সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (নভেম্বরের চতুর্থ সপ্তাহ, ২০১৭)
সকলকে নমস্কার জানাই। সকলে নিশ্চই ভালো আছেন। স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। যেগুলি সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবি প্রয়োজনীয় একটি বিষয়। আমরা আজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৯ শে নভেম্বর থেকে ২৭শে নভেম্বরের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ন ঘটনার শিরোনাম গুলি আপনাদের সামনে তুলে ধরবো।
১. ATP ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জিতলেন বুলগেরিয়ার “গ্রেগর ডিমিট্রভ”।
২. এখন থেকে বৃহস্পতিবার থেকে রবিবার- এই চারদিন করে রাষ্ট্রপতি ভবন দর্শকদের জন্য খোলা রাখা থাকবে।
৩. ভারতীয় বিমানবাহিনীর (IAF) C 130 J হারকিউলিস টানা ১৩ ঘন্টা ৩১ মিনিট চালিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করল।
৪. ইংরেজি, হিন্দি ছাড়া ও একমাত্র আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতি ভাষা স্বীকৃতি পেল। JEE (মেইন) পরীক্ষার বিজ্ঞপ্তিতে।
৫. সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন, পর্যটকদের জন্য তাজমহলের কাছে পার্কিং লট বানানোর দরকার নেই, হেঁটেই যেতে হবে।
৬. হংকং ওপেন সুপার সিরিজে ফাইনালে হেরে রানার্স ট্রফি পেলো পি. ভি. সিন্ধু।
৭. ডিসেম্বর ২০১৮ সালে বাঙালির বিখ্যাত মিষ্টি ‘রসগোল্লা’র দেড়শতম ‘আবিষ্কারজয়ন্তী’। তাই এই উপলক্ষ্যে রসগোল্লার আবিষ্কারক হিসাবে পরিচিত নবীনচন্দ্র দাস কে নিয়ে একটি জীবনীমূলক তথ্যচিত্র তৈরি করবেন সিদ্ধান্ত নিয়েছেন নন্দিতা রায়।
৮. ক্রমশ আইন মসৃন করছে ইরান, আন্তর্জাতিক স্তরে মহিলাদের ভারোত্তোলনের জন্য অনুমতি দিয়ে দিল ইরান।
৯. রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ে পুনর্নির্বাচিত হলেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারী।
১০. প্রয়াত হলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জানা নোভোটনা (৪৯) ।
১১. ‘মোটরগাড়ির শহর’ হিসাবে পরিচিত আমেরিকা যুক্টরাষ্ট্রের ডেট্রয়েতে গাড়িনির্মাণ কারখানা খুলল ভারতীয় মোটরগাড়ি নির্মাতা সংস্থা ‘মাহিন্দ্রা’।
১২. ২০১৮ সালটিকে “আন্তর্জাতিক জোয়ার বর্ষ”(Millets Year) হিসেবে চিহ্নিত করার জন্য সম্মিলিত জাতিপূঞ্জের কাছে আবেদন করল ভারত।
১৩. প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতের অন্যতম জনপ্রিয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি।
১৪. এক বছরে ১০টি সেঞ্চুরি করে রিকি পন্টিং এর এক বছরে করা ৯টি সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ভিরাট কোহলি।
আরোও পড়ুন- সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (Weekly Current Affairs November, 2017)
১৫. শোনা যাচ্ছে লক্ষৌ-এর দূষণ মাত্রা কমানোর লক্ষ নিয়ে কৃত্রিম বৃষ্টিপাত করার উদ্যোগ নিতে চলেছে আই.আই.টি কানপুর।
১৬. হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বললেন মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী ছিল্লারকে রাজ্য সরকারের যেকোনো দপ্তরে মনের মত পদ দেবেন।
১৭. সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতছেন ঋতু ফোগাট।
১৮. চতুর্থ বারের জন্য ইউরোপীয় ‘গোল্ডেন শু’ পেয়ে রোনাল্ডো কে ধরে ফেললেন লিওনেল মেসি।
১৯. সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের জন্য বর্ধিত বেতনক্রম মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
২০. ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড- ২০১৮ সাল অনুসারে, বিশ্বের সর্বাধিক দর্শনার্থী আসার অনুসারে ভারতের প্রথম স্থানে রয়েছে অমৃতসরের স্বর্ণমন্দিরে।
২১. বিশ্ব বিখ্যাত সার্চ ইঞ্জিন হিসাবে খ্যাত গুগুল ঘোষোনা করেছে ভারতীয় ছাত্র এবং ডেভেলপারদের ১.৩ লক্ষ স্কলারশিপ দেবে।
২২. এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রাজকুমার রাও তাঁর ‘নিউটন’ ছবির জন্য।
২৩. ‘স্বচ্ছতার প্রতীক’ হিসেবে চারমিনারকে নির্বাচন করল কেন্দ্র সরকার।
আরোও পড়ুন –সর্বাধিক নোবেল জয়ী পৃথিবীর মধ্যে প্রথম দশটি দেশ
২৪. FSSAI (ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া) জানালো প্রক্রিয়াজাত খাবারের বিজ্ঞাপনে ‘টাটকা’, ‘প্রাকৃতিক’ এইসব শব্দ বাদ দেওয়া হবে ।
২৫. কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। জানালেন ‘স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ‘(SAI)-এর নাম এবং ভূমিকা পরিবর্তন করা হবে।
২৬. ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা বিমানচালক হলেন শুভাঙ্গি স্বরূপ।
২৭. ‘আমাজনে’ ই-কমার্স সংস্থার প্রতিষ্ঠাতা জেফ বেজোস হলেন বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমান ১০০ বিলিয়ন পৌঁছেছে।
২৮. কেন্দ্র সরকার জানালেন পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ওবিসি বিল পুনরুত্থান করবে।
২৯. বিশ্বের সেরা ৫টি ধনী দেশের তালিকা থেকে বাদ গেল ব্রিটেন। বিশ্ব অর্থনীতিতে নতুন ক্রম তালিকা এইরূপ- ১. আমেরিকা(১৯.৪ টিলিয়ন ডলার), ২. চীন(১১.৯ টিলিয়ন ডলার), ৩. জাপান (৪.৯ টিলিয়ন ডলার), ৪. জার্মানি(৩.৭ টিলিয়ন ডলার) এবং ৫. ফ্রান্স(২.৫৭ টিলিয়ন্ ডলার), ৬. ব্রিটেন (২.৫৬ টিলিয়ন ডলার)। ভারত রয়েছে সপ্তম স্থানে (২.৪ টিলিয়ন ডলার)।
৩০. পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের উদ্দেশ্যে ভারত বিশ্ব ব্যাংকের কাছে ৬৩০ কোটি টাকার ঋণ নিল।
৩১. আগামী ৭ই ডিসেম্বর দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে “আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে” পালন করার নির্দেশ দিল ইউ জি সি(UGC)।
৩২. সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার প্রতিবাদে ত্রিপুরার বেশিরভাগ সংবাদপত্রের সম্পাদকীয় কলাম ফাঁকা রেখে প্রতিবাদ করা হল।
৩৩. সুপ্রিম কোর্টে কারো ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়না তাই সিসিটিভি লাগানো যেতেই পারে, বলল সুপ্রীম কোর্ট।
৩৪. ১০০ টিরও বেশি সরকারী পরিষেবা অন্তর্ভুক্ত রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “উমং” নামক একটি এপ্লিক্যাশনের শুভ সূচনা করলেন।
৩৫. অধিনায়ক হিসাবে ১২ সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একি সাথে ৫ টি ডবল সেঞ্চুরি ও করেন তিনি।
৩৬. যুব বিশ্বকাপে সর্বকালের সেরা ফল করে মেয়েদের জুনিয়র বক্সিং এ পাঁচটি সোনা জিতলো ভারত।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন ক্লিক করুন এখানে