list of First in India free pdf in bengali || ভারতের প্রথম ঘটনাবলি প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

list of First in India free pdf in bengali

নমস্কার, স্বাগতম স্টুডেন্টস কেয়ারের সকল পাঠকদের। বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে ভারতের প্রথম ঘটনাবলি থেকে এক্টি-দুইটি করে প্রশ্ন থেকেই থাকে। তাই এই বিষয়গুলি আমাদের জেনে রাখা খুবই জুরুরী। আজ আমরা ভারতের বিভিন্ন প্রথম ঘটনাবলি (300+ list of First in India free pdf in bengali ) গুলি জানবো। সাথে ৩০০+ এমন ঘটনাবলির সম্পূর্ণ তালিকার PDF বিনামূল্যে আপনাদের প্রদান করবো। বিভাগটিকে দুইটি পর্বে ভাগ করে প্রকাশ করা হল। দ্বিতীয় পর্বে সম্পূর্ণ PDF টি আপনারা ডাউনলোড করতে পেরে যাবেন। ভারতের প্রথম ঘটনাবলি দ্বিতীয় পর্ব ও সাথে PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ 

১. 1764 সালে বোম্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাকঘর প্রতিষ্ঠা করে।

২. 1780 সালে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

৩. 1837 সালে প্রথম ভারতীয় ডাকঘর চালু হয়।।

Join us on Telegram

৪. 1852 সালে পোস্টাল স্ট্যাম্প প্রথম প্রচলন হয়।

৫. 1851 সালে পরীক্ষামূলকভাবে প্রথম ইলেকট্রিক টেলিগ্রাফ লাইন চালু হয় (কলকাতা থেকে ডায়মন্ড হারবার)।

৬. 1853 সালে 16 এপ্রিল প্রথম রেল চলাচল শুরু হয়েছিল (মুম্বাই থেকে থানে)।

৭. 1854 সালে বোম্বাইয়ে ভারতের প্রথম সুতা মিল স্থাপিত হয়।

৮. 1870 সালে কুলটিতে প্রথম ব্লাস্ট ফার্নেস তৈরি করে আধুনিক স্টিল উৎপাদন শুরু হয়।

৯. 1904 সালে চেন্নাইয়ে ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়।

১০. 1907 সালে জামশেদপুরে ভারতের প্রথম আয়রন অ্যান্ড স্টিল কারখানা স্থাপিত হয়।

১১. 1925 সালে 3 ফেব্রুয়ারি প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়।

১২. 1930 সালে অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয়।

১৩. মধ্যপ্রদেশের নেপানগর ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয়।

১৪. 1959 সালের 15 সেপ্টেম্বর দিল্লিতে পরীক্ষামূলকভাবে টেলিভিশন শুরু হয়।

১৫. 1969 সালে তারাপুরে প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু হয়।

১৬. 1974 সালে 18 মে প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়।

১৭. 1975 সালে 19 এপ্রিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করা হয়।

১৮. 1984 সালে ভারতে (কলকাতায়) প্রথম মেট্রো রেল চালু হয়। .

১৯. 1987 সালে মুম্বাইয়ে HSBC প্রথম ATM চালু করে।

২০. 1995 সালে 14 আগস্ট ভারতের প্রথম ইন্টারনেট চালু হয়েছিল (BSNL দ্বারা)I

২১. 1990 সালে বিদ্যুৎ উৎপাদনে কেরলের এর্নাকুলাম জেলা শিক্ষার হার 100 শতাংশ পৌঁছায়।

২২. 2008 সালে 22 অক্টোবর ভারতের প্রথম চন্দ্রাভিযান ‘চন্দ্রযান-1’ প্রেরণ করা হয়েছিল।

২৩. 2013 সালে 5 নভেম্বর মঙ্গল যান ‘MOM’ মঙ্গল গ্রহে প্রথম প্রেরণ করা হয়েছিল।

২৪. 2016 সালে 31 ডিসেম্বর থেকে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে গোয়া ক্যাশলেস লেনদেন চালু করে।

২৫. ভারতের প্রথম ডিজিটাল জেলা হল নাগপুর।

২৬. প্রথম শিশুদের আদালত প্রতিষ্ঠিত হয় হায়দরাবাদে।

২৭. হরিয়ানা প্রথম রাজ্য হিসেবে সপ্তম পে কমিশনের সুবিধা বাস্তবায়িত করে।

২৮. ভারতের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্রের সমস্ত জেলায় সাইবার পুলিশ স্টেশন চালু হয়।

২৯. ভারতের মধ্যে প্রথম মহারাষ্ট্রে ফ্লাই অ্যাশ ব্যবহার নীতি চালু হয়েছে।

৩০. ভারতের মধ্যে প্রথম জলের তলায় রেস্টুরেন্ট গড়ে ওঠে আহমেদাবাদে।

৩১. ভারতের মধ্যে প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে ভাদোদরায়।

৩২. ভারতের প্রথম রেল স্বয়ং পরিবহণ ও সরবরাহ কেন্দ্র চেন্নাই।

৩৩. ভারতের প্রথম প্রতিরক্ষা পার্ক কেরলের ঠাপালাম।

৩৪. ভারতের প্রথম এলসিডি প্যানেল প্লান্ট চালু হয় মহারাষ্ট্রে।

৩৫. ভারতের প্রথম সিভিল এভিয়েশন পার্ক গড়ে ওঠে গুজরাটে।

৩৬. ভারতের প্রথম মহাকাশ উদ্যান গড়ে ওঠে বেঙ্গালুরুতে।

৩৭. ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হল কেরল।

৩৮. ভারতের মধ্যে প্রথম টাইগার সেল তৈরি হয় দেরাদুনে।

৩৯. ‘উজ্জ্বলা’ প্রকল্পের আওতায় 2 কোটি এলইডি বাল্ব বিতরণ করে প্রথম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় গুজরাট।

৪০. অমৃতসরের নিকট হরিকে জলাভূমিতে পাঞ্জাব সরকার ভারতের প্রথম অ্যাম্ফিবিয়াস বাস প্রকল্প চালু করেছে।

৪১. হিমাচল প্রদেশের সিমলা প্রথম সাইবার ক্রাইম থানা চালু হয়েছে।

৪২. অসমের প্রথম জেলা হিসেবে হাইলাকান্দি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চা বাগান শ্রমিকদের বেতন প্রদান করে।

৪৩. দেশের মধ্যে প্রথম ই-বিধানসভা কেন্দ্র হিমাচল প্রদেশের কাংরা জেলার পালমপুর বিধানসভা কেন্দ্র।

৪৪. ঝাড়খণ্ড দেশের প্রথম রাজ্য হিসেবে কেরোসিন তেলে সরাসরি ভর্তুকি ব্যবস্থা বাস্তবায়িত করে।

৪৫. ভারতের প্রথম লাইভ পেমেন্ট ব্যাঙ্ক হল রাজস্থানের এয়ারটেল।

৪৬. ভারতে প্রথম চেরি ফুলের উৎসব শুরু হয় মেঘালয়ে।

৪৭. উত্তরপ্রদেশের কানপুরে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল প্রতিষ্ঠিত হয়।

৪৮. বিশ্বের সবচেয়ে লম্বা গার্ডার রেলসেতু তৈরি হয় ভারতের মণিপুরে।

৪৯. ভারতে প্রথম ভূগর্ভস্থ জাদুঘর গড়ে ওঠে নিউ দিল্লিতে।

৫০. ভারতের প্রথম উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হল সিকিম।

৫১. এশিয়া তথা ভারতের বৃহত্তম জঙ্গল সাফারি ছত্তিশগড়ের নয়া রায়পুর।

৫২. এশিয়া তথা ভারতের প্রথম দীর্ঘতম সাইকেল হাইওয়ে চালু হয় উত্তরপ্রদেশে।

৫৩. ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হল গুজরাটের অকোদারা গ্রাম।

৫৪. ভারতে প্রথম LNG (Liquified Natural Gas) বাস চালু হয় কেরালাতে।.

৫৫. ভারতে প্রথম দ্বীপ জেলা হল অসমের মাজুলি।

৫৬. প্রথম ওয়াইফাই হটস্পট গ্রাম হল হরিয়ানার গুমথালা গারহু।

৫৭. প্রথম রাজ্য হিসেবে রাজস্থান ড্রেনের ময়লা এবং জলনীতি অনুমোদোন দেয়।

৫৮. প্রথম রাজ্য হিসেবে রাজস্থান রাস্তায় আলো জাতীয় কর্মসূচি গ্রহণ করে।

৫৯. ভারতের প্রথম হ্যাপি জংশন বিহারের সোনপুর।

৬০. কেরলের বৈকম জেলায় ভারতের প্রথম সৌরচালিত নৌকা পরিষেবা চালু হয়েছে।

ভারতের প্রথম ঘটনাবলি Free PDF Download Now

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!