প্রাথমিক টেট গণিত গুরুত্বপূর্ণ 30 MCQ প্রশ্ন উত্তর Free PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

প্রাথমিক টেট গণিত গুরুত্বপূর্ণ 30 MCQ প্রশ্ন -উত্তর MCQ (Primary TET Math Important MCQ) গুলি আজকে দেওয়া হল। এই পোস্টে রয়েছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এর মধ্যে 15 টি রয়েছে বিষয় ভিত্তিক ও 15 টি রয়েছে গণিত পেডাগোজি থেকে।

পর্ষদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন টপিক গুলিকে খুব ভালো করে নিখুত ভাবে পড়তে হবে তবেই ভালো নম্বর পাওয়া যাবে। সাথে MCQ প্র্যাকটিস সেট গুলিও সময় ধরে প্র্যাকটিস করে নিতে হবে।

প্রাথমিক টেট গণিত গুরুত্বপূর্ণ 30 MCQ

1. যে রেখা একজোড়া সমান্তরাল রেখাকে কেটে দেয় তাকে বলে –

(A) স্পর্শক

Join us on Telegram

(B) জ্যা

(C) ট্রাভার্সাল

(D) ছেদকারী

2. নিম্নের যে কোণের মান ____, তাকে পূর্ণ কোণ বলে।

(A) 180°

(B) 240°

(C) 360°

(D) উপরের কোনটি নয়

 3. দুটি অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল 81 বর্গ সেমি এবং 49 বর্গ সেমি।  তাদের সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত নির্ণয় কর।

(A) 9:7

(B) 7:9

(C) 6:5

(D) 81:49

4. ΔABD এর ∠ADB = 20° হলে এবং BD বাহুর মধ্য বিন্দু C । আবার AB=AC ও  CD=CA হলে ABC কোণের মান হবেঃ

(A) 30°

(B) 40°

(C) 45°

(D) 60°

5. যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে a% এবং b% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে

(A) (a-b+2ab/100)%

(B) (a+b+2ab/100)%

(C) (a+b+ab/100)%

(D) (a-b+ab/100)%

গণিত প্যাডাগোজি MCQ SET-1Download
গণিত প্যাডাগোজি MCQ SET-2Download
গণিত প্যাডাগোজি MCQ SET-3Download
প্রথমিক টেট গণিত পেডাগোজি সমস্ত পর্ব PDF

6. A, B এবং C একটি কাজ যথাক্রমে 14, 6 এবং 12 দিনে সম্পূর্ণ করতে পারে।  একসঙ্গে কাজ করে তারা কাজটি শেষ করবে

(A) 19/9 দিন

(B) 27 দিন

(C) 28/9 দিন

(D) 25/8 দিন

7. যদি Px = Qy = Rz  এবং Q/P = R/Q, হয় তাহলে 2z/(x+z) = ?

(A) y/z

(B) y/x

(C) x/y

(D) z/y

8. একজন দোকানদার 15টি আম 10 টাকায় কিনে 15 টাকায় 10টি আম বিক্রি করলে তিনি লাভ করবেন –

(A) 50%

(B) 75%

(C) 80%

(D) 125%

9. 4950/6 + 112 x 1.75 = ? x 2

(A) 510.5

(B) 505.2

(C) 515.5

(D) কোনটাই নয়

10. যদি একটি নির্দিষ্ট অর্থ 10 বছরে তার মূলের 5 গুণ হয়, তাহলে সুদের হার ছিল –

(A) 20%

(B) 30%

(C) 40%

(D) 50%

11.  10,000 টাকা হয়  2 বছরে 20,736 টাকা হয়।  সুদের হার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে বার্ষিক সুদের হার হবে

(A) 25%

(B) 20%

(C) 40%

(D) 30%

12. দুটি সংখ্যার যোগফল 24 এবং তাদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা হবেঃ

(A) 17

(B) 19

(C) 9

(D) 11

13. 1 হেক্টর = ?

(A) 1000 বর্গ মিঃ

(B) 10000 বর্গ মিঃ

(C) 100000 বর্গ মিঃ

(D) 100 বর্গ মিঃ

14. নিম্নের সর্বনিম্ন কোন সংখ্যাটিকে 45 দ্বারা গুণ করলে গুণফলটি একটি নিখুঁত বর্গ হবে ?

(A) 9

(B) 15

(C) 5

(D) কোনটাই নয়

15. (175)2 – (75)2 = ?

(A) 5000

(B) 20000

(C) 25000

(D) কোনটাই নয়

16. গণিতের জ্ঞান প্রসঙ্গে নিম্নের সঠিক বিবৃতিটি চিহ্নিত করুনঃ

বিবৃতি :

i. গণিতের বিষয়বস্তু যুক্তি ও সৃজনশীলতার উপর নির্ভরশীল ।

ii) গণিতের জ্ঞান সর্বত্রই এক

iii) ক্ষেত্র বিশেষে গণিতের জ্ঞান ভিন্ন হয়ে থাকে

A) i. সঠিক কিন্তু ii. ও iii. ভুল 

B) i. ভুল কিন্তু ii. ও iii. সঠিক

C) i. ও ii ভুল কিন্তু iii. সঠিক

D) iii. ভুল কিন্তু i. ও ii. সঠিক

17. গণিতে “Tally” বিষয়টির সূচনা হয় –

A) ঊনবিংশ শতকে

B) বিংশ শতকে

C) ষোড়শ শতকে

D) 20,000 বছর পূর্বে

18. গণিতে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন ক্যালকুলাস এর উদ্ভব ঘটে –

A) গ্রিসে

B) ফ্রান্সে

C) রোমে

D) ভারতে

19. গাণিতিক লিপি বিকাশের সময়কাল কে কয়টি পর্বে ভাগ করা যায় ?

A) দুটি

B) তিনটি

C) চারটি

D) ছয়টি

20. প্রথম গণিত পাঠ্যপুস্তক প্রকাশিত হয় নিম্নের কোন দেশে

A) ইংল্যান্ডে

B) জার্মানিতে

C) রাশিয়ায়

D) ওয়েলসে

21. পাটিগণিতের বিষয় হিসাবে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ অন্তর্ভুক্ত করা হয় নিম্নের কোন সময়ে ?

A) ত্রয়োদশ শতকে

B) পঞ্চদশ শতকে

C) সপ্তদশ শতকে

D) ঊনবিংশ শতকে

22. মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থায় গণিত শিক্ষার সূচনা হয় –

A) ষোড়শ শতকে

B) সপ্তদশ শতকে

C) অষ্টাদশ শতকে

D) ঊনবিংশ শতকে

23. গাণিতিক গণনায় Euler’s number এর প্রবক্তা হলেন Leonhard Euler, তিনি ছিলেন

A) জার্মান গণিতবিদ

B) মার্কিন গণিতবিদ

C) ফরাসি গণিতবিদ

D) অস্ট্রেলিয়ান গণিতবিদ

24. Neutral Geometry বলা হয় নিম্নের কোনটিকে ?

A) Euclidean Geometry কে

B) Hyperbolic Geometry কে

C) Absolute Geometry কে

D) Hardy Geometry কে

25. গাণিতিক ক্ষেত্রে Game Theory এর প্রবর্তন করেন –

A) হার্ডি

B) রামানুজন

C) হিলবার্ট

D) রবিনসন

26. গণিত শিক্ষার প্রধান লক্ষ্য হল –

A) শিশু মন থেকে গণিতের ভয় দূর করা

B) হিসেব-নিকেশ যাতে সঠিক করতে পারে তার ব্যবস্থা করা

C) শিশুর মনে গণিতের প্রতি সম্ভ্রম সৃষ্টি করা

D) শিশুর মনে গাণিতিকিকরণ ঘটানো

27. ‘সমস্যা অবতারণার সময় শিক্ষার্থীদের কৌতুহল বজায় রাখা প্রয়োজন’ এই বক্তব্যটি হারবার্টীয় শিখন নকশার নিম্নের কোন বিষয়কে সমর্থন করে ?

A) শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই

B) মূল পাঠের অবতারণা

C) নির্দেশ দানের উদ্দেশ্যাবলী

D) কোনটাই নয়

28. আরোহী পদ্ধতির মাধ্যমে শিক্ষণ সম্পাদনের প্রথম ধাপ হলঃ

A) অনুসন্ধান ও বিশ্লেষণ

B) সাধারণ সূত্রের খোঁজ

C) সহসম্পর্ক স্থাপন

D) দৃষ্টান্ত নির্বাচন

29. “পোস্ট অফিসে গণিত” এটি হলঃ

A) সমাধানের পদ্ধতি

B) গাণিতিক প্রজেক্ট

C) বই এর নাম

D) টাকার লেনদেন সংক্রান্ত নির্দেশিকা

30. গণিত শিক্ষণ ব্যবস্থায় গ্রাফিক্স উপকরণ হলঃ

A) শ্রুতি নির্ভর

B) দৃশ্য নির্ভর

C) শ্রবণ-দর্শন নির্ভর

D) গতিশীল উপকরণ

উত্তরমালাঃ

1. (C) ট্রাভার্সাল, 2. (C) 360°, 3. (A) 9:7, 4. (B) 40°, 5. (C) (a+b+ab/100)%, 6. (C) 28/9 দিন, 7. (B) y/x, 8. (D) 125%, 9. (A) 510.5, 10. (C) 40%,

11. (C) 40%, 12. (B) 19, 13. (B) 10000 বর্গ মিঃ, 14. (C) 5, 15. (C) 25000, 16. D) iii. ভুল কিন্তু i. ও ii. সঠিক, 17. D) 20,000 বছর পূর্বে, 18. B) ফ্রান্সে, 19. B) তিনটি, 20. D) ওয়েলসে,

21. A) ত্রয়োদশ শতকে, 22. C) অষ্টাদশ শতকে, 23. A) জার্মান গণিতবিদ, 24. C) Absolute Geometry কে, 25. D) রবিনসন, 26. D) শিশুর মনে গাণিতিকিকরণ ঘটানো, 27. B) মূল পাঠের অবতারণা, 28. D) দৃষ্টান্ত নির্বাচন, 29. B) গাণিতিক প্রজেক্ট, 30. B) দৃশ্য নির্ভর

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

প্রাথমিক টেটের জন্য 30টি করে গুরুত্বপূর্ণ MCQ

শিশু মনোবিজ্ঞান ও বিকাশ PDFDownload
প্রথম ভাষা বাংলা PDFDownload
দ্বিতীয় ভাষা ইংরেজি PDFDownload
গণিত PDFDownload
পরিবেশ বিদ্যা PDFDownload
প্রাথমিক টেটের জন্য 30টি করে গুরুত্বপূর্ণ MCQ
বিষয়ডাউনলোড লিঙ্ক
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ১Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ২Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৩Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৪Click here
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব ৫Click Here
প্রাথমিক টেট শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা সমস্ত PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!