পরিবেশ বিদ্যার (Environment Study) ২৫টি প্রশ্ন ও উত্তর

পোস্টটি শেয়ার করুন
4.5/5 - (2 votes)

স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই। সকলে ভাল আছেন নিশ্চই। আজ আমরা পরিবেশ বিষয়টি নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর আলচনা করবো। এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবি কাজে লাগবে। আপনারা জানেন যে আগত প্রাথমিক টেট পরীক্ষার জন্য আমরা পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রীদের স্টাডি মেটেরিয়ারস দিয়ে প্রশ্ন উত্তর আলচনা করে কিছুটা সাহায্য করার চেষ্টা করে চলেছি। আজ তার ই একটি  পর্ব ‘পরিবেশ বিদ্যা'(Environment Study) । আজকের পর্বটি শুধু মাত্র প্রাথমিক টেট নয়, বরং সমস্ত ধরণের পরীক্ষার ক্ষেত্রেই উপকারে লাগবে এই আশা রাখছি।

১. পরিবেশের সমস্যা কোন্‌ মাত্রিক-

অ) একমাত্রিক

আ) দ্বিমাত্রিক

Join us on Telegram

ই) ত্রিমাত্রিক

ঈ) বহুমাত্রিক

২. ওজোন স্তরের বিনাশের হার সর্বাধিক হয় কখন?

অ) গ্রীষ্ম কালে

আ) বর্ষা কালে

ই) শরৎ কালে

ঈ) বসন্ত কালে

৩. ভূপালের যে কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, সেটি হল-

অ) ইউনিয়ন কার্বাইট

আ) ইউনাইটেড কারবাইট

ই) ইউনাইটেড কার্বন

ঈ) ইউনিয়ন ফ্লুরাইড

৪. জৈব বিবর্ধন ঘটে ___ এর দ্বারা

অ) খাদ্য শৃঙ্খল

আ) খাদ্যজাল

ই) শক্তি প্রবাহ

ঈ) পৃষ্ঠীয় প্রবাহ

৫. নীচের কোন্‌ বিপর্যয়টি ধীর গতিতে ঘটে?

অ) ভূমিকম্প

আ) খরা

ই) বন্যা

ঈ) সুনামি

৬. অ্যাসিড বৃষ্টির কারন কী?

অ) SO2

আ) NO2

ই) CO2

ঈ) O2

আমাদের ফেসবুক পেজ লাইক করুন- স্টুডেন্ট কেয়ার

৭. ইকোক্লাব হল-

অ) ছাত্র ছাত্রী দের দ্বারা বৃক্ষরোপন

আ) সমস্ত ক্লাবের প্রতিনিধি দের দ্বারা বৃক্ষরোপন

ই) পরিবেশ সংক্রান্ত ছাত্র ছাত্রী দের সচেতন করা

ঈ) এগুলির কোনোটিই নয়

[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৮. সালফারের প্রধান উৎস হল

অ) পাহাড়

আ) হ্রদ

ই) সমুদ্র

ঈ) পুকুর

৯. শঁটিজাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে বৃদ্ধি পায় কী?

অ) নাইট্রোজেন

আ) কার্বন ডাই অক্সাইড

ই) অক্সিজেন

ঈ) হাইড্রোজেন

আরও পড়ুন –শিশু শিক্ষা ও বিকাশ সম্পর্কিত বিভিন্ন উক্তি গুলি জেনে নিন এক নজরে

১০. গ্রীনল্যান্ডের বরফের নীচে যে ধাতুর দূষণ লক্ষ করা গিয়েছে সেটি হল-

অ) পারদ

আ) লৌহ

ই) সিসা

ঈ) ক্রোমিয়াম

১১. সর্বাধিক বন্যাপ্রবন মহাদেশ হল-

অ) আফ্রিকা

আ) চিন

ই) এশিয়া

ঈ) ওশিয়ানিয়া

১২. পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণীঝড় হল-

অ) হ্যারিকেন

আ) টর্নেডো

ই) সাইক্লোন

ঈ) টাইফুন

১৩. মিনামাটা অঞ্চলে ‘চিমো কেমিক্যাল’ ফ্যাক্টরি কী উৎপাদন করত?

অ) প্লাস্টিকজাত দ্রব্য

আ) কীটনাশক দ্রব্য

ই) প্লাস্টিকের Paint

ঈ) পেটড়োক্যামিক্যাল দ্রব্য

আরও পড়ুন- WBCS প্রস্তুতি

১৪. ফ্লোরাইড জাতীয় দূষক যে রোগ সৃষ্টি করে তা হল-

অ) ফ্লুরোসিস

আ) এনামিল হাইপোক্লাসিয়া

ই) পঙ্গুত্ব

ঈ) সবকটি

১৫. জলদূষণের ‘অবিন্দু’ উৎসের নাম হল-

অ) কৃষিকাজ

আ) অরন্য অঞ্চল

ই) শহরাঞ্চলে রাস্তাঘাট

ঈ) সবগুলি

আরও পড়ুন- UGC NET Practice SET

১৬. জলে সঞ্চিত জীবদেহের মল থেকে সৃষ্ট দূষনটি হল-

অ) পরজীবী কৃমি

আ) ইউট্রোফিকেশান

ই) কলিফর্ম ব্যাকটেরিয়া

ঈ) পারদ

১৭. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্বেগ নেওয়া হয়েছে কোথায়?

অ) কলকাতায়

আ) চেন্নাই

ই) মণিপুর

ঈ) জামশেদপুর

আমাদের ফেসবুক পেজ লাইক করুন- স্টুডেন্ট কেয়ার

১৮. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে ‘শিক্ষামূলক ভ্রমণ’ হল-

অ) দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ

আ) শ্রুতি নির্ভর সহায় উপকরণ

ই) দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ

ঈ) সক্রিয়তা ভিত্তিক সহায়ক উপকরণ

১৯. বজ্রপাতের সময় কোথায় আশ্রয় নেওয়া যুক্তি যুক্ত?

অ) বাড়ির ছাদে

আ) খোলা মাঠে

ই) ঘরের মধ্যে

ঈ) গাছ তলায়

২০. মানুষের সৃষ্ট্ বিপর্যয় এর একটি উদাহরণ হল-

অ) ভূমি কম্প

আ) ঘূর্ণিঝড়

ই) গ্যাস দুর্ঘটনা

ঈ) হড়পা বান

২১. ‘Heat Island’ সৃষ্টির কারণ কী?

অ) জল দূষণ

আ) বায়ু দূষণ

ই) ইলেকট্রনিকস দূষণ

ঈ) ভূমি দূষণ

২২. রামসার সম্মেলনের মুখ্য বিষয় হল-

অ) পতিত ভূমি

আ) গ্রীন হাউস গ্যাস

ই) জলা ভূমি

ঈ) মৎস্য উৎপাদন

২৩. মৃত্তিকা দূষনে কঠিন বর্জের ভূমিকা হল-

অ) ৩০ %

আ) ৬০ %

ই) ৯০ %

ঈ) ৯৯ %

২৪. আর্সেনিক আবিষ্কার করেন কে?

অ) বার্থেলোভ

আ) সিলি

ই) জোসিমাস

ঈ) অ্যালবার্টস ম্যাগনাস

আমাদের ফেসবুক পেজ লাইক করুন- স্টুডেন্ট কেয়ার

২৫. গভীর রাত্রে শব্দ হীন ঘড়ে শব্দ তীব্রতার মান কত-

অ) ০ ডেসিবেল

আ) ৩০ ডেসিবেল

ই) ৯০ ডেসিবেল

ঈ) ১২০ ডেসিবেল

আপনাদের মধ্যে যদি কেউ লেখালেখির সাথে যুক্ত থাকেন, লেখা লেখি করতে ভাল বাসেন তাহলে আপনার মূল্যবান লেখাটি আমাদের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে নিতে পারেন। লেখা পাঠাতে চাইলে আমাদের নীতিমালা পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন।

‘স্টুডেন্টস কেয়ার’ এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!