Indian Geography-ভারতের ভূগোল পর্ব-১ : WBCS-প্রস্তুতি

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বর্তমান প্রতিযোগিতার পরিস্থিতিতে একটি চাকরী জোগার করা খামখেয়ালি ব্যপার নয়। এর জন্য চাই প্রচুর পরিশ্রম। এবং আপনাদের পরিশ্রমের অংশীদার হতে পেরে, আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরে আমরা গর্বিত। আমরা আমাদের WBCS বিভাগে প্রতিটি টপিক এর ওপর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করে চলেছি। তারই একটি ভাগ হল “ভারতের ভূগোল”। খুবি গুরুত্বপূর্ণ এবং নম্বর পাওয়ার একটি খুব ভালো বিভাগ এই “ভূগোল”। আজ ভূগোল বিভাগের প্রথম পর্বে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি-

১. ভারতের একটি পোল্ডার ভূমি অঞ্চলের নাম কী?

উঃ সুন্দরবন।

২. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?

উঃ মায়ানমার।।

Join us on Telegram

৩. লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম?

উঃ গুজরাট।

৪. টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?

উঃ হুগলীর ত্রিবেণীতে।

৫. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি?

উঃ টোবা।

৬. স্তেপ তৃণভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়?

উঃ চারনোজেম।

৭. ভারতের দক্ষিণীতম পাহাড়ের নাম কী?

উঃ পালানি।

৮. OPEC-গঠিত হয় কবে?

উঃ ১৯৬০।

৯. হড়পা বানের কারন কী?

উঃ মেঘ ভাঁঙা বৃষ্টি।

১০. ফ্রান্সের ভোজ কোন ধরণের পর্বতের উদাহরণ?

উঃ স্তুপ পর্বত।

১১. বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত?

উঃ ক্ষয়জাত পর্বত।

১২. বাব-এল-মান্দের প্রনালীটি কোন্‌ মহাসাগরে অবস্থিত?

উঃ ভারত।

১৩. ‘ডলফিন নোজ’ দেখা যায় কোন বন্দরে?

উঃ বিশাখাপত্তনম।

১৪. টিম্বা কী?

উঃ একপ্রকার বালির পাহাড়।

১৫. উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?

উঃ ৯০ ডিগ্রি।

১৬. পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ?

উঃ তীর্যক স্তুপ পর্বত।

১৭. পভ বাঁধ কোন নদীতে দেখা যায়?

উঃ বিপাশা নদী।

১৮. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী?

উঃ বার্গ।

১৯. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়?

উঃ শরৎ।

২০. জাপোটি গাছের আঠা কোন কাজে লাগে?

উঃ ভুইংগাম তৈরি হয়।

ধন্যবাদ আপনাদের, এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। আজ এই পর্যন্ত। পরের দিন আবারো এই ধরনের প্রশ্নের ভান্ডার নিয়ে হাজির হব আমরা। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা অবশ্যই আপনাদের চাহিদা, মতামত আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

4 thoughts on “Indian Geography-ভারতের ভূগোল পর্ব-১ : WBCS-প্রস্তুতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!