Geography GK in Bengali -ভূগোল সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর || সপ্তম পর্ব

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

Geography GK in Bengali

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য ভূগোল বিষয় থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি নিয়ে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। আজ ভূগোল প্রস্তুতির সপ্তম পর্ব। Geography GK in Bengali -র এই পর্বে আমরা আরও ৩০ প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং সাথে PDF টি বিনামূল্যে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো। PDF টি পোস্টের শেষে পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গের ভূগোলের সকল তথ্য গুলি আপনি জানতে চাইলে বাংলা ভাষায় একমাত্র ই-বুক West Bengal Geography e-Book টি আপনি সংগ্রহ করে রাখতে পারেন। বইটি সংগ্রহ করার জন্য এখানে ক্লিক করুণ।

১. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ দাও।

উঃ) সুন্দরবন অঞ্চলের জোয়ার ভাটার জল সিক্ত অংশের মৃত্তিকা ।

Join us on Telegram

২. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?

উঃ) In-Situ প্রক্রিয়া ।

৩. ভৃগু ঢাল বা খাঁড়া ঢালে ঢালের কৌণিক মান কত ?

উঃ) 40 ডিগ্রি বা তার অধিক।

৪. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?

উঃ) আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে।

[ভূগোলের জিকে বিগত পর্ব গুলি পড়ার জন্য এখানে ক্লিক করুণ]

৫. প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করলেও তার মূলে রয়েছে ঐশ্বরিক ইচ্ছা- এরূপ মতবাদ ভৌগোলিক চিন্তায় কি নামে পরিচিত ?

উঃ) থিওক্র্যাটিক মতবাদ।

৬. কোন পটভূমিতে মূলক ভূগোলের সূচনা হয় ?

উঃ) মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ ও কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলনের পটভূমিতে ।

৭. কোন দশক থেকে ভূগোলে ব্যাপক ভাবে ‘Statistic’ এর ব্যবহার আরম্ভ হয় ?

উঃ) 1950-60 এর দশকে।

৮. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?

উঃ) কার্ল মার্ক্স ।

৯. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে ভূগোলে কি বলা হয় ?

উঃ) অঞ্চল ।

১০.দূরত্ব কয় প্রকার ?

উঃ) তিন প্রকার।

১১. কোন স্তরে সমস্থিতিক ভারসাম্য অধিষ্ঠিত ?

উঃ) অ্যাস্থেনোস্ফিয়ারে।

১২. ভূকেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত ?

উঃ) 8000 ডিগ্রি সেন্টিগ্রেড।

১৩. পৃথিবীতে তপ্ত বিন্দুর (Hot Spot) সংখ্যা কত ?

উঃ) 21 টি ।

১৪. নদী মঞ্চ কয় প্রকার ?

উঃ) দুই প্রকার, জোড় নদী মঞ্চ ও বিজোড় নদী মঞ্চ।

১৫. জে.টি.হ্যাক কত বার ভূমিরূপ বিবর্তনের অচক্রীয় ধারণা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেন ?

উঃ) তিনবার, 1960,65 ও 66 সালে।

১৬. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী ।

উঃ) শোন।

১৭. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?

উঃ) লিওনার্দো-দ্য-ভিঞ্চি (খ্রিস্টীয় 15 শতক)।

১৮. একটি থোলয়েডের উদাহরণ দাও।

উঃ) ক্যারিবিয়ান সাগরের ম্যাটার্ণিক দ্বীপের মাউন্ট পিলি ।

১৯. ন্যুয়ে অর্দেন্তির গতিবেগ কত ?

উঃ) 40-50 মিটার/সেকেন্ড।

২০. ইন্দো-অস্ট্রেলীয় ও ইউরেশিয় পাতের সুচার লাইন কাকে ধরা হয় ?

উঃ) সিন্ধু উপত্যকাকে।

২১. হেটেরোস্ফীয়ার কয় ভাগে বিভক্ত ?

উঃ) চার ভাগে ।

২২. বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর গড় উষ্ণতা বৃদ্ধির হার কত ?

উঃ) 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড।

২৩. সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে ?

উঃ) 19%

২৪. পৃথিবীতে সর্বমান্য জলবায়ু অঞ্চলের সংখ্যা কত ?

উঃ) তিনটি।

২৫. আর্দ্রতার ভিত্তিতে থর্ণথওয়েট বিশ্বকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন ?

উঃ) নয় টি ।

২৬. গুজরাটের আনন্দ নিকেতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত ?

উঃ) সামাজিক বনসৃজন।

২৭. Belt of No Erosion ধারণার প্রবক্তা কে ?

উঃ) আর.ই.হার্টন ।

২৮. ইউফোটিক অঞ্চলের গড় গভীরতা কত ?

উঃ) 50 মিটার।

২৯. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি ” কে কী বলে ?

Ans. আরোরা বেরিয়ালিস ।

৩০. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

Ans. সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত

Geography Question Answer in Bengali pdf Download Now

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!