30 MCQ শিশু মনোবিজ্ঞান ও বিকাশ শেষ মুহুর্তের প্রস্তুতি SET-6 Free PDF

পোস্টটি শেয়ার করুন
4/5 - (4 votes)

Child Psychology & Development

প্রাথমিক টেটের প্রস্তুতি শেষের মুহুর্তে। এখন দরকার ঘড়ি ধরে নিজেকে ঝালিয়ে নেওয়া। MCQ প্র্যাকটিস করা এবং সময় পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তা দেখে নেওয়া। সকল প্রাইমারী প্রার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি প্রাথমিক টেট শিশু মনোবিজ্ঞান ও বিকাশ শেষ মুহুর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন MCQ.

প্রাথমিক টেটের শিশু মনস্তত্ত্বের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর (Primary TET Child Psychology & Development Important MCQ) গুলি আজকে দেওয়া হল। এই পোস্টে রয়েছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Primary Tet পরীক্ষাতে শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা থেকে 30টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।

পর্ষদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন টপিক গুলিকে খুব ভালো করে নিখুত ভাবে পড়তে হবে তবেই ভালো নম্বর পাওয়া যাবে। সাথে MCQ প্র্যাকটিস সেট গুলিও সময় ধরে প্র্যাকটিস করে নিতে হবে।

Join us on Telegram

শিশু মনোবিজ্ঞান ও বিকাশ MCQ

 1. নিম্নের কোন প্রক্ষোভটি পৃথক ?

A) ভয়

B) লজ্জা

C) ক্রোধ

D) ভালোবাসা

2. কোনটি নিম্নের হিতকর প্রক্ষোভ  ?

A) কৃতজ্ঞতা

B) প্রেম

C) ভালোবাসা

D) আনন্দ

3. মনোবিদ ওয়াটসনের মতে শিশুর মধ্যে মৌলিক প্রক্ষোভ দেখা যায় –

A) দুই ধরনের

B) তিন ধরনের

C) চার ধরনের

D) পাঁচ ধরনের

4. জীবন বিকাশের কোন স্তরকেও রহস্যজনক স্তর বলা হয় ?

A) বাল্য স্তর

B) শৈশব স্তর

C) যৌবন স্তর

D) কোনটাই নয়

5. জ্ঞান অর্জনের সময় আমাদের মস্তিষ্কের যে অংশ সক্রিয় হয়ে ওঠে সেটি হলঃ

A) ডান মস্তিষ্ক

B) বাম মস্তিষ্ক

C) উচ্চ মস্তিষ্ক

D) নিম্ন মস্তিষ্ক

6. তরঙ্গের তীব্রতার ভিত্তিতে বস্তুর প্রতিচ্ছবি গঠিত হয় দৃশ্য সংবেদনের কোন মাত্রায় ? 

A) হিউ মাত্রায় 

B) উজ্জ্বলতা মাত্রায়

C) স্যাচুরেশন মাত্রায়

D) সংলগ্নতা মাত্রায়

7. Presbyopia হল –

A) দৃশ্য সংক্রান্ত ত্রুটি

B) শ্রুতি সংক্রান্ত ত্রুটি

C) কথন সংক্রান্ত ত্রুটি

D) আস্বাদন সংক্রান্ত ত্রুটি

8. কর্ণের কোন অংশ শব্দের যান্ত্রিক তরঙ্গকে ইলেকট্রিক সংকেতে পরিবর্তন করে স্নায়ুতে সঞ্চারিত করে ?

A) বহিঃকর্ণ

B) মধ্য কর্ণ

C) নিম্ন কর্ণ

D) অন্তঃ কর্ণ

9. ভ্রস্ট বা অলৌকিক গন্ধ অনুভবকে বলা হয় –

A) Phantosomia

B) Cacosmia

C) Dysosmia

D) Hyposomia

10. ব্যথার “Gate-Control Theory” প্রবর্তন করেন নিম্নের কোন ব্যক্তি ?

A) Patrick David Wall

B) Robert Sessions Woodworth

C) Merrill & Tennyson

D) Carl Müller-Lyer

11. চিন্তন একটি ____________ প্রক্রিয়ার শৃঙ্খলিত মানসিক অবস্থা ।

A) কার্যাত্মক

B) ভাব

C) প্রতীকী

D) কৌশল

12. চিন্তনের বৈশিষ্ট্যগুলির মধ্যে নিম্নের কোনটি সঠিক নয় ?

A) চিন্তনের নির্দিষ্ট উদ্দেশ্য থাকেনা, চিন্তন সমস্যা সৃষ্টির লক্ষ্য থেকে উৎপন্ন হয়

B) চিন্তনের মাধ্যমে অতীত অভিজ্ঞতার স্মরণ প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে

C) চিন্তার সময় আমরা যা মনে করি তা আমাদের স্মৃতিতে সঞ্চিত থাকে

D) চিন্তন একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া

বাংলা প্যাডাগোজি MCQ SET-1Click here
বাংলা প্যাডাগোজি MCQ SET-2Click here
বাংলা প্যাডাগোজি MCQ SET-3Click here
বাংলা প্যাডাগোজি

13. দীপাবলি এলেই আমরা বাজি ফাটানো বিষয়টি নিয়ে চিন্তা করি, অনেকই এতটা চিন্তিত হন যে সুস্থ শরীরেও অসুস্থ হয়ে পড়েন । এই ধরনের চিন্তনের ক্ষেত্রে চিন্তনের সরঞ্জাম হিসাবে নিম্নের কোন সরঞ্জামটি কাজ করে ?

A) চিত্র

B) প্রস্তাব

C) ধারণা

D) চিহ্ন

14. পঞ্চম শ্রেণীর একটি শিক্ষার্থীকে “স্বাধীনতা দিবস” সম্পর্কে নিজের ভাষায় 30 শব্দের একটি রচনা লিখতে বলা হল । শিক্ষার্থী নিজের ভাষায় সেটি লিখে আপনাকে দেখালো । এই রচনা লেখার ক্ষেত্রে শিক্ষার্থীর যে চিন্তন কাজ করলো সেটি হলঃ 

A) অভিসারী চিন্তন

B) প্রতিসারী চিন্তন

C) পার্শ্বীয় চিন্তন

D) প্রতিফলিত চিন্তন

15. Woodworth চিন্তনের পাঁচটি ধাপের কথা উল্লেখ করেছেন, এক্ষেত্রে তৃতীয় ধাপটি হলঃ

A) ঝোঁক

B) প্রতিস্থাপন

C) অনুসন্ধান

D) পুনঃউদ্রেক

16. নিম্নলিখিত বক্তব্যগুলি পড়ে সঠিক উত্তর চিহ্নিত করুনঃ

i) প্রক্ষোভ বিচার-বুদ্ধিকে আচ্ছন্ন করে

ii) দুঃখ ব্যতীত প্রতিটি আবেগে প্রচুর চিন্তা মুক্তি পায়

iii) প্রক্ষোভ ব্যাক্তিকে কর্ম বিমুখ করে

A) i ও ii সঠিক

B) ii ও iii সঠিক

C) i সঠিক কিন্তু ii ও iii ভুল

D) ii ও iii ভুল হলে i ও ভুল

17. ওয়াটসনের মতে মানুষের সহজাত মৌলিক প্রক্ষোভ তিনটি, যথাঃ FAR; এখানে F বলতে বোঝানো হয়েছে –

A) Fabulous কে

B) Frustration কে

C) Fear কে

D) Fashion কে

18. খেলার সময় শিশুর থেকে খেলনা কেড়ে নেওয়া হয় তাহলে সে রেগে যায় বা কেঁদে দেয় । এই রাগ বা kann এক ধরনের প্রক্ষোভ । এই প্রক্ষোভের পিছনে যে কারণটি কাজ করে সেটি হলঃ

A) সামঞ্জস্যহীনতা

B) সামাজিক কারণ

C) জৈবিক কারণ

D) মানসিক কারণ

19. প্রক্ষোভ সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্যক্টার-সিঙ্গার, তারা তাদের তত্ত্ব প্রবর্তন করেন –

A) 1960 সালে

B) 1962 সালে

C) 1965 সালে

D) 1970 সালে

20. নির্দিষ্টভাবে আবেগ অনুভব করার, চিন্তা করার এবং সেই অনুযায়ী কার্য করার সহজাত স্থায়ী প্রবণতাকে বলা হয় –

A) অতিরাগ

B) স্বভাব

C) ধাত

D) রস

গণিত প্যাডাগোজি MCQ SET-1Download
গণিত প্যাডাগোজি MCQ SET-2Download
গণিত প্যাডাগোজি MCQ SET-3Download
প্রথমিক টেট গণিত পেডাগোজি সমস্ত পর্ব PDF

21. ব্যক্তিবৈষম্য নির্ধারণের ক্ষেত্রে ডারউইনের বিবর্তন বাদ তত্ত্বের দুটি নীতির একটি হল Like Begets Like, এর অর্থ হলঃ  

A) সমজাতীয় প্রানী সমজাতীয় প্রানীর জন্ম দেয়

B) সমজাতীয় প্রানী সমসংখ্যক প্রানীর জন্ম দেয়

C) সমজাতীয় প্রানী সমস্বভাবের প্রানীর জন্ম দেয়

D) সমজাতীয় প্রানী সমজাতীয় প্রানীর জন্ম দিলেও  তাদের মধ্যে বৈচিত্র্য পরিলিক্ষত হয়

22. অর্জিত পার্থক্যকে চার ভাগে ভাগ করা যায়, নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয় ?

A) সামাজিক  পার্থক্য

B) সাঃস্কৃতিক পার্থক্য

C) প্রক্ষোভিক পার্থক্য

D) নৈতিক পার্থক্য

23. জোড়া জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন-যুগলের প্রত্যেকটিকে বাল হয়

A) ফেনোটাইপ

B) জেনোটাইপ

C) অ্যালিলোমর্ফ

D) সংকর

24. পুষ্টির মূল উৎস হল –

A) শক্তি

B) ভিটামিন

C) খনিজ লবণ

D) খাদ্য

25. ‘বুদ্ধির ক্ষেত্রে ব্যাক্তিগত পার্থক্যের কারন হল বংশধারা’ – উক্তিটি হলঃ

A) মেন্ডেল এর

B) ডারউইনের

C) হাক্সলের

D) হারলক এর

26. নিম্নের কোনটি সংবেদী স্মৃতির প্রকারের অন্তর্ভুক্ত নয় ?

A) Iconic Memory

B) Echoic Memory

C) Haptic Memory

D) Tactic Memory

27. ‘Magic Number 7’ ধারণা অনুযায়ী বেশিরভাগ প্রাপ্তবয়স্করা তাদের স্বল্পমেয়াদী স্মৃতিতে কয়টি আইটেম সংরক্ষণ করতে সক্ষম ?

A) পাঁচটি

B) পাঁচ থেকে নয়টি

C) সাতটি

D) সাত থেকে এগারোটি

28. ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মুহূর্তগুলোকে স্মৃতিতে সাজিয়ে রাখা Declarative LTM হিসাবে যার কাজ সেটি হলঃ

A) Semantic

B) Episodic

C) Implicit

D) Emotional

29. শিক্ষা মনোবিজ্ঞানের স্মৃতির ক্ষেত্রে IMS এর অর্থ হলঃ

A) Immediate Memory Sense

B) Immediate Memory Struggle

C) Immediate Memory Span

D) Immediate Memory Stability

30. The Levels of Processing Model এর প্রবর্তক হলেন নিম্নের যে ব্যক্তি –

A) Robert S. Lockhart

B) Fergus Ian Muirden Craik

C) উভয়ই

D) কেউ নন

প্রাথমিক টেটের জন্য 30টি করে গুরুত্বপূর্ণ MCQ

শিশু মনোবিজ্ঞান ও বিকাশ PDFDownload
প্রথম ভাষা বাংলা PDFDownload
দ্বিতীয় ভাষা ইংরেজি PDFDownload
গণিত PDFDownload
পরিবেশ বিদ্যা PDFDownload
প্রাথমিক টেটের জন্য 30টি করে গুরুত্বপূর্ণ MCQ

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

PTET শিশু মনস্তত্ব ও শিশু বিকাশ থেকে সমস্ত পর্ব

বিষয়ডাউনলোড লিঙ্ক
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ১Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ২Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৩Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৪Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৫Click Here
প্রাথমিক টেট শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা সমস্ত PDF

উত্তরমালাঃ

Child Psychology & Development : 1. B) লজ্জা, 2. A) কৃতজ্ঞতা, 3. B) তিন ধরনের, 4. A) বাল্য স্তর, 5. C) উচ্চ মস্তিষ্ক, 6. C) স্যাচুরেশন মাত্রায়, 7. A) দৃশ্য সংক্রান্ত ত্রুটি, 8. অন্তঃ কর্ণ, 9. A) Phantosomia, 10. A) Patrick David Wall

11.C) প্রতীকী, 12. A) চিন্তনের নির্দিষ্ট উদ্দেশ্য থাকেনা, চিন্তন সমস্যা সৃষ্টির লক্ষ্য থেকে উৎপন্ন হয়, 13. C) ধারণা, 14. B) প্রতিসারী চিন্তন, 15. D) পুনঃউদ্রেক, 16. C) i সঠিক কিন্তু ii ও iii ভুল, 17. C) Fear কে, 18. A) সামঞ্জস্যহীনতা, 19. B) 1962 সালে, 20. C) ধাত

21. A) সমজাতীয় প্রানী সমজাতীয় প্রানীর জন্ম দেয়, 22. D) নৈতিক পার্থক্য, 23. C) অ্যালিলোমর্ফ, 24. D) খাদ্য, 25. A) মেন্ডেল এর, 26. D) Tactic Memory, 27. B) পাঁচ থেকে নয়টি, 28. B) Episodic, 29. C) Immediate Memory Span, 30. C) উভয়ই

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!