Primary Tet 3rd online Mock Test Free PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

এর আগে আমরা দুটি মক টেস্ট নিয়েছিলাম। আপনারা অনেকেই অংশগ্রহন করেছেন। যেনারা অংশগ্রহন করেননি তেনাদের অনুরোধ করব এই ধরনের মক টেস্ট দিয়ে নিজেকে একটু ঝালিয়ে নিন। আজ আমরা প্রাথমিক টেট মক টেস্ট ধারাবাহিক পর্বের তৃতীয় পর্যায়ে এসে পৌঁছেছি(Primary Tet 3rd online Mock Test)। আজ পাঁচটি বিভাগ থেকে ৫টি করে প্রশ্ন নিয়ে মোট ২৫ টি প্রশ্ন সহযোগে একটি মক টেস্ট নেওয়া হচ্ছে। তার সাথে সাথে দ্বিতীয় পর্বের মক টেস্টের উত্তর গুলি আমরা আজ দিয়ে দিচ্ছি। যেনারা বিগত দুটি মক টেস্ট দিতে পারেন নি তেনারা নিচের দুটি লিঙ্কে ক্লিক করে প্রশ্ন গুলি দেখে নিতে পারেন।

Primary Tet 2nd Mock Test] [Primary Tet 1st online Mock Test]

২৫ টার মধ্যে কে কত পেলেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ আবারো Primary Tet 3rd online Mock Test এর ২৫টি প্রশ্ন আপনাদের দিলাম। সকলে চেষ্টা করুন, এবং প্রশ্নগুলির উত্তর পরবর্তী পোস্টে অথবা আমাদের সহযোগী ফেসবুক পেজে দেওয়া হবে। ফেসবুক পেজ খুঁজে না পেলে এখানে ক্লিক করুন

Child Development and Pedagogy

১. আর্মি বিটা অভীক্ষ দিয়ে বুদ্ধি পরিমাপ করা হয়। এটা কোন্‌ শ্রেনির?

ক) ব্যক্তি গত ও বাচনিক

Join us on Telegram

খ) দল গত ও অবাচনিক

গ) দল গত ও বাচনিক

ঘ) ব্যক্তি গত ও অবাচনিক

২. ট্যারম্যান ও মেরিল এর মতে, গড় মানের উচ্চমান সম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক-

ক) ৯০-১০৯

খ) ১২০ – ১৩৯

গ) ১১০-১১৯

ঘ) ৮০-৮৯

৩. মনোবিদ জোনস্‌ মানবজীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন-

ক) ৩ ভাগে

খ) ৪ ভাগে

গ) ৫ ভাগে

ঘ) ৬ ভাগে

৪. ‘শিখন হল সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় এবং চর্চা বা প্রশিক্ষনের দ্বারা পরিবর্তিত হয়’। এই অভিমত ব্যক্ত করেছেন-

ক) এইচ পি স্মিথ

খ) কিংস্‌লি ও গ্যারি

গ) ট্রেভার্স

ঘ) ক্রো অ্যান্ড ক্রো

[ভারতের এই গ্রামের ঘর বাড়িতে নেই কোনো ‘দরজা’ : কেন জেনে নিন]

৫. Wheel Chair’এ চলাফেরা করা শিশুকে কোথায় পড়ানো উচিৎ?

ক) সাধারণ বিদ্যালয়ে

খ) শুধুমাত্র বিশেষ বিদ্যালয়ে

গ) অসমর্থ শিশুদের সঙ্গে সাধারণ বিদ্যালয়ে

ঘ) সাধারণ বিদ্যালয়ে নিচু শ্রেনিতে

First Language Bengali

১. ‘ফল’ শব্দের বর্ণ বিশ্লেষণ করুন-

ক) ফ + অ + ল + অ

খ) ফ্‌ + অ + ল্‌ + অ

গ) ফ + অ + অ + ল্‌

ঘ) ফ + ল্‌ + অ + অ

২. পদ্য পাঠের মূল উদ্দেশ্য কোনটি?

ক) ব্যকরণ শিক্ষা

খ) অর্থের জ্ঞান

গ) প্রজ্ঞা সৃষ্টি

ঘ) রসানুভূতি

৩. ‘মহৎ শব্দের পদ পরিবর্তন করলে কি হবে?

ক) মহত্ত্ব

খ) মহত্ব

গ) মহত্ততা

ঘ) মহত্বতা

[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৪. ‘দেশে-বিদেশে’-গ্রন্থের রচয়িতা কে?

ক) সৈয়দ মুজতবা সিরাজ

খ) সৈয়দ মুজতবা আলী

গ) হরপ্রসাদ শাস্ত্রী

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

[পরিবেশ বিদ্যার (Environment Study) ২৫টি প্রশ্ন ও উত্তর]

৫. সমাস নির্ণয় করুনঃ পুরুষ সিংহ – পুরুষ সিংহের ন্যায়

ক) উপমান কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) সাধারণ কর্মধারয়

ঘ) ব্যাতিহার বহুব্রীহি

Second Language: English

1) Which one is the theory based on the habit formation?

a. Classical conditioning

b. Operant conditioning

c. Trial and error method

d. Insighful Learning

2) Choose the most appropriate group verb: The strike will be ___ tomorrow.

a. Called out

b. Called up

c. Called off

d. Called on

3) To be above board means-

a. To have a good height

b. To be honest in any business deal

c. They have no dents

d. To try to be beautiful

4) Did you really ___the money yesterday?

a. Needed

b. Knead

c. Need

d. Kneed

[Read More- UGC NET Practice Set]

5) Choose the most appropriate preposition: The man is quite satisfied ___his income

a. for

b. with

c. to

d. on

Mathematics

১. ৪৮০২৪৯ সংখ্যাটি সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?

ক) সংখ্যাটি ৯ দিয়ে বিভাজ্য

খ) সংখ্যাটি ১১ দিয়ে বিভাজ্য

গ) এটি একটি পূর্ণবর্গ সংখ্যা

ঘ) এটি ৩ দিয়ে বিভাজ্য ও ভাগফল পূর্ণবর্গ সংখ্যা।

২. একটি সুষম বহুভূজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৫ : ১ হলে, বহুভূজটির বাহুসংখ্যা কত?

ক) ১১ টি

খ) ৮ টি

গ) ১০ টি

ঘ) ১২ টি

৩. গণিত বিষয়ে সংশোধন মূলক শিক্ষনের প্রধান উদ্দেশ্য কি?

ক) ছাত্র ছাত্রীর মেধার উম্মেষ ঘটানো

খ) ছাত্র ছাত্রীদের আচরণগত সমস্যার সমাধান করা।

গ) পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষা দান করা

ঘ) পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের পৃথক ভাবে সাহায্য করা

৪. ২, ৯, ২, ৭, ৪, ২, ৬- এর মোড কত?

ক) ৭

খ) ৯

গ) ২

ঘ) ৪

৫. ২৫ টি সংখ্যার গড় ১৮, প্রথম ১২ টি সংখ্যার গড় ১৪ এবং শেষ ১২ টি সংখ্যার গড় ১৭ হলে, ১৩ তম সংখ্যার মান কত?

ক) ৮৫

খ) ৭৮

গ) ৭২

ঘ) ২৮

Environment Studies

১. EVS এর আদর্শ গৃহ অ্যাসাইনমেন্ট প্রাথমিক ভাবে কোন্‌ বিষয়টির ওপর প্রাধান্য দিয়ে গড়ে ওঠা উচিৎ?

ক) উৎকর্ষ শিখন

খ) ব্যাপক শিখন

গ) সময়ের সঠিক ব্যবহার

ঘ) অনুশীলন ও পুনঃশক্তি সঞ্চার

২. শিল্প কেন্দ্রের ধোঁয়া ও ধুলিকণা নিয়ন্ত্রনের জন্য ব্যবহার করা হয়-

ক) ব্যারোমিটার

খ) থার্মোমিটার

গ) ইলেকট্রোস্ট্র্যাটিক প্রেসিপিটেটর

ঘ) প্রেসার কুকার

৩. ভিজে মেঝেতে আমরা পিছলে যাই কেনপ?

ক) জল ঘর্ষণ কমিয়ে দেয়

খ) জল ঘর্ষণ বাড়িয়ে দেয়

গ) আমরা আমাদের ভারসাম্য হারাই

ঘ) কোনোটিই নয়

৪. নিচের কোন্‌ গাছ থেকে ‘রোটেনয়েড’ পাওয়া যায়?

ক) তামাক

খ) ক্রিসানথেমাম

গ) শিম্ব গোত্রীয় গাছ

ঘ) ঘাস জাতীয় গাছ

৫. আমাদের জাতীয় সঙ্গীতে কতগুলি ভারতীয় নদীর উল্লেখ রয়েছে?

ক) ১

খ) ২

গ) ৩

ঘ) ৫


উত্তর গুলি দেখে নিন।

১ Child Development and Pedagogy– খ, গ, খ, খ, গ

২. First Language Bengali- খ, ঘ, ক, খ, খ,

৩. Second Language: English– b, c, b, c, b

৪. Mathematics– গ, ঘ, ঘ, গ, খ

৫. Environment Studies- ক, গ, ক, খ, খ


Primary Tet 3rd online Mock Test Free PDF


Primary Tet 3rd online Mock Test এর উত্তর গুলি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং অজানা প্রশ্নের উত্তর জানার থাকলে আমাদের ফেসবুক পেজেনজর রাখুন। বেস্ট অফ লাক সকলকে।

[তৃতীয় পর্বের মক টেস্টের উত্তরগুলি জানার জন্য চতুর্থ পর্বে চোখ রাখুন, এখানে ক্লিক করুণ]

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “Primary Tet 3rd online Mock Test Free PDF

Comments are closed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!