ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকা ২০২১ | List of Nationalised Banks In India

পোস্টটি শেয়ার করুন
Rate this post

*** ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকা

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকা : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন (RBI Act, 1934) বলে, ১৯৩৫ সালের ১ এপ্রিল এই ব্যাংক স্থাপিত হয়েছিল। বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর সদর দপ্তর মুম্বাই তে। সরকারের উন্নয়ন নীতির ক্ষেত্রেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারতীয় ব্যাংকিং খাতের অন্যতম বড় পদক্ষেপ যা ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিথারমন ঘোষণা করেছিলেন যে দশটি ব্যাংককে চারটিতে সংশ্লেষ করতে হবে এবং ২০২০ সালের ১ লা এপ্রিল এই ঘোষণা কার্যকর হয়। বর্তমানে সরকারী খাতের ব্যাংকের সংখ্যা ২৭ থেকে কমিয়ে ১২ এ নামানো হয়েছে।

বর্তমানে ভারতের পাবলিক সেক্টর ব্যাঙ্কের কিছু তথ্য-

  • এপ্রিল ২০১৯ এ, বিজয়া ব্যাংক এবং ডেনা ব্যাংককে ব্যাঙ্ক অফ বরোদার সাথে একীভূত করা হয়েছিল।
  • ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া দুটি ব্যাঙ্ককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সাথে সংযুক্তিকরণ করা হয়েছে।
  • সিন্ডিকেট ব্যাংক ক্যানারা ব্যাংক এর সাথে সংযুক্ত করা হয়েছে।
  • এলাহাবাদ ব্যাংক বর্তমানে ইন্ডিয়ান ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
  • অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এর সাথে সংযুক্তিকরণ করা হয়েছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকা ২০২১

ক্র. নং.নামস্থাপিতসদর দপ্তরট্যাগ লাইন
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক১৮৯৪নতুন দিল্লীThe Name you can Bank Upon
ব্যাংক অফ ইন্ডিয়া১৯০৬মুম্বই, মহারাষ্ট্রRelationships beyond Banking
ক্যানারা ব্যাংক১৯০৬ব্যাঙ্গালুরু, কর্ণাটকTogether we can
ইন্ডিয়ান ব্যাংক১৯০৭চেন্নাই, তামিলনাড়ুYour Tech-friendly bank
ব্যাংক অফ বরোদা১৯০৮ভোদোদরা, গুকরাটIndia’s International Bank
পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক১৯০৮নতুন দিল্লীWhere Service Is A Way Of Life
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া১৯১১মুম্বই, মহারাষ্ট্রCentral To you Since 1911, Build A Better Life Around Us
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া১৯১৯মুম্বই, মহারাষ্ট্রGood people to bank with
ব্যাংক অফ মহারাষ্ট্র১৯৩৫পুণে,মহারাষ্ট্রOne Family One Bank
১০ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক১৯৩৭চেন্নাই, তামিলনাড়ুGood people to grow with
১১ইউকো ব্যাঙ্ক১৯৪৩কলকাতা, পশ্চিমবঙ্গHonors Your Trust
১২ভারতীয় স্টেট ব্যাংক১৯৫৫মুম্বই, মহারাষ্ট্রWith you all the way, Pure Banking Nothing Else, The Nation’s banks on us

List of Nationalised Banks In India PDF Download

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকা ২০২১ | List of Nationalised Banks In India

  • February 10, 2022 at 5:06 pm
    Permalink

    Indian polity je boi tar PDF upload kora hoyeche.oi boi ta kinte chai..writer er Name ki?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!