ভারতের ঐতিহাসিক সন্ধি /চুক্তি || ৩৬ টি সন্ধির নাম, সালের তালিকা
ভারতের ঐতিহাসিক সন্ধি
বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে ইতিহাস বিভাগ থেকে ভারতের ইতিহাস থেকে বিভিন্ন ঐতিহাসিক সন্ধি বা চুক্তি গুলি প্রায় এসে থাকে। আমরা অনেকেই পারিনা বা আমাদের জানা থাকেনা। তাই একটি সমগ্র তালিকার আকারে আপনাদের সুবিধার্থে একটি পোস্ট করলাম। ভাল লাগলে পোস্টটি সকলের সাথে শেয়ার করে নেবেন। আজকের পর্ব ভারতের ঐতিহাসিক সন্ধি-
সন্ধির নাম | বর্ষ | যাঁদের মধ্যে হয়েছিল | |
---|---|---|---|
০১. | আসুরার আলি সন্ধি | ১৬৩৯ | মুঘল ও আহম রাজবংশের মধ্যে |
০২. | ওয়ার্নার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল | ১৭৩১ | দ্বিতীয় শম্ভুজী ও শাহের মধ্যে। |
০৩. | আই-লা-শ্যাপেলের সন্ধি | ১৭৪৮ | ইংরেজ ও ফরাসির মধ্যে |
০৪. | আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল | ১৭৫৭ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ-উদ-দৌল্লার মধ্যে। |
০৫. | সলবাই- এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল | ১৭৮২ | ইংরেজ ও মারাঠাদের মধ্যে। |
০৬. | শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল | ১৭৯২ | ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। |
০৭. | বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল | ১৮০২ | পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। |
০৮. | বেসিনের সন্ধি | ১৮০২ | পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। |
০৯. | ত্রিশক্তি চুক্তি | ১৭৮৭ | মারাঠা, নিজাম ও ইংরেজদের মধ্যে। |
১০. | প্যারিসের চুক্তি | ১৭৬৩ | ইংরেজ ও ফরাসীদের মধ্যে। |
১১. | ম্যাঙ্গালোরের সন্ধি | ১৭৮৩ | ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। |
১২. | ইয়ান্দাবুরের সন্ধি | ১৮২৬ | ইংরেজ ও ব্রহ্মরাজের মধ্যে। |
১৩. | লাহোর সন্ধি | ১৮০৬ | রঞ্জিত সিং ও ইংরেজ সেনাপতির মধ্যে |
১৪. | গন্ডমার্কের সন্ধি | ১৮৭৯ | লর্ড লিটন ও ইয়াকুব খাঁ এর মধ্যে। |
১৫. | পুরন্দরের সন্ধি | ১৬৬৫ | শিবাজী ও মুঘল সেনাপতি জয় সিংহের মধ্যে। |
১৬. | অমৃতসরের সন্ধি | ১৮০৯ | চার্লস মেটাকফ ও রঞ্জিত সিংহ। |
১৭. | সগৌলির সন্ধি | ১৮১৬ | নেপালরাজ ও ইংরেজ। |
১৮. | লক্ষ্ণৌ সন্ধি | ১৯১৬ | কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। |
১৯. | পুনা সন্ধি | ১৯০২ | বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে। |
২০. | গান্ধী ও আরউইন চুক্তি | ১৯৩১ | গান্ধী ও আরউইন। |
২১. | দেওগাঁও এর সন্ধি | ১৮০৫ | ইংরেজ ও মারাঠাদের মধ্যে |
২২. | পেশোয়ারের সন্ধি | ১৮৪৬ | ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আফগানদের (দোস্ত মহম্মদ) মধ্যে |
২৩. | সুরাটের সন্ধি | ১৭৭৫ | ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও এর মধ্যে। |
২৪. | মাদ্রাজের সন্ধি | ১৭৬৯ | হায়দার আলি ও ইংরেজদের মধ্যে। |
২৫. | পন্ডিচেরীর সন্ধি | ১৭৫৪ | ইংরেজ ও ফরাসিদের মধ্যে |
২৬. | আলিনগর সন্ধি | ১৭৫৭ | ইংরেজ ও সিরাজুদ্দৌলার মধ্যে |
২৭. | ভিরওয়ালের সন্ধি | ১৮৪৬ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহারাজা দলীপ সিং এর মধ্যে |
২৮. | গন্ডোমার্ক সন্ধি | ১৮৭৯ | ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আফগানদের মধ্যে |
২৯. | মুঙ্গিসেও গাঁও সন্ধি | ১৭২৮ | নিজাম ও মারাঠা |
৩০. | দোরহা সরাই সন্ধি | ১৭৩৮ | নিজাম ও মারাঠা |
৩১. | শালিমার চুক্তি | ১৭৩৯ | তৃতীয় মহম্মদ শাহ ও নাদীর সাহের মধ্যে |
৩২. | সাঙ্গোলার চুক্তি | ১৭৬০ | ছত্রপতি রামরাজা ও পেশোয়া বালাজি বাজিরাও এর মধ্যে |
৩৩. | মাদ্রাজের সন্ধি | ১৭৬৯ | হায়দর আলি ও ইংরেজদের মধ্যে |
৩৪. | সুরাটের সন্ধি | ১৭৭৫ | মারাঠা ও ইংরেজদের মধ্যে |
৩৫. | সুরজ অর্জনগাঁও এর সন্ধি | ১৮০৩ | অসই এর যুদ্ধে সিন্ধিরা ও ভোঁসলের মিলিত বাহিনীকে পরাজীত করে |
৩৬. | সলবাই চুক্তি | ১৭৮২ | ইঙ্গ ও মারাঠা |
আমাদের প্রকাশিত আরও পোস্টগুলি আপনি পড়ে দেখতে পারেন।
আরও পড়তে পারেন-
- রেলের গ্রুপ ডি প্রস্তুতি
- WBCS-প্রস্তুতি
- টেট প্রস্তুতি
- সাধারণ জ্ঞানের ভান্ডার
- রেলের গ্রুপ ডি অনলাইন মক টেস্ট
- প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট
ধন্যবাদ আপনাদের সকলকে। পোস্টটি ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। তাতে করে আমরা পরবর্তী পোস্ট প্রকাশে আগ্রহী হব। সঙ্গে থাকুন।
#ভারতের ইতিহাস, SLST History, WBCS History, ইতিহাস, ইতিহাস প্রস্তুতি,ভারতের ঐতিহাসিক সন্ধি, ভারতের ঐতিহাসিক যুদ্ধ