Primary Tet 1st online Mock Test
Primary Tet mock Test : সকলকে নমস্কার জানাই। সকলের পরীক্ষা প্রস্তুতি নিশ্চই ভাল ভাবেই চলছে। আমাদের প্রত্যেকটা পোস্টে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন তাতে আমরা অভিভূত। এই ভাবেই আমাদের পাশে থাকুন এবং প্রতিনিয়ত আমাদের সাইটে নজর রাখুন (গুগুলে সার্চ করুন www.studentscaring.com)। আজ আমরা একটু নতুন কিছু পোস্ট দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখছি। দেখা যাক এই ধরনের পোস্টে আপনাদের প্রতিক্রিয়া কেমন হয়। তার পর পরবর্তী কালে পুনরায় পোস্ট করা যেতে পারে কিনা চিন্তা ভাবনা করব আমরা।
আজ আমরা প্রাথমিক টেটের প্রস্তুতির জন্য প্রতিটি বিভাগ থেকে ৫টি করে প্রশ্ন নিয়ে মোট ২৫টি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ Primary Tet mock Test নেওয়া হচ্ছে। আপনাদের কেই এর উত্তর দিতে হবে। তবে যদি না পারেন আমরা প্রশ্নগুলির উত্তর বলেই দেব। চলুন দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে।
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
Paper-1 (Child Development and Pedagogy)
১. ব্যক্তিকেন্দ্রিক পাঠদানের পদ্ধতির রীতি ব্যক্তিগত বৈষম্যের নীতির ওপর প্রতিষ্ঠিত’। এই বিষয়টি-
ক) আংশিক সত্য খ) অসত্য গ) সত্য ঘ) কোনোটি নয়
২. ‘The teacher teaches john Latin’- উক্তিটি কার?
ক) সক্রেটিস খ) অয়ারিস্টটল গ) জন অ্যাডামস ঘ) জন ডিউই
৩. মনোবিদ্যার আলোচনা থেকে আত্মা, মন চেতনা ও এদের সমার্থক শব্দের ব্যবহার বর্জন করেছেন কে?
ক) ওয়াটসন খ) রুশো গ) অ্যাঙ্গেল ঘ) ম্যাকডুয়াল
আরও পড়ুন- ৩০টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই, উপন্যাস ও তার লেখক
৪. বিঁনে-সাইমন স্কেলে যুক্তি ও বিচার ক্ষমতা সম্পর্কীত প্রশ্নের সংখ্যা ছিল-
ক) ৪০টি খ) ১০টি গ) ৩০টি ঘ) ২০টি
৫. আমরা কী পত্যক্ষণ করি?
ক) বস্তুর গুণ খ) বস্তুর তীব্রতা গ) বস্তুর স্থান ও কালব্যপ্তি ঘ) সবগুলি
First Language Bengali
১. আপনি শ্রেনিতে ছোটো গল্প পড়াচ্ছেন। একজন শিক্ষার্থী আনমনা গালে হাত দিয়ে জানালার বাইরে আকাশে তাকিয়ে আছে। কেন?
ক) গল্পটি আকর্ষণীয় নয়। খ) গল্পের কোনো চরিত্র নিয়ে ভাবছে। গ) আকাশ তার ভালো লাগে। ঘ) একটু আগে তাকে বকাঝকা করা হয়েছে।
২. ‘পোড়হাট’ শব্দের ব্যাসবাক্য হল-
ক) পোড়া যে হাট খ) পোড়া নামক হাট। গ) পোড়া হাট গ) যে পোড়া সেই হাট
৩. কোন্টিকে অন্য তিনিটি থেকে আলাদা করা যায়?
ক) লিখন খ) কথন গ) শ্রবণ ঘ) পঠন
[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]
৪. পড়ার ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দেবেন?
ক) সঠিক উচ্চারণ খ) সঠিক বিরাম গ) সঠিক ছন্দ ঘ) সবকটি
৫. ‘বিষের বাঁশি’ কার কাব্যগ্রন্থ?
ক) মোহিতলাল মজুমদার খ) কাজী নজরুল ইসলাম গ) সত্যেন্দ্রনাথ বসু ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
Second Language: English
1. Motivation may come from-
a. Instinct b. Attitude c. Stimulus d. Several sources stimulus
2. There ___both the challenge and the secret of success.
a. Lie b. Lay c. Lied d. Laid
আরও পড়ুন– বিষয় : শিশু মনস্তত্ত্ব
3. Select the opposite word (Qualam)
a. confidence b. argument c. praise d. balm
4. To keeps one’s temper- means
a. To become hungry b. To be in good mood c. To preserve ones energy d. To be aloof from
5. Students, who are weak in English literature, need to-
a. Improve stock words b. read simple English c. Learn spoken English d. Take part in discussion
Mathematics
১. বৃত্তের ব্যাসার্ধ ৬% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফলের শতকরা কী পরিমান বৃদ্ধি হবে?
ক) ০.৩৬% খ) ১২.৩৬% গ) ৩.৬% ঘ) ৩৬%
২. (7.5×7.5+37.5+2.5×2.5) এর মান কত?
ক) 100 খ) 80 গ) 60 ঘ) 30
Read More: প্রাথমিক টেট বিগত বছরের প্রশ্ন PDF (2013-2021)
Read More: প্রাথমিক টেটের জন্য কি কি বই পড়বেন? ক্লিক করুণ
৩. তিনটি সংখ্যার গসাগু ৬ এবং লসাগু ৪২০, দুটি সংখ্যার ১২ এবং ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
ক) ৭০ খ) ১৮ গ) ৪২ ঘ) ২১
৪. কোনো জিনিসের ওপর পর পর দুবার ৩০% ও ২৫% ছাড় দিলে, মোট কত ছাড় দেওয়া হল?
ক) ৪৫ খ) ৫৫ গ) ৪৭.৫ ঘ) ৫২.৫ শতাংশ
৫. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত ৫ : ৩। সংখ্যাগুলির অনুপাত কত?
ক) ৫:১ খ) ৬:৫ গ) ৪:১ ঘ) ১:৪
Environment Studies
১. রাষ্ট্রসংঘের মানবাধিকার সম্পর্কিত সর্বজীবন ঘোষোণা কার্যকরী হয় –
ক) ১৯৮২ খ) ১৯৭৫ গ) ১৯৭৬ ঘ০ ১৯৪৬
২. শীতঘুমের সময় ব্যাঙ শ্বাসকার্য চালায়-
ক) ফুসফুস দ্বারা খ) ত্বক দ্বারা গ) বহিঃফুলকা দ্বারা ঘ) বায়ুনল দ্বারা
৩. ভারতবর্ষে কাঠ ও জৈব জ্বালানি থেকে মোট শক্তির চাহিদার কত শতাংশ আসে?
ক) ৫০ খ) ৩০ গ) ৪০ ঘ) ২০ %
৪. প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডারের প্রায় অর্ধেক আছে কোথায়?
ক) ইউরোপের দেশগুলিতে খ) মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গ) আফ্রিকাতে ঘ) কোনোটিতে নয়
৫. নীচের কোনটি চিরহরিৎ প্রজাতির বৃক্ষ?
ক) মেহগনি খ) শাল গ) বার্চ ঘ) ম্যাপল
উত্তর গুলি দেখে নিন-
১ Child Development and Pedagogy– গ, গ, ক, গ, ঘ
২. First Language Bengali- খ, ক, খ, ঘ, খ
৩. Second Language: English– d, b, a, b, a
৪. Mathematics– খ, ক, গ, গ, গ
৫. Environment Studies– গ, খ, গ, খ, ক
আপনার জন্য আরও রয়েছে!
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
Pingback: WB Primary TET Syllabus 2022 PDF | প্রাথমিক TET সিলেবাস 2022
Pingback: প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট | শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা পর্ব-1