জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ ভারতের পদক তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ ভারতের পদক তালিকা

১৯৫১ সালে ভারতের নতুন দিল্লিতে এশিয়ান গেমস বা এশিয়াড এর উদ্বোধনী আসরটি বসে। এর পর প্রতি চার বছর অন্তর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদেরকে নিয়ে অনুষ্ঠিত এই বহু-ক্রীড়া আসর।  এশিয়ান গেমস ফেডারেশন (এজিএফ) কর্তৃক এ ক্রীড়া আসরটি ১৯৭৮ সাল পর্যন্ত পরিচালিত হয়। কিন্তু এর পর এশিয়ান গেমস ফেডারেশন ভেঙ্গে ফেলে ১৯৮২ সালের প্রতিযোগিতাটি এশিয়া অলিম্পিক কাউন্সিল (ওসিএ) কর্তৃক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক স্বীকৃত। অলিম্পিক গেমসের পর এই ক্রীড়া আসরটি দ্বিতীয় বৃহত্তম বহু-ক্রীড়া আসররূপে বিবেচিত।

জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ লোগো
জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ লোগো

[আরও পড়ুন- জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ পদক তালিকা]

এশিয়ান গেমস বা এশিয়াডের প্রথম আসর বসে কোথায়?

এশিয়ান গেমস বা এশিয়াডের প্রথম আসর বসেছিল ভারতের দিল্লিতে ১৯৫১ সালে। ১৯৫১ সালের সেই এশিয়ান গেমসে ১৫টি সোনা, ১৬টি রুপো ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে দ্বিতীয় হয়েছিল ভারত৷

 

ভারতের সেরা এশিয়ান গেমস কোনটি?

ভারতের সেরা এশিয়ান গেমস হল ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়া জাকার্তা-পালেমবাংয়ে এশিয়াড। জাকার্তা-পালেমবাংয়ে ১৫টি সোনা, ২৪টি রুপো ও ৩০ টি ব্রোঞ্জ জিতেছে ভারত৷ সব মিলিয়ে ৬৯টি পদক জিতে ভারত আট নম্বরে শেষ করেছে। এর আগে ২০১০ সালে গুয়াংঝু এশিয়ান গেমসে ১৪টি সোনা, ১৭টি রুপো ও৩৪টি ব্রোঞ্জসহ মোট ৬৫টি পদক জিতে, মোট পদক সংখ্যার নিরিখে এ পর্যন্ত ভারতের সেরা এশিয়ান গেমস ছিল গুয়াংঝুই৷

Join us on Telegram

এশিয়াডে ভারতের কিছু তথ্য-

১. ১৯৫১ সালের দিল্লী এশিয়াড- ১৫টি সোনা, ১৬টি রুপো ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক

২. ২০১০ সালে গুয়াংঝু এশিয়ান গেমসে-  ১৪টি সোনা, ১৭টি রুপো ও৩৪টি ব্রোঞ্জসহ মোট ৬৫টি পদক।

৩. ২০১৪ সালে ইনছন এশিয়ান গেমস- ১১টি সোনা ৯টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ পদকসহ মোট ৫৭টি পদক।

৪. ২০১৮ সালে জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস- ১৫টি সোনা, ২৪টি রুপো ও ৩০ টি ব্রোঞ্জ সহ মোট ৬৯টি পদক। ( ভারতের সেরা এশিয়ান গেমস)

জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ ভারতের পদক তালিকা

আগেই উল্লেখ করা হয়েছে মোট পদক তালিকার নিরিখে এটাই ভারতের সেরা এশিয়ান গেমস। এবার আমরা দেখে নেবো ভারতের কোন কোন খেলোয়ার কি কি  পদক পেলো। অর্থাৎ ২০১৮ সালে জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ভারতের পদক তালিকা

২০১৮ সালে জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ভারতের সোনার পদক তালিকা

২০১৮ এশিয়ান গেমসে ভারত মোট ১৫টি সোনা পেয়েছে। তালিকাটি নীচে দেওয়া হল-

১. জ্যাভেলিন থ্রো তে সোনা পেয়েছে: নীরাজ চোপড়া

২. ৮০০ মিটার পুরুষদের দৌড়ে সোনা পেয়েছে: মনজিৎ সিং

৩. ১৫০০ মিটার পুরুষদের দৌড়ে সোনা পেয়েছে: জিনসন জনসন

৪. ট্রিপল জাম্প সোনা পেয়েছে: অরপিন্দর সিং

৫. হেপ্টাথ্লন সোনা পেয়েছে: স্বপ্না বর্মণ

৬. ৪x৪০০ মিটার রিলে তে সোনা পেয়েছে: হিমা দাস, পুভাম্মা রাজু, সরিতাবেন গায়কোয়াড়, বিসমায়া ভেলুভা

৭. ব্রিজ (মেনস পেয়ার): প্রণব বর্ধন ও শিবনাথ সরকার

৮. ৪৯ কেজি বক্সিং সোনা পেয়েছে: অমিত পাঙ্ঘাল

৯. ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি সোনা পেয়েছে: বজরং পুনিয়া

১০. ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি সোনা পেয়েছে: ভিনেশ ফোগত

[আরও পড়ুন- জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ পদক তালিকা]
জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ পদক তালিকা

১১. ১০ মিটার এয়ার পিস্তল সোনা পেয়েছে: সৌরভ চৌধরি

১২. ২৫ মিটার পিস্তল সোনা পেয়েছে: রাহি স্বর্ণবত

১৩. শট পাট সোনা পেয়েছে: তাজিন্দর পাল সিং

১৪. রোয়িং কোয়াড্রুপল স্কালস সোনা পেয়েছে: স্বর্ণ সিং, দাত্তু ভোকানল, ওম প্রকাশ, সুখমিত সিং

১৫. মেনস ডাবলস টেনিস সোনা পেয়েছে: রোহন বোপান্না ও দ্বিবিজ শরণ

২০১৮ সালে জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ভারতের রুপার পদক তালিকা

২০১৮ এশিয়ান গেমসে ভারত মোট ২৪টি রুপা পেয়েছে। তালিকাটি নীচে দেওয়া হল-

১. ৪০০ মিটার পুরুষদের দৌড়ে রুপো পেয়েছে: মহম্মদ আনাস

২. ৮০০ মিটার পুরুষদের দৌড়ে রুপো পেয়েছে: জিনসন জনসন

৩. ৪০০ মিটার হার্ডলস রুপো পেয়েছে: ধারুন আয়াস্বামী

৪. ৪x৪০০ মিটার রিলে (পুরুষ) রুপো পেয়েছে: কুনহু মহম্মদ, ধারুন আয়াস্বামী, মহম্মদ আনাস, রাজীব আরোকিয়া, জিতু বাবি, জীবন সুরেশ

৫. ৪x৪০০ মিটার রিলে (মিক্সড) রুপো পেয়েছে: মহম্মদ আনাস, রাজু পুভাম্মা, হিমা দাস, রাজীব আরোকিয়া

৬. ১০০ মিটার মহিলাদের দৌড়ে রুপো পেয়েছে: দ্যুতি চাঁদ

৭. ২০০ মিটার মহিলাদের দৌড়ে রুপো পেয়েছে: দ্যুতি চাঁদ

৮. ৪০০ মিটার মহিলাদের দৌড়ে রুপো পেয়েছে: হিমা দাস

৯. ৩০০০ মিটার স্টিপলচেজ: সুধা সিং

১০. লং জাম্প: নীনা ভারাকিল

১১. ১০ মিটার এয়ার রাইফেল: দীপক কুমার

১২. ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন: সঞ্জীব রাজপুত

১৩. ট্র্যাপ শুটিং: লক্ষ শেরন

১৪. ডাবল ট্র্যাপ শুটিং: শার্দুল বিহান

১৫. ইকুয়েস্ট্রেন ব্যক্তিগত: ফৌয়াদ মির্জা

১৬. ইকুয়েস্ট্রেন দলগত: রাকেশ কুমার, অনীশ মালিক, জিতেন্দর সিং, ফৌয়াদ মির্জা

১৭. কম্পাউন্ড তিরন্দাজি (পুরুষ দল): রজত চৌহান, আমন সাইনি, অভিষেক বর্মা

১৮. কম্পাউন্ড তিরন্দাজি (মহিলা দল): মুস্কান কিরার, মধুমিতা কুমারি, জ্যোতি সুরেখা

১৯. স্কোয়াশ (মহিলা দল): জ্যোৎস্না চিনাপ্পা, দীপিকা পাল্লিকল, সুনয়না কুরুভিল্লা, তানভি খান্না

২০. সেলিং: গৌতম বর্ষা, সোয়েতা

২১. ব্যাডমিন্টন: পিভি সিন্ধু

২২. হকি: মহিলা দল

২৩. কবাডি: মহিলা দল

২৪. কুরাশ: পিঙ্কি বলহারা

২০১৮ সালে জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জের পদক তালিকা

২০১৮ এশিয়ান গেমসে ভারত মোট ১৫টি ব্রোঞ্জ পেয়েছে। তালিকাটি নীচে দেওয়া হল-

১. ১৫০০ মিটার মহিলাদের দৌড়ে ব্রোঞ্জ পেয়েছে: চিত্রা উন্নিকৃষ্ণান

২. ডিসকাস থ্রো: সীমা পুনিয়া

৩. ৬৮ কেজি ফ্রিস্টাইল কুস্তি: দিব্যা কাকরান

৪. ১০ মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জ পেয়েছে: অভিষেক বর্মা

৫. ১০ মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জ পেয়েছে: হীনা সিধু

৬. ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম: অপূর্বী চান্ডেলা, রবি কুমার

৭. রোয়িং লাইটওয়েট সিঙ্গল স্কালস: দুশিয়ান্ত

৮. রোয়িং লাইটওয়েট ডাবল স্কালস: রোহিত কুমার, ভাগবান সিং

৯. মেনস সিঙ্গলস টেনিস: প্রজনেশ গুনেশ্বরণ

১০. ওমেনস সিঙ্গলস টেনিস: অঙ্কিতা রায়না

১১. ৭৫ কেজি বক্সিং: বিকাশ কৃষাণ

১২. কবাডি: পুরুষ দল

১৩. উসু ৫৬ কেজি সান্দা: সন্তোষ কুমার

১৪. উসু ৬০ কেজি সান্দা: সূর্য্য ভানুপ্রতাপ সিং

১৫. উসু ৬৫ কেজি সান্দা: নরেন্দ্র গেরওয়াল

১৬. উসু ৬০ কেজি সান্দা: রোশিবিনা দেবী নাওরেম

১৭. মেনস সিঙ্গলস স্কোয়াশ: সৌরভ ঘোষাল

১৮. ওমেনস সিঙ্গলস স্কোয়াশ: দীপিকা পাল্লিকল

১৯. ওমেনস সিঙ্গলস স্কোয়াশ: জ্যোৎস্না চিনাপ্পা

২০. স্কোয়াশ (মেনস টিম): সৌরভ ঘোষাল, হরিন্দর পাল সিং, রমিত ট্যান্ডন, মহেষ মাঙ্গাওকর

২১. ব্রিজ ব্রোঞ্জ পেয়েছে: মেনস টিম

২২. ব্রিজ: মিক্সড টিম

২৩. সেপাকটাকর ব্রোঞ্জ পেয়েছে: মেনস টিম রেগু

২৪. সেলিং ব্রোঞ্জ পেয়েছে: হর্ষিতা তোমার

২৫. সেলিং: বরুণ ঠক্কর, গণপতি

২৬. ব্যাডমিন্টন ব্রোঞ্জ পেয়েছে: সাইনা নেহওয়াল

২৭. হকি ব্রোঞ্জ পেয়েছে: পুরুষ দল

২৮. কুরাশ: মালাপ্রভা যাদব

২৯. টেবিল টেনিস (মেনস টিম): মানব বিকাশ, শরৎ কমল, অ্যান্থনী অমলরাজ, হরমীত দেশাই, জি সাথিয়ান

৩০. টেবিল টেনিস (মিক্সড ডাবলস): শরৎ কমল, মনিকা বাত্রা

[আরও পড়ুন- জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ পদক তালিকা]

জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ ভারতের পদক তালিকা PDF Download, Click Here

Tag- এশিয়ান গেমস, Asian Games, Asian Games 2018, asian 2018 jakarta, জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস, হাংঝো এশিয়ান গেমস ২০২২, এশিয়াড ২০১৮, Asiad 2018, Indonesia Asian Games 2018, Asian Games 2018 Medal list, ২০১৮ এশিয়ান গেমসের পদক তালিকা, এশিয়ান গেমস ২০১৮ মেডেল লিস্ট, এশিয়ান গেমস ২০১৮ মেডেল তালিকা, এশিয়ান গেমস ২০১৮ ভারতের পদক তালিকা,  জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ২০১৮ ভারতের পদক তালিকা

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!