাচীন আগ্নেয়া শীলা ও রুপান্তরিত শীলা

(B) পাললিক শীলা

(C) পলিমাটি

(D) লাভাপ্রবাহ

উঃ- (A) প্রাচীন আগ্নেয়া শীলা ও রুপান্তরিত শীলা

(129) স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন

(A) বেড়ে যাবে

(B)  কমে যাবে

(C) একই থাকবে

(D) গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে

উঃ- (A) বেড়ে যাবে

(130) ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে

(A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করা জন্য

(B) জল বিদ্যুত উৎপাদন করার জন্য

(C) চাষের জমিতে জল সরবরাহ করার জন্য

(D) উপরের কোনটিই নয়

উঃ- (A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করা জন্য

(131) টাটা মোটরস যে দুটি বিখ্যাত যাত্রীবাহী গাড়ীর স্বত্বাধিকার কিনে নিয়েছে

(A)  ফেরারি ও ল্যান্ডরোভার

(B) জাগুয়ার ও ল্যান্ডরোভার

(C) জাগুয়ার ও ফেরারি

(D) ফেরারি ও সাফারি

উঃ- (B) জাগুয়ার ও ল্যান্ডরোভার

(132) বছরের কোন সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহ হয় ?

(A) জানুয়ারী থেকে  ফেব্রুয়ারী

(B) মার্চ থেকে জুনের মাঝামাঝি

(C) জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর

(D) অক্টোবর থেকে ডিসেম্বর ।

উঃ- (C) জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর

(133) ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল

(A) ব্রহ্মপুত্র উপত্যকা

(B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি

(C) দাক্ষিনাত্যের লাভা গঠিত অঞ্চল

(D) কচ্ছের রান অঞ্চল

উঃ- (C) দাক্ষিনাত্যের লাভা গঠিত অঞ্চল

(134) নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সম্মেলনে জলাভূমি সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে ?

(A) আর্থ সামিট

(B) রামসর সম্মেলন

(C) বেলেম ঘোষনা

(D) বটানিক্যাল কংগ্রেস

উঃ- (B) রামসর সম্মেলন

(135) দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল

(A) অন্ধ্রপ্রদেশ

(B) আসাম

(C) তামিলনাড়ু

(D) কর্ণাটক

উঃ- (A) অন্ধ্রপ্রদেশ

(136) ভারতবর্ষের এই অঞ্চলটি জীব বৈচিত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ

(A) পূর্ব হিমালয়

(B) পূর্ব ঘাট

(C) পাঁচমারি পর্বত

(D) কাশ্মির উপত্যকা

উঃ- (A) পূর্ব হিমালয়

(137) ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা 100000 অতিক্রম করলে তাকে বলা হয়

(A) শহর

(B) নগর

(C)  মহানগর

(D) পৌর মহাপুঞ্জ

উঃ- (A) শহর

(138) পশ্চিম উপকুলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে ?

(A) কোচিন

(B) কান্দালা

(C) মার্মাগাঁও

(D) নিউ ম্যাঙ্গালোর

উঃ- (D) নিউ ম্যাঙ্গালোর

(139) নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ?

(A) কর্ণাটক

(B) কেরালা

(C) উড়িষ্যা

(D) তামিলনাড়ু

উঃ- (D) তামিলনাড়ু

(140) ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশী সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?

(A)  অন্ধ্রপ্রদেশ

(B) বিহার

(C) মধ্যপ্রদেশ

(D) উত্তরপ্রদেশ

উঃ- (D) উত্তরপ্রদেশ

(141) কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে ?

(A) অন্ধ্র প্রদেশ

(B) উত্তর প্রদেশ

(C) মহারাষ্ট্র

(D) মধ্যপ্রদেশ

উঃ- (D) মধ্যপ্রদেশ

(142) উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়

(A) রাডক্লিফ লাইন

(B) ডুরান্ড লাইন

(C) ম্যাকমোহন লাইন

(D) সিগফ্রিড লাইন

উঃ- (C) ম্যাকমোহন লাইন

(143) ভারতের কোন্ রাজ্যে সম্পূর্ণভাবে তাপবিদ্যুৎ দ্বারা পরিচালিত?

অ) ঝাড়খন্ড

আ) বিহার

ই) মেঘালয়

ঈ) উড়িশ্যা

উঃ ই) মেঘালয়

[ সম্পূর্ণ বিনামূল্যে PDF ডাউনলোড করুণ]

(১৪৪) ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র কোনটি?

অ) কোরাপুট

আ) রেনুকোট

ই) কোরবা

ঈ) মেত্তুর

উঃ অ) কোরাপুট

(১৪৫) কোন্‌ শহরে কখনই দ্বিপ্রহরের সূর্য ঠিক মাথার ওপর থাকে না?

অ) ত্রিবান্দ্রাম

আ) বিশাখাপত্তনম

ই) বেঙ্গালুরু

ঈ) দিল্লি

উঃ ঈ) দিল্লি

(১৪৬) তামার কোন্‌ আকরিকে সর্বাধিক খনিজ থাকে?

অ) ম্যালবাইট

আ) কগেলাইট

ই) বোরোনাইট

ঈ) ঢ্যালকোসাইট

উঃ ঈ) ঢ্যালকোসাইট

(১৪৭) ভারতের বৃহত্তম তৈলখনি হল কী?

অ) ডিব্রুগড়

আ) মুম্বাই হাই

ই) ডিগবয়

ঈ) কোনটি নয়

উঃ আ) মুম্বাই হাই

১৪৮. দামোদর নদীর উৎপত্তি কোথায়?

অ) রাজমহল মালভূমি

আ) ছোটোনাগপুর মালভূমি

ই) হিমালয়

ঈ) পূর্বঘাট

উঃ আ) ছোটোনাগপুর মালভূমি

১৪৯. স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি জন্মহারকে এই ভাবে প্রাভাবিত করতে পারে-

অ) জন্মহার বৃদ্ধি পায়

আ) জন্মহার হ্রাস পায়

ই) এই হার অপরিবর্তিত থাকে

ঈ) উপরের সবগুলি

উঃ আ) জন্মহার হ্রাস পায়

১৫০. উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কী?

অ) তোরসা

আ) রাইডাক

ই) মেছি

ঈ) পাগলা

উঃ আ) রাইডাক

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া লেখার কোনো অংশ কপি করে ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনোপ্রকার ব্লগে পোস্ট করা যাবেনা।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!