37+ ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা PDF FREE

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে ইতিহাস বিভাগ থেকে ভারতের ইতিহাস থেকে বিভিন্ন ঐতিহাসিক সন্ধি বা চুক্তি (Historic Treaties And Agreements Of India PDF) গুলি প্রায় এসে থাকে। তাই একটি সমগ্র তালিকার আকারে আপনাদের সুবিধার্থে একটি পোস্ট করলাম। ভাল লাগলে পোস্টটি সকলের সাথে শেয়ার করে নেবেন। আজকের পর্বে 37+ গুরুত্বপূর্ণ ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা PDF (Important Treaties in the History of India in Bengali PDF) দেওয়া হল।

এই বিভাগ থেকে ঠিক কেমন ধরণের প্রশ্ন আসে একবার দেখে নেওয়া যাক।

1) আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং কত সাথে হয়েছিল?

1756 খ্রিস্টাব্দের 20 জুন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হারিয়ে কলকাতা নিজের দখলে নেয় এবং কলকাতার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন ‘আলিনগর‘। এর পর রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা পুনর্দখল করে। পরবর্তীকালে পুনরায় সিরাজউদ্দৌলা কলকাতা দখল করার জন্য অভিযান চালিয়ে ব্যর্থ হন।

এর ফলাফল হিসাবে 1757 সালের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ এর মধ্যে তৎকালিন আলিনগর (বর্তমান কলকাতা)-এ আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়

Join us on Telegram

2) বেসিনের সন্ধি কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

1800 সালে মহারাষ্ট্রে গৃহ বিবাদের সূচনা হলে, যশোবন্ত রাও হোলকার ও দৌলত রাও সিন্ধিয়ার মধ্যে বিরোধ বাধলে পেশোয়া দ্বিতীয় বাজীরাও সিন্ধিয়ার পক্ষ নেন । এতে হােলকার ক্ষুব্ধ হয়ে পুনা আক্রমণ করে এবং পেশােয়া ও সিন্ধিয়ার বাহিনীকে পরাজিত করে। এর ফলে দ্বিতীয় বাজীরাও তাঁর পেশোয়া পদ রক্ষা করার জন্য ইংরেজের সাহায্যপ্রার্থী হন।

এমতাবস্থায় 1802 সালের 31শে ডিসেম্বর পেশোয়া দ্বিতীয় বাজীরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে “বেসিনের সন্ধি” স্বাক্ষরিত হয়, এবং ওয়েলেসলি দ্বারা আরোপিত অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে বাধ্য হন।

3) সলবাই চুক্তি কাদের মধ্যে কবে স্বাক্ষরিত হয়?

ওয়ারগাঁও এর সন্ধি না মেনে ওয়ারেন হেস্টিংস মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। কিন্তু দীর্ঘস্থায়ী ও ফলহীন এই যুদ্ধের অবসানের জন্য দীর্ঘ আলোচনার পর মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় সলবাই নামক স্থানে মহাদাজি সিন্ধির মধ্যস্থতায় মারাঠা দের পক্ষে নানা ফড়নবিস এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 17ই মে 1782 সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয়।

4) ‘পুরন্দর সন্ধি’ কার কার মধ্যে কবে স্বাক্ষরিত হয়েছিল?

11 জুন 1665 সালে মুঘল সেনাপতি জয় সিংহ -এর সাথে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে ‘ পুরন্দরের সন্ধি ‘ স্বাক্ষর হয়।

৫) শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?

 1793 খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল।

6) ম্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?

দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটিয়ে 11 মার্চ 1784 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়।

7) অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে হয়?

1809 খ্রিস্টাব্দে পাঞ্জাব কেশরী রণজিত সিংহ এবং ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মধ্যে অমৃতসরের চুক্তি সাক্ষরিত হয়

8) সুরাটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

1775 সালে, ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও এর মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়

9) লাহোর চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল ?

1846 সালে, ইংরেজ ও শিখদের মধ্যে লাহোর চুক্তি সাক্ষরিত হয়েছিল।

10) সুরাটের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল?

মহারাষ্ট্রে মারাঠাদের গৃহ বিবাদের সুযোগ নিয়ে ওই অঞ্চলে ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহী ছিল বোম্বাই এর ইংরেজ কোম্পানি । এরই ফলাফল হিসাবে ইংরেজরা লুফে নেয় এবং রঘুনাথ রাও এর সাথে ‘সুরাটের সন্ধি’ স্বাক্ষর করে 1775 সালে। এই সন্ধির মাধ্যমে ইংরেজরা রঘুনাথকে ‘পেশোয়া’ পদ দেওয়ার প্রতিশ্রুতি দেোয়া হয়েছিল।

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা

#সন্ধির নামবর্ষঅংশগ্রণকারী
01আসুরার আলি সন্ধি১৬৩৯মুঘল ও আহম রাজবংশের মধ্যে
02ওয়ার্নার সন্ধি ১৭৩১দ্বিতীয় শম্ভুজী ও শাহের মধ্যে।
03আই-লা-শ্যাপেলের সন্ধি১৭৪৮ইংরেজ ও ফরাসির মধ্যে
04আলিনগরের সন্ধি ১৭৫৭ইস্ট ইন্ডিয়া কোম্পানি (রবার্ট ক্লাইভ) ও সিরাজ-উদ-দৌল্লার মধ্যে।
05সলবাই- এর সন্ধি ১৭৮২ইংরেজ ও মারাঠাদের মধ্যে।
06শ্রীরঙ্গপত্তমের সন্ধি১৭৯২ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।
07এলাহাবাদের প্রথম সন্ধি ১৭৬৫রবার্ট ক্লাইভ ও অযোধ্যার রাজা সুজাউদ্দৌলা
08এলাহাবাদের দ্বিতীয় সন্ধি ১৭৬৫রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ আলম
09বেসিনের সন্ধি১৮০২পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে।
10ত্রিশক্তি চুক্তি১৭৮৭মারাঠা, নিজাম ও ইংরেজদের মধ্যে।
11প্যারিসের চুক্তি১৭৬৩ইংরেজ ও ফরাসীদের মধ্যে।
12ইয়ান্দাবুরের সন্ধি১৮২৬ইংরেজ ও ব্রহ্মরাজের মধ্যে।
13লাহোর সন্ধি১৮০৬রঞ্জিত সিং ও ইংরেজ সেনাপতির মধ্যে
14গন্ডমার্কের সন্ধি১৮৭৯লর্ড লিটন ও ইয়াকুব খাঁ এর মধ্যে।
15পুরন্দরের সন্ধি১৬৬৫শিবাজী ও মুঘল সেনাপতি জয় সিংহের মধ্যে।
১৬.অমৃতসরের সন্ধি১৮০৯চার্লস মেটাকফ ও রঞ্জিত সিংহ।
17সগৌলির সন্ধি১৮১৬নেপালরাজ ও ইংরেজ।
18লক্ষ্ণৌ সন্ধি১৯১৬কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।
19পুনা সন্ধি১৯০২বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে।
20গান্ধী ও আরউইন চুক্তি১৯৩১গান্ধী ও আরউইন।
21দেওগাঁও এর সন্ধি১৮০৫ইংরেজ ও মারাঠাদের মধ্যে
22পেশোয়ারের সন্ধি১৮৪৬ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আফগানদের (দোস্ত মহম্মদ) মধ্যে
23সুরাটের সন্ধি১৭৭৫ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও এর মধ্যে।
24মাদ্রাজের সন্ধি১৭৬৯হায়দার আলি ও ইংরেজদের মধ্যে।
25পন্ডিচেরীর সন্ধি১৭৫৪ইংরেজ ও ফরাসিদের মধ্যে
26আলিনগর সন্ধি১৭৫৭ইংরেজ ও সিরাজুদ্দৌলার মধ্যে
27ভিরওয়ালের সন্ধি১৮৪৬ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহারাজা দলীপ সিং এর মধ্যে
28গন্ডোমার্ক সন্ধি১৮৭৯ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আফগানদের মধ্যে
29মুঙ্গিসেও গাঁও সন্ধি১৭২৮নিজাম ও মারাঠা
30দোরহা সরাই সন্ধি১৭৩৮নিজাম ও মারাঠা
31শালিমার চুক্তি১৭৩৯তৃতীয় মহম্মদ শাহ ও নাদীর সাহের মধ্যে
32সাঙ্গোলার চুক্তি১৭৬০ছত্রপতি রামরাজা ও পেশোয়া বালাজি বাজিরাও এর মধ্যে
33মাদ্রাজের সন্ধি১৭৬৯হায়দর আলি ও ইংরেজদের মধ্যে
34সুরাটের সন্ধি১৭৭৫মারাঠা ও ইংরেজদের মধ্যে
35সুরজ অর্জনগাঁও এর সন্ধি১৮০৩সিন্ধীয়া সুরজি ও ওয়েলেসলি
36সলবাই চুক্তি১৭৮২ইঙ্গ ও মারাঠা দের পক্ষে নানা ফড়নবিস
37ম্যাঙ্গালোরের সন্ধি১৭৮৩ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।
ভারতের ঐতিহাসিক সন্ধি তালিকা

আরও পড়ুনঃ

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা PDF Download Link

ভারতের ঐতিহাসিক সন্ধি (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!