WBCS-শেষ মুহূর্তের প্রস্তুতি | ভূগোলের ২৫ টি প্রশ্ন | MCQ তৃতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

দেখতে দেখতে WBCS পরীক্ষার ঘন্টা বেজে গেলো। আর কয়েকদিন পর ই হবে এই পরীক্ষা। যেনারা বছর বছর ধরে নিজেদের কে প্রস্তুত করেছেন তেনারা এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এবং যেনারা নতুন পরীক্ষার্থী, এবং  এই বছর ঠিক  ঠাক প্রস্তুত হতে পারেন নি। তারা গত কয়েক বছরের প্রশ্নগুলি ভালো করে চোখ বুলিয়ে যান। এছাড়া আমাদের পোর্টালে প্রকাশিত যে সমস্ত তথ্য গুলি রয়েছে সেগুলি ও আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, এই বিষয়ে আমরা আশাবাদি। তাই আমরা শেষ মুহুর্তের WBCS প্রস্তুতির জন্য ভূগোলের ২৫ টি প্রশ্ন উত্তর সহযোগে একটি সেট প্রকাশ করলাম। পড়ে দেখুন ভালোলাগবে।

আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

১. পডসল মৃত্তিকা দেখা যায়-

অ) আরাবল্লী পর্বতে

Join us on Telegram

আ) নীলগিরি পর্বতে

ই) বিন্ধ্য পর্বতে

ঈ) রাজমহল পর্বতে

নীলগিরি
নীলগিরি

২. ভারত সরকারের অরন্য গবেষনাগারটি অবস্থিত-

অ) দিল্লি

আ) দেহরাদুন

ই) নৈনিতাল

ঈ) জয়পুর

৩. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যে অরন্য গড়ে উঠেছে তাকে বলে-

অ) পর্ণমোচী

আ) সরলবর্গীয়

ই) চিরহরিৎ

ঈ) ম্যানগ্রোভ

৪. ভারতে পশ্চিমি ঝঞ্জা দেখা যায় কোন্‌ ঋতুতে?

অ) গ্রীষ্ম কালে

আ) শীতকালে

ই) বর্ষা কালে

ঈ) শরৎ কালে

৫. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল-

অ) কে টু

আ) কাঞ্চনজঙ্ঘা

ই) নন্দাদেবী

ঈ) অন্নপূর্ণা

৬. ভারতের দক্ষিনতম পর্বত হল-

অ) নীলগিরি

আ) আনাইমালাই

ই) পালানি

ঈ) কার্ডামাম

৭. ভারতের স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর হল-

অ) বিশাখাপত্তনম

আ) চেন্নাই

ই) কলকাতা

ঈ) কোনটি নয়

৮. ভারতে মৃত্তিকা ক্ষয়ের মূল কারন হল-

অ) আবহবিকার

আ) জলপ্রবাহ ক্ষয়

ই) অত্যাধিক সার ও কীটনাশক প্রয়োগ

ঈ) অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকার্য

৯. পাকা সড়ক পথের দৈর্ঘ্যের বিচারে সারা পৃথিবীতে ভারতের স্থান-

অ) দ্বিতীয়

আ) তৃতীয়

ই) চতুর্থ

ঈ) পঞ্চম

১০. ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হল-

অ) মহানদী প্রকল্প

আ) হিরাকুঁদ প্রকল্প

ই) ভাকরা-নাঙ্গাল প্রকল্প

ঈ) তেহরি প্রকল্প

ভাকরা-নাঙ্গাল প্রকল্প
ভাকরা-নাঙ্গাল প্রকল্প

১১. গির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল-

অ) পরেশনাথ

আ) মুলতাই

ই) গিরনার

ঈ) শিলং

১২. উত্তর ভারতে জলসেচের প্রচলিত মাধ্যমটি হল-

অ) কুপ

আ) খাল

ই) নদী

ঈ) জলাশয়

১৩. একটি মহাদেশিয় মালভূমি হল-

অ) দাক্ষিণাত্যের মালভূমি

আ) পামির মালভূমি

ই) আরবের মালভূমি

ঈ) ছোটোনাগপুর মালভূমি

আরবের মালভূমি
আরবের মালভূমি

১৪. কৃষ্ণনগর কোন্‌ নদীর তীরে অবস্থিত?

অ) হুগলি

আ) অজয়

ই) জলঙ্গী

ঈ) কোপাই

১৫. পূ-চম্পা প্রকল্পের জন্য কোন্‌ নদী ব্যবহূত হয়েছে?

অ) গোদাবরী

আ) হলদি

ই) তিস্তা

ঈ) গঙ্গা

১৬. ধান চাষের জন্য কীরূপ মাটি উপযুক্ত?

অ) এঁটেল মাটি

আ) নতুন পলিমাটি

ই) কৃষ্ণ মাটি

ঈ) পলিযুক্ত দোয়াঁশ মাটি

১৭. ভারতের একটি সর্বপ্রধান খনিবিদ্যা শিক্ষার কেন্দ্র হল-

অ) বোকারো

আ) রাঁচি

ই) ধানবাদ

ঈ) জামশেদপুর

১৮. আণবিক বিদ্যুৎ শিল্পকেন্দ্র হিসাবে কোন্‌ শহরটি পরিচিত?

অ) ভোপাল

আ) ভিলাই

ই) কোরবা

ঈ) ট্রম্বে

১৯. ভারতের দক্ষিনতম বিন্দু হল-

অ) লিটল আন্দামান

আ) গ্রেট আন্দামান

ই) তামিলনাড়ু

ঈ) কেরল

গ্রেট আন্দামান
গ্রেট আন্দামান

২০. SAIL এর মূখ্য কার্যালয় কোথায় অবস্থিত?

অ) কলকাতা

আ) মুম্বাই

ই) দিল্লি

ঈ) চেন্নাই

২১. নামদফা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থিত-

অ) তেলেঙ্গানাতে

আ) তামিলনাড়ুতে

ই) অসমে

ঈ) অরুনাচল প্রদেশে

নামদফা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প
নামদফা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প

২২. নীচের কোন্‌ রাজ্যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটি অবস্থিত?

অ) রাজস্থান

আ) গুজরাট

ই) মহারাষ্ট্র

ঈ) পশ্চিমবঙ্গ

২৩. ভারতের কোন্‌ রাজ্যে প্রথম ভারতের ব্যাঘ্র সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে?

অ) পশ্চিমবঙ্গ

আ) উত্তরাখন্ড

ই) তামিলনাড়ু

ঈ) উত্তরপ্রদেশ

২৪. নীচের কোন্‌টি খারিফ শস্য নয়?

অ) তুলা

আ) সরিষা

ই) ভূট্টা

ঈ) ধান

২৫. ভারতের উষ্ণ ও শুষ্ক অঞ্চলটি হল-

অ) বিকানির

আ) লেহ

ই) বারমের

ঈ) জয়সলমির

উত্তর-

১/আ, ২/আ, ৩/ই, ৪/আ, ৫/আ, ৬/ই, ৭/অ, ৮/ঈ, ৯/অ, ১০/ই, ১১/ই, ১২/অ, ১৩/ই, ১৪/ই, ১৫/অ, ১৬/ঈ, ১৭/ই, ১৮/ঈ, ১৯/আ, ২০/ই, ২১/ঈ, ২২/অ, ২৩/আ, ২৪/আ, ২৫/ঈ

ধন্যবাদ। আপনারা যদি আমাদের লেখা পাঠাতে চান তাহলে এই ই-মেল ([email protected]) এর মাধ্যমে পাঠিয়ে দিন। আমতা আপনার মূল্যবান লেখাটি যত্ন সহকারে বিবেচনা করে প্রকাশ করবো।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!