প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট | শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব-1

পোস্টটি শেয়ার করুন
4.4/5 - (5 votes)

WB Primary TET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা খুবই জরুরী। প্রাথমিক টেটে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কয়কটি করে MCQ প্রশ্ন আপনাদের প্রদান করবো যার মাধ্যমে আপনাদের প্রস্তুতির একটি ধারাবাহিকতা বজার থাকবে। আজকে প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট পর্বের বিষয়- শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা। আজ প্রথম পর্ব। 

প্রথমে আপনারা প্রশ্নগুলি পড়ে খাতাতে নিরেজা উত্তর গুলি করে নেবেন। তারপর এই নিবন্ধের শেষে আমরা যে উত্তর গুলি দিয়েছি সেগুলির সাথে আপনাদের করা উত্তর গুলি মিলিয়ে নেবেন। তাহলে একই পদ্ধতি বজায় থাকবে।

এছাড়াও, আমরা এই প্রশ্ন উত্তরের PDF টি আপনাদের বিনামূল্যে প্রদান করছি যেটি এই পোস্টের শেষে ডাউনলোড বোতামে ক্লিক করলেই পেয়ে যাবেন।

প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট

এর আগে আমরা বিভিন্ন বিষয় থেকে পাঁচটি করে প্রশ্ন নিয়ে মোট ২৫টি প্রশ্নের সহযোগে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট বানিয়েছিলাম। যেগুলি পড়ার জন্য নিচে লিঙ্ক দিয়ে দিলাম।

Join us on Telegram

PTET এর সিলেবাস কেমন হবে?

প্রাথমিক টেট এর সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লিঙ্কে ক্লিক করে জানুন PTET Syllabus 2022

প্রাথমিক টেট এর জন্য কি কি বই পড়বো?

প্রাথমিক টেটের জন্য একটি বই এর তালিকা আপনাদের জন্য তৈরি করা হয়েছে। লিঙ্কে ক্লিক করে জেনে নিন Best book for WB PTET

শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব-1

1) রুশোর মতে মানবজীবনে যৌবনকালে ব্যাপ্তি কত বছর পর্যন্ত?

A) বারো থেকে পনেরো বছর

B) পনেরো থেকে কুড়ি বছর

C) আঠারো থেকে পঁচিশ বছর

D) উনিশ থেকে ত্রিশ বছর

2) স্কুল অর্থে পরিণমন হল-

A) বেড়ে ওঠা

B) ঘুম থেকে ওঠা

C) কৈশোরকাল

D) বার্ধক্য

3) মনোভাব পরিমাপের ক্ষেত্র লিকার্ট যে মানক তৈরি করেন, তাতে স্তরের সংখ্যা হল-

A) তিনটি

B) চারটি

C) পাঁচটি

D) ছয়টি

4) “বিশেষ কোনো কাজের প্রতি ব্যক্তির যে প্রবণতা, তাই হল অনুরাগ”- কে এই মন্তব্য করেছেন?

A) হারবার্ট

B) মনোবিদ লাভ

C) জন ডিউই

D) রাসেল

5) ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্য গুলি –

A) বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত হয়

B) পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়

C) বংশগতি ও পরিবেশ উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়

D) বংশগতি ও পরিবেশ কোণোটির দ্বারা নিয়ন্ত্রিত হয় না

6) প্রকৃতি ও প্রতিপালন বলতে কী বোঝায়?

A) অভ্যন্তরীণ ও বহিঃপরিবেশ

B) মেজাজ এবং চরিত্র

C) বংশগতি ও পরিবেশ

D) দৈহিক বৈশিষ্ট্যাবলি ও মেজাজ

7) নিচের কোন্‌ বয়সে শিশুরা পরিবারের লোকজন এবং আগন্তুকের মধ্যে পার্থক্য করতে পারে?

A) জন্মের পরেই

B) এক থেকে দুই মাস বয়সে

C) ছয় থেকে সাত মাস বয়সে

D) এক বছর বয়সে

8) মধ্যবর্তী প্রাপ্তবয়স্ককাল হল এমন একটি সময় যখন-

A) কোনো ব্যক্তি নিজেকে দুই প্রজন্মের মধ্যে আবদ্ধ হিসাবে অনুভব করে

B) ব্যক্তির বিবাহিত জীবন পূনর্মূল্যায়িত হয়

C) ব্যক্তির পেশাগত জীবন ও পূনর্মূল্যায়িত হয়

D) উপরের সবগুলি

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

9) শিশুর সংবেদন ও সঞ্চালনমূলক স্তরের অন্তর্গত “মাধ্যমিক আবর্ত ক্রিয়ার পর্যায়” উপস্তরটির সময় হল-

A) জন্ম থেকে এক মাস

B) এক মাস চার বা পাঁচ মাস

C) পাঁচ থেকে আট মাস

D) আট থেকে বারো মাস

10) ____ ধারণাটি ব্যক্তির বৃদ্ধির স্তর কোন্‌ পর্যায়ে রয়েছে, তা সূচীত করে, কিন্তু ব্যক্তির প্রকৃত বয়স না জানা থাকলে, এটি ব্যক্তির বুদ্ধি সম্পর্কে কোনো কিছু সূচীত করতে পারে না।

A) বুদ্ধাঙ্ক

B) মানসিক বয়স

C) বয়সের স্কেল

D) এগুলির কোনোটি নয়

11) বাল্যকালকে মানব বিকাশের ‘রহস্যময় দশা’ হিসাবে চিহ্নিত করা হয়, কারণ এই পর্যায়ে-

A) প্রাক্ষোভিক বিকাশ খুবই জোরালো হয়

B) দৈহিক বিকাশ খুবই জোরালো হয়

C) মানসিক বিকাশ খুবই জোরালো হয়

D) নৈতিক বিকাশ খুবই জোরালো হয়

12) কৈশোরকালে প্রধান পরিবর্তনগুলি ঘটে-

A) কন্ঠস্বরে

B) দেহের পেশি ও আকৃতিতে

C) চালচলনে ও হাবভাবে

D) এগুলির সবগুলির

13) মনোবিজ্ঞানের ক্ষেত্রে গ্যালটনের খ্যাতির প্রধান কারণ হল-

A) তিনি মনোবিজ্ঞানকে পদার্থবিদ্যার মতো আকৃতি এবং সূচিপত্র দান করেছেন।

B) তিনি মনোবিজ্ঞানের ক্ষেত্রে তথ্য ভিত্তিক গবেষণা পদ্ধতি নিরূপণ করেছেন

C) তিনি বংশগতি এবং জ্ঞানগত বা বৈদ্ধিক সামর্থ্যের মধ্যে সম্পর্কের বিষয়টি প্রদর্শন করেছেন

D) উপরের সবগুলি

14) শিক্ষার বিকাশ মানুষকে কীভাবে সাহায্য করে?

A) একজনের জীবনে ভালো অথবা মন্দের শণ্যক্তকরণ

B) জানা এবং অজানার মধ্যে পার্থক্য নিরূপণে

C) সমস্যা সমাধানে

D) উপরের সবকটি

15) সিচ্‌লার প্রস্তাবিত খেলার তত্ত্বটি কোন্‌ তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয়েছে?

A) দি প্রিন্সিপাল অব্‌ এক্‌ষ্ট্রা এনার্জি

B) দি প্রিন্সিপাল অব্‌ কনফ্লিক্ট

C) দি প্রিন্সিপাল অব্‌ রিক্রিয়েশন

D) দি প্রিন্সিপাল অব্‌ কমপেন্সেশন।

16) প্রত্যভিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল?

A) অভিভাবন ও অনুসঙ্গ

B) শিখন ও পরিশমন

C) শিখন ও সংরক্ষণ

D) পুষ্টি ও অনুশীলন

17) পুনরুদ্রেক এর মূখ্য কারন কী?

A) অভিভাবন ও অনুসঙ্গ

B) শিখন ও পরিশমন

C) শিখন ও সংরক্ষণ

D) শিখন ও শিক্ষণ

18) পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থানিত হয়, তখন তাকে বলে

A) প্রত্যভিজ্ঞা

B) পুনঃপরিজ্ঞান

C) পুনরুদ্রেক

D) সংরক্ষণ

19) যে মানসিক প্রতিক্রিয়ার সাহায্যে মানুষ তার পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে, তাকে বলে

A) প্রত্যভিজ্ঞা

B) পুনঃপরিজ্ঞান

C) পুনরুদ্রেক

D) সংরক্ষণ

20) শিখন, বুদ্ধি, স্মৃতি, প্রত্যক্ষন প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়াগুলি প্রকৃতিপক্ষে

A) দৈহিক বৈশিষ্ট্য

B) মানসিক বৈশিষ্ট্য

C) প্রক্ষোভিক বৈশিষ্ট্য

D) সামাজিক বৈশিষ্ট্য

উত্তরমালাঃ

1) B) পনেরো থেকে কুড়ি বছর, 2) A) বেড়ে ওঠা, 3) C) পাঁচটি, 4) B) মনোবিদ লাভ, 5) B) পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়, 6) C) বংশগতি ও পরিবেশ, 7) C) ছয় থেকে সাত মাস বয়সে, 8) D) উপরের সবগুলি, 9) C) পাঁচ থেকে আট মাস, 10) B) মানসিক বয়স, 11) A) প্রাক্ষোভিক বিকাশ খুবই জোরালো হয়, 12) D) এগুলির সবগুলির, 13) D) উপরের সবগুলি, 14) D) উপরের সবকটি, 15) C) দি প্রিন্সিপাল অব্‌ রিক্রিয়েশন, 16) C) শিখন ও সংরক্ষণ, 17) A) অভিভাবন ও অনুসঙ্গ, 18) C) পুনরুদ্রেক, 19) C) পুনরুদ্রেক, 20) B) মানসিক বৈশিষ্ট্য

প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট, শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব-1, Primary Tet Practice Set PDF Download in Bengali, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর, প্রাইমারি টেট বাংলা mcq, প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর, টেট পরীক্ষার সাজেশন, টেট প্রশ্ন উত্তর pdf, প্রাইমারি টেট অংক, প্রাইমারি টেট প্র্যাকটিস সেট

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!