অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দেশ সমূহ, রানার্স, ঘটে যাওয়া সকল রেকর্ড
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ১৯৮৮ সালে অস্ট্রেলিয়াতে। সে বছর আয়োজক দেশ অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে প্রথম বারের জন্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতার শিরোনাম পেয়েছিল। এর পর আর কোনো অনূর্ধ্ব ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। তার পর প্রায় ১০ বছর পর কেটে যাওয়ার পর আবারও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ১৯৯৮ সালে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতল বাংলাদেশ দল। প্রথমবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেই চার বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য আইসিসি’র কোনও ট্রফি জিতল বাংলাদেশ।
আমরা আজ এই পোস্টের মাধ্যমে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের যাবতীয় ইতিহাস, রেকর্ড গুলি আপনাদের সানতে উপস্থাপন করছি। প্রথমেই আমরা জেনে নেবো ১৯৮৮ থেকে বর্তমান পর্যন্ত কে কে অনূর্ধ্ব ক্রিকেট বিশ্বকাপ জিতেছে তার একটি সম্পূর্ণ তালিকা।
→ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দেশের তালিকা
বছর | আয়োজক দেশ | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
১৯৮৮ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | পাকিস্তান |
১৯৯৮ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | নিউজিল্যান্ড |
২০০০ | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা |
২০০২ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা |
২০০৪ | বাংলাদেশ | পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ |
২০০৬ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ভারত |
২০০৮ | মালয়েশিয়া | ভারত | দক্ষিণ আফ্রিকা |
২০১০ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | পাকিস্তান |
২০১২ | অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া |
২০১৪ | আরব আমিরশাহী | দক্ষিণ আফ্রিকা | পাকিস্তান |
২০১৬ | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত |
২০১৮ | নিউজিল্যান্ড | ভারত | অস্ট্রেলিয়া |
২০২০ | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | ভারত |
২০২২ | উইন্ডিজ | TBD | TBD |
→ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজের তালিকা
সাল | দেশের নাম | খেলোয়ারের নাম |
1988 | – | Not awarded |
1998 | – | Not awarded |
2000 | India | Yuvraj Singh |
2002 | Zimbabwe | Tatenda Taibu |
2004 | India | Shikhar Dhawan |
2006 | India | Cheteshwar Pujara |
2008 | New Zealand | Tim Southee |
2010 | South Africa | Dominic Hendricks |
2012 | Australia | Will Bosisto |
2014 | South Africa | Aiden Markram |
2016 | Bangladesh | Mehedi Hasan |
2018 | India | Shubman Gill |
2020 | India | Yashasvi Jaiswal |
→ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচের তালিকা
সাল | খেলোয়ারের নাম | দেশের নাম |
1988 | Brett Williams | Australia |
1998 | Stephen Peters | England |
2000 | Reetinder Sodhi | India |
2002 | Aaron Bird | Australia |
2004 | Asif Iqbal | Pakistan |
2006 | Anwar Ali | Pakistan |
2008 | Ajitesh Argal | India |
2010 | Josh Hazlewood | Australia |
2012 | Unmukt Chand | India |
2014 | Corbin Bosch | South Africa |
2016 | Keacy Carty | West Indies |
2018 | Manjot Kalra | India |
2020 | Akbar Ali | Bangladesh |
→ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপ্যকের তালিকা
সাল | খেলোয়ারের নাম | উইকেট সংখ্যা |
1988 | * Wayne Holdswort (Aus) * Mushtaq Ahmed (Pak) |
19 |
1998 | * Ramnaresh Sarwan (WI) * Mluleki Nkala (Zim) |
16 |
2000 | Zahid Saeed (Pak) | 15 |
2002 | * Xavier Doherty (Aus) * Waddington Mwayenga (Zim) |
16 |
2004 | Enamul Haque Jnr (Ban) | 22 |
2006 | Moises Henriques (Aus) | 16 |
2008 | Wayne Parnell (SA) | 18 |
2010 | Raymond Haoda (PNG) | 15 |
2012 | Reece Topley (Eng) | 19 |
2014 | Anuk Fernando (SL) | 15 |
2016 | Fritz Coetzee (Nam) | 15 |
2018 | * Anukul Roy (Ind) * Qais Ahmed (Afg) *Faisal Jamkhandi (Can) |
14 |
2020 | Akbar Ali | 17 |
→ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত যাবতীয় রেকর্ড তালিকা
১. বিশ্বের প্রথম খেলোয়ার হিসাবে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন ভারতের খেলোয়ার যুবরাজ সিং (২০০০)।
২. বিশ্বের প্রথম খেলোয়ার হিসাবে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্র্যাড উইলিয়াম (১৯৮৮)।
[খেলার আরও খবর পড়ুন, মজার মজার তথ্য জানুন]
৩. অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়ার হলে ইংল্যান্ডের ইয়ন মরগান। তিনি মোট ৬০৬ রান করেছেন।
৪. একটি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের শিখর ধাওয়ান। তিনি ২০০৪ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ৫০৫ রান করেছিলেন।
৫. অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে মোট উইকেট প্রাপ্যকের তালিকাতে রয়েছেন অস্ট্রেলিয়ার মোইজেক হেনরিক ও আয়াল্যান্ডের জর্জ থমপসন। দুজনের মোট ২৭টি করে উইকেট পেয়েছেন।
৬. অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদা (১৯১)।
৭. অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে টানা ১১টি ম্যাচ জেতার রেকর্ডটি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের কাছে।
৮. অধীনায়ক হিসাবে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে “ম্যান অফ দ্য সিরিজ” হওয়ার কৃতিত্ব রয়েছে দুই জনের। এনারা হলেন, ভারতের অনমুক্ত চাঁদ (২০১২) এবং বাংলাদেশের আকবর আলি (২০২০)
৯. সবচেয়ে বেশিবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। মোট ৪ বার। এর পরের স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (৩বার)।
১০. সবচেয়ে বেশি বার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। মোট ৭ বার।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত তথ্যগুলি ভালো লেগে থাকলেপোস্টটি শেয়ার করে সকলকে দেখান। ধন্যবাদ আপনাকে।