প্রাথমিক টেট বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 30 MCQ Free PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

প্রাথমিক টেট বাংলা (Bangla) গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর (Primary TET Bengali Important MCQ) গুলি আজকে দেওয়া হল। এই পোস্টে রয়েছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এর মধ্যে 15 টি রয়েছে বিষয় ভিত্তিক ও 15 টি রয়েছে বাংলা পেডাগোজি থেকে।

পর্ষদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন টপিক গুলিকে খুব ভালো করে নিখুত ভাবে পড়তে হবে তবেই ভালো নম্বর পাওয়া যাবে। সাথে MCQ প্র্যাকটিস সেট গুলিও সময় ধরে প্র্যাকটিস করে নিতে হবে।

প্রাথমিক টেট বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 30 MCQ

A. ➡ নিম্নের গদ্যাংশটি পড়ে সংখ্যক 1 থেকে 8 নম্বর প্রশ্নের উত্তর দিন ।

না, গল্প নয় ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়েই বাঘ মামাকে খুঁজে দেখতে বড্ডো ইচ্ছে করলো তাই আর লোভ সামলাতে পারলাম না । আসলে মাঝে মধ্যেই অনেককিছু মাথার মধ্যে কিলবিল করে উঠে, তখন মনে হয় এইটা নিয়ে কিছু তথ্য জানা প্রয়োজন তাই হাতের কাছে যা পাই (অবশ্যই বই বা অন্তর্জাল) তাই দিয়েই ঐ কিলবিলেনি টা বন্ধ করার চেষ্টা করি । আজকে হটাত্ করে বাঘ মামার প্রতি দরদ একে বারেই এতটা উথলে পড়লো যে আর চুপচাপ বসে থাকতে পারলাম না । উঠেপড়ে লেগে গেলাম, মুড একটু রোমান্টিক আছে তাই ভাবলাম বাঘ মামাকেও একটু রোমান্টিক করে তুলি । এ তো আর সাধারণ চিজ নয় একেবারে হিংস্র-মাংসাশী আর সুন্দরও বটে । ডোরাকাটা দাগ মনকে মাতিয়ে তুলে, তবে সবার গায়ে যে ডোরাকাটা দাগ থাকবেই তা কিন্তু আপনি আমার বা মামার এক নম্বর শত্রু হলেও বলতে পারবেন না । হ্যাঁ তবে আমরা এভাবেই চিনি তাকে । বাড়িতে বিড়ালের উপদ্রবে দুধ-মাছ কিছুই থাকে না মাঝে মাঝে, আবার শুনলাম বাঘও নাকি বিড়ালের গুষ্টির লোক তবে এটা দন্দ্বই থাকে যে বাঘের মাসি বিড়াল না বিড়ালের মাসি বাঘ । সে বিতর্ক কোন একদিন আমরা ‘ঘন্টা খানেক সঙ্গে মাসি’ অনুষ্ঠানে আলোচনা করবো । এখানে সত্য কথা হলো সমস্ত বিড়াল গুষ্টির থেকে বাঘ হলো সবথেকে বড়ো, মানে বড়দা । এরা কিন্তু দুধ খায়, তবে বেড়ালের মতো এদের চুরির সভাব আছে কি না জানিনা, তবে এর যো স্তন্যপায়ী, কর্ডাটা পর্বের, শ্বাপদ বর্গের, ফেলিড পরিবারের প্যান্থেরা গণের,প্যান্থেরা টাইগ্রিস প্রজাতির অন্তর্গত তা এদের ঠিকুজি না দেখেই বলতে পারি । ক্যারোলাস লিনিয়াস নামক এক ভদ্রলোক 1758 সাল নাগাদ এই মামার আরেকটা নাম দেন, দ্বীপদ নাম, নামটা কি যেনো — ও হ্যাঁ Panthere Tigris । এতো ঝামেলা এঁরা পাকায় না মাথা খারাপ করে দেয় । যাই হোক মামাদের আবার নাকি 12 টি উপ প্রজাতিও রয়েছে । তবে এরা কিন্তু একাকী থাকতেই বেশী পছন্দ করে শুধু প্রজননের সময় একটু প্রতিবেশীদের সাথে ভাবভক্তি রাখে আর কি । খাও দাও আর ঘুরে বেড়াও, খেলে একেবারেই 5-15 কেজি, বুড়োরা তো আবার 30 কেজি খাবার কিছুই মনে করে না । হজম করতে দৌড়ায়ও প্রচুর, ঘন্টায় প্রায় 50-65 কিঃমিঃ, সাঁতরেও কম এক্সপার্ট নয় মামা, ঘন্টায় 32 কিঃমিঃ অনায়াসেই দেখতে পায় । মামার কাছে পদক জয়ী সাঁতারুরা বাঁ হাতের তুড়ি । এরা লম্বায় 3.3 মিটার বা 11 ফুট পর্যন্ত হয়,মানে প্রায় দু দুটো বিগ বি । আর ওজন ? বাপরে একেবারে তিন কুইন্টল । তবে আমাদের ঘরের রয়েল বেঙ্গল টাইগার, মামা হলে 221 কেজি আর মামি হলে 137 কেজি ওজনের হয়ে থাকে । এতো বড় গায়ে গতরে মামা পেটের জালায় শিকারের জন্য ঘাপটি মেরে বসে থাকে আর সুযোগ পেলেই 3 ইঞ্চি নখ যুক্ত সামনের দু’পায়ের থাবা আর 4 ইঞ্চি লম্বা ক্যানাইন দাঁত যুক্ত মুখের 1050 PSI কামড়ে সব শেষ ।  এত গরম কাটাতে এরা পেট পুরে নিয়ে জলে থাকতে খুব পছন্দ করে, তবে স্বভাব আর কোথায় যাবে সেখানেও খাই খাই করে কিছু না কিছু জোগাড় করেই । এরা জোড়ায় ঘুরলেই জানবেন 103 থেকে 105 দিনের মধ্যে বন কর্মীরা ধাই ডাকতে গেছেন 2-4 টে নূতন অতিথির জন্য ।

Join us on Telegram

1. লেখক কিসের লোভ সামলাতে পারেন নি ?

A) ভূগোল নিয়ে লেখার

B) বাঘ নিয়ে লেখার

C) জঙ্গলে বাঘ খোঁজার

D) ইচ্ছে লুকানোর

2. ‘বাড়িতে বিড়ালের উপদ্রবে দুধ-মাছ কিছুই থাকে না মাঝে মাঝে’ – এখানে “মাঝে মাঝে” হলঃ

A) জমজ শব্দ

B) শব্দ দ্বৈত

C) শব্দ দ্বিত

D) শব্দ জোড়

3. বুড়ো বাঘ খাবার খায়

A) 10 কেজি

B) 10-15 কেজি

C) 15-20 কেজি

D) 30 কেজি

4. “দ্বীপদ” শব্দটির সমাস নির্ণয় করলে হয় –

A) দ্বিগু সমাস

B) অব্যয়িভাব সমাস

C) নংঅর্থক সমাস

D) বহুব্রীহী সমাস

5. বাঘের ক্যানাইন দাঁত লম্বা –

A) 2 ইঞ্চি

B) 2 সেমিঃ

C) 4 ইঞ্চি

D) 4 সেমিঃ

6. এখানে লেখকের মুড ছিল –

A) হাসিখুশি

B) মনমরা

C) আনন্দিত

D) রোমান্টিক

7. “ধাই” শব্দের অর্থ হলঃ

A) জোরে যাওয়া

B) পালিয়ে যাওয়া

C) প্রসবকালীন পরিচারক

D) ধাওয়া করা

বাংলা প্যাডাগোজি MCQ SET-1Click here
বাংলা প্যাডাগোজি MCQ SET-2Click here
বাংলা প্যাডাগোজি MCQ SET-3Click here
বাংলা প্যাডাগোজি

8. বাঘ নিম্নের কার গুষ্টির লোক ?

A) সিংহ

B) বিড়াল

C) চিতা

D) রাজা

B. নিম্নের পদ্যাংশটি পড়ে 9-14 সংখ্যক প্রশ্নের উত্তর দিন ।

কখনো হঠাৎ মনে হয়ঃ

আমি এক আগ্নেয় পাহাড়।

শান্তির ছায়া-নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো

চোখে আমার বহু দিনের তন্দ্রা।

এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে

আমাকে তোমরা বিদ্রূপে বিদ্ধ করেছ বারংবার

আমি পাথরঃ আমি তা সহ্য করেছি।

মুখে আমার মৃদু হাসি,

বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা।

সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ

মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর,

আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী,

বিদ্রূপের হাসি আর বিদ্বেষের আতস-বাজি–

তোমাদের নগরে মদমত্ত পূর্ণিমা।

দেখ, দেখঃ

ছায়াঘন, অরণ্য-নিবিড় আমাকে দেখ;

দেখ আমার নিরুদ্বিগ্ন বন্যতা।

তোমাদের শহর আমাকে বিদ্রূপ করুক,

কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত,

কিছুতেই বিশ্বাস ক’রো না–

আমি ভিসুভিয়স-ফুজিয়ামার সহোদর।

তোমাদের কাছে অজ্ঞাত থাক

ভেতরে ভেতরে মোচড় দিয়ে ওঠা আমার অগ্ন্যুদ্‌গার,

অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা।

9. তন্দ্রা শব্দটির অর্থ হলঃ

A) রজনী

B) নিশীথ

C) ঘুম

D) তিমির

10. কিসের দ্বারা কবির ধৈর্য্যকে আহত করার কথা বলা হয়েছে ?

A) মৃদু হাসি

B) বিদ্রুপের হাসি

C) পাথর

D) কুঠার

11. “অন্তর্নিহিত” শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদটি হলঃ

A) আন্ত:+নিহিত

B) অন্তঃ+নিহিত

C) অন্তর্+নিহিত

D) আন্তর্+নিহিত

12. “একই মায়ের সন্তান” এর বাক্য সংকোচন করলে হবে –

A) ভাই-ভাই

B) সহজাত

C) সতীর্থ

D) সহোদর

13. অজ্ঞাত শব্দটির সঠিক ব্যুৎপত্তিটি হলঃ

A) অ+জ্ঞাত

B) ন+জ্ঞাত

C) অ+বিন+জ্ঞাত

D) কোনটাই নয়

14. কবির মতে তোমাদের শহর কিসের ভিতে গড়া ?

A) কল্পনার

B) আশঙ্কার

C) অভিশাপের

D) মিথ্যার

c. বাংলা পেডাগোজি

15. মদমত্ত শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাই –

A) মদমত্তা

B) মদমত্তী

C) মদমত্তি

D) মদমত্তিনী

16. ভাষা গোষ্ঠীর বিচারে বাংলা ভাষা নিম্নের কোন ভাষার অন্তর্গত ?

A) ইন্দো-আফ্রিকান

B) ইন্দো-সুমের

C) ইন্দো-অস্ট্রেলিয়ান

D) ইন্দো-ইউরোপীয়ান

17. প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্যগুলির মধ্যে নিম্নের কোনটি সঠিক নয় ?

A) অপরের কথা শুনে যথাযথ ভাবে বুঝতে পারা

B) সুস্পষ্ট উচ্চারণে অর্থ প্রকাশের মধ্য দিয়ে সহজ ভাবে মনের ভাব প্রকাশ না করা

C) উৎকৃষ্ট শ্রেণীর সাহিত্য, মনীষীদের জীবনী ইত্যাদি পাঠের মাধ্যমে মহৎ ব্যক্তিদের মানসিকতার সাথে পরিচিত হওয়া

D) উপরের কোনটিই নয়

গণিত প্যাডাগোজি MCQ SET-1Download
গণিত প্যাডাগোজি MCQ SET-2Download
গণিত প্যাডাগোজি MCQ SET-3Download
প্রথমিক টেট গণিত পেডাগোজি সমস্ত পর্ব PDF

18. ভাষা, চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক কোন বিষয়কে নির্দেশ করে ?

A) গ্রহণ যোগ্যতা

B) সংবেদনশীলতা

C) রূপান্তরযোগ্যতা

D) আঞ্চলিকতা

19. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিম্নের কোন দিনটি ?

A) 19 শে ফেব্রুয়ারি

B) 23 শে মার্চ

C) 17ই নভেম্বর 

D) 21 শে ফেব্রুয়ারি

20. ভাষা বিকাশের Behavioral Theory এর প্রবক্তা হলেনঃ

A) B.F. Skinner

B) A.N. Chomsky

C) E.H. Lenneberg

D) M.E. Smith

21. পাঠ প্রণালীতে পাঠকের অনর্গলতা ও ভাষা দক্ষতা উভয়ই সংগঠিত হয় ?

A) শব্দগুচ্ছ নির্বাচন পাঠপ্রণালী

B) বাক্য নির্বাচন পাঠপ্রণালী

C) গল্প বর্ণন পাঠপ্রণালী

D) আক্ষরিক পাঠপ্রণালী

22. বর্ণ শিখন সম্পূর্ণ হলে _________ শিক্ষা আরম্ভ হয়

A) কথন

B) ভাষা

C) অক্ষর

D) শব্দ

23. জ্ঞানমূলক মাত্রায় তৃতীয় স্তরটি হল –

A) প্রয়োগ

B) বিশ্লেষণ

C) মূল্যায়ন

D) সংশ্লেষণ

24. শিক্ষার উদ্দেশ্যগুলি শ্রেণিকরণের জন্য নিম্নের কে Task Analysis নামক পদ্ধতির সূচনা করেন ?

A) বেঞ্জামিন ব্লুম

B) রিডিং কার্থহোল

C) অনিতা হ্যারো

D) উপরের কেউ নন

25. শোনার প্রক্রিয়া কয়টি পর্যায়ে সম্পন্ন হয় ?

A) দুটি

B) তিনটি

C) চারটি

D) পাঁচটি

26. প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের কত শতাংশে মাতৃভাষা দখল করে রয়েছে ?

A) 20%

B) 30%

C) 40%

D) 50%

27. বাংলা ভাষায় সাধিত শব্দের কয়টি রুপ রয়েছে ?

A) দুটি

B) তিনটি

C) চারটি

D) পাঁচটি

28. খরোষ্টি লিপি নিম্নের কোন সভ্যতার লিপি ?

A) সিন্ধু সভ্যতার

B) বৈদিক সভ্যতার

C) সূমের সভ্যতার

D) গান্ধার সভ্যতার

29. “পরবর্তী ব্রাহ্মী” বলা হয় নিম্নের কোন লিপিকে ?

A) পঞ্চম শতকের গুপ্তলিপিকে

B) তৃতীয় শতকের সাতবাহন লিপিকে

C) সপ্তম শতকের মৌর্য লিপিকে

D) কুষাণ লিপিকে

30. উদ্ভবের সময় থেকে আজ পর্যন্ত বাংলাভাষাকে কয়টি ঐতিহাসিক পর্যায়ে ভাগ করা যায় ?

A) দুটি

B) তিনটি

C) চারটি

D) পাঁচটি

উত্তরমালা

1.B) বাঘ নিয়ে লেখার, 2. B) শব্দ দ্বৈত, 3. D) 30 কেজি, 4. A) দ্বিগু সমাস, 5. C) 4 ইঞ্চি, 6. D) রোমান্টিক, 7. C) প্রসবকালীন পরিচারক, 8. B) বিড়াল, 9. C) ঘুম, 10. D) কুঠার,

11.C) অন্তর্+নিহিত, 12. D) সহোদর, 13. B) ন+জ্ঞাত, 14. D) মিথ্যার, 15. A) মদমত্তা, 16. D) ইন্দো-ইউরোপীয়ান, 17. B) সুস্পষ্ট উচ্চারণে অর্থ প্রকাশের মধ্য দিয়ে সহজ ভাবে মনের ভাব প্রকাশ না করা, 18. C) রূপান্তরযোগ্যতা, 19. D) 21 শে ফেব্রুয়ারি, 20. A) B.F. Skinner,

21.A) শব্দগুচ্ছ নির্বাচন পাঠপ্রণালী, 22. D) শব্দ, 23. A) প্রয়োগ, 24. A) বেঞ্জামিন ব্লুম, 25. A) দুটি, 26. B) 30%, 27. C) চারটি, 28. D) গান্ধার সভ্যতার, 29. A) পঞ্চম শতকের গুপ্তলিপিকে, 30. B) তিনটি

প্রাথমিক টেটের জন্য 30টি করে গুরুত্বপূর্ণ MCQ

শিশু মনোবিজ্ঞান ও বিকাশ PDFDownload
প্রথম ভাষা বাংলা PDFDownload
দ্বিতীয় ভাষা ইংরেজি PDFDownload
গণিত PDFDownload
পরিবেশ বিদ্যা PDFDownload
প্রাথমিক টেটের জন্য 30টি করে গুরুত্বপূর্ণ MCQ

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

বিষয়ডাউনলোড লিঙ্ক
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ১Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ২Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৩Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৪Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৫Click Here
প্রাথমিক টেট শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা সমস্ত PDF

উত্তরমালাঃ

1.B) বাঘ নিয়ে লেখার, 2. B) শব্দ দ্বৈত, 3. D) 30 কেজি, 4. A) দ্বিগু সমাস, 5. C) 4 ইঞ্চি, 6. D) রোমান্টিক, 7. C) প্রসবকালীন পরিচারক, 8. B) বিড়াল, 9. C) ঘুম, 10. D) কুঠার,

11.C) অন্তর্+নিহিত, 12. D) সহোদর, 13. B) ন+জ্ঞাত, 14. D) মিথ্যার, 15. A) মদমত্তা, 16. D) ইন্দো-ইউরোপীয়ান, 17. B) সুস্পষ্ট উচ্চারণে অর্থ প্রকাশের মধ্য দিয়ে সহজ ভাবে মনের ভাব প্রকাশ না করা, 18. C) রূপান্তরযোগ্যতা, 19. D) 21 শে ফেব্রুয়ারি, 20. A) B.F. Skinner,

21.A) শব্দগুচ্ছ নির্বাচন পাঠপ্রণালী, 22. D) শব্দ, 23. A) প্রয়োগ, 24. A) বেঞ্জামিন ব্লুম, 25. A) দুটি, 26. B) 30%, 27. C) চারটি, 28. D) গান্ধার সভ্যতার, 29. A) পঞ্চম শতকের গুপ্তলিপিকে, 30. B) তিনটি

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!