WBCS-শেষ মুহূর্তের প্রস্তুতি | ভারতের ইতিহাস ২৫ টি প্রশ্ন | MCQ একটি সেট

পোস্টটি শেয়ার করুন
Rate this post

দেখতে দেখতে WBCS পরীক্ষার ঘন্টা বেজে গেলো। আর কয়েকদিন পর ই হবে এই পরীক্ষা। যেনারা বছর বছর ধরে নিজেদের কে প্রস্তুত করেছেন তেনারা এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এবং যেনারা নতুন পরীক্ষার্থী, এবং  এই বছর ঠিক  ঠাক প্রস্তুত হতে পারেন নি। তারা গত কয়েক বছরের প্রশ্নগুলি ভালো করে চোখ বুলিয়ে যান। এছাড়া আমাদের পোর্টালে প্রকাশিত যে সমস্ত তথ্য গুলি রয়েছে সেগুলি ও আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, এই বিষয়ে আমরা আশাবাদি। তাই আমরা শেষ মুহুর্তের WBCS প্রস্তুতির জন্য ভারতের ইতিহাসের ২৫ টি প্রশ্ন উত্তর সহযোগে একটি সেট প্রকাশ করলাম। পড়ে দেখুন ভালোলাগবে।

আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

১. ভারতের প্রথম আফগান শাসক হলেন-

অ) সিকান্দর লোদি

Join us on Telegram

আ) বহলুল লোদী

ই) ইব্রাহিম লোদী

ঈ) কোনটি নয়

২. পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালের-

অ) ২৫ শে জুন

আ) ২৩ শে জুন

ই) ২২ শে জুন

ঈ) ২৪ শে জুন

৩. আর্যদের মুদ্রার নাম কী?

অ) টঙ্কা,

আ) মোনা ও নিষ্ক,

ই) আধা ও ভিক,

ঈ)জিতল

৪. কোন্‌ শিল্প নিদর্শনটি গান্ধার শিল্পশৈলীর অন্তর্গত?

অ) অজন্তা

আ) ইলোরা

ই) খাজুরাহো

ঈ) এলিফ্যান্ট

৫. ‘বিজয় প্রশস্তি’ গ্রন্থের রচয়িতা কে?

অ) বাকপতি

আ) শ্রীহর্ষ

ই) বাণভট্ট

ঈ) জীমূতবাহন

৬. কৌটিলের ‘অর্থশাস্ত্র’ কি বিষয়ে লিখা

অ) অর্থনীতি

আ) ধর্ম

ই) রাজনীতি

ঈ) সমাজ

৭. নীচের কোন্‌ রাজবংশে বুদ্ধদেবের জন্ম হয়?

অ) শাক্য

আ) লিচ্ছবি

ই) মল্ল

ঈ) কোনোটি নয়।

৮. ভারতে রেল পথ স্থাপিত হয় কোন্‌ কার আমলে?

অ) ওয়ারেন হেস্টিং

আ) লর্ড কার্জন

ই) লর্ড কর্নওয়ালিস

ঈ) লর্ড ডালহৌসি

৯. মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কী?

অ) হাসান খাঁ

আ) ফরিদ খাঁ

ই) জুনা খাঁ

ঈ) হুসেন খাঁ

১০. সতীদাহ প্রথা কবে রদ হয় কবে?

অ) ১৮২৯

আ) ১৮৩১

ই) ১৮৩৫

ঈ) ১৮৪১

১১. জাতীয় কংগ্রেসের কোন্‌ অধীবেশনে বন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয়?

অ) ১৯০৪

আ) ১৮৮৬

ই) ১৮৯৬

ঈ) ১৮৯২ সালে

১২. আয়ুর্বেদের জনক কে?

অ) ধন্বন্তরী

আ) পতঞ্জলী

ই) সুশ্রুত

ঈ) চরক

১৩. পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল?

অ) ১৬৬৫

আ) ১৬৬৪

ই) ১৭৬৫

ঈ) ১৬৬৬

১৪. ভারতীয় সমাজকে মেগাস্থিনিস কত ভাগে ভাগ করেছিল

অ) 4

আ) 5

ই) 6

ঈ) 7

১৫. আহম্মদ শাহ আবদালি মোট কতবার ভারত আক্রমন করেন?

অ) ১১ বার

আ) ৯ বার

ই) ৭ বার

ঈ) ১০ বার

১৬. ভারাতের সংবিধানের প্রস্তাবনা অংশটি কত বার সংশোধন হয়েছে

অ) 1

আ) 2

ই) 3

ঈ) 4

১৭. সম্রাট অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল

অ)  1st

আ) 2nd

ই) 3rd

ঈ). 4th

WBCS Planner 2018 || WBCS প্রস্তুতি নেবেন কিভাবে?

১৮. ‘ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?

অ) সমুদ্রগুপ্ত

আ) প্রথম চন্দ্রগুপ্ত

ই) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

ঈ) চন্দ্রগুপ্ত মৌর্য

১৯. রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল

অ) অমৃত্সার

আ) লাহোর

ই) রাওয়ালপিন্ডি

ঈ). পেশওয়ার

আরও পড়ুন- WBCS-শেষ মুহূর্তের প্রস্তুতি | ভূগোলের ২৫ টি প্রশ্ন (একটি সেট)

২০. বাবর কে শেরশাহ কোন যুদ্ধে সাহায্য করেন?

অ) পানিপথ ,

আ) চৌসার ,

ই) ঘর্ঘর ,

ঈ) চাঁদেরী

২১. কোন নদীটির নাম প্রাচীন বেদে নেই

অ) সিন্ধু

আ). শতদ্রু

ই) গঙ্গা

ঈ) ইরাবতী

২২. কাগজের আবিষ্কার করে কোন দেশ?

অ) ভারত,

আ) চীন

ই) রাশিয়া,

ঈ) মঙ্গোলিয়া।

২৩. মারাঠা জাতীর ইতিহাস রচনা করেছেন কে?

অ) রাখালদাস বন্ধ্যোপাধ্যায়

আ) জি. এস সরদেশাই

ই) কলহন

ঈ) মাইকেল ওয়েবার

২৪. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে?

অ) প্রীতিলতা ওয়াদ্দেদার

আ) লীলা রায়

ই) বীনা দাস

ঈ) সরোজিনী নাইডু

২৫. ‘ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন কে?

অ) রবীন্দ্রনাথ ঠাকুর

আ) গগনেন্দ্রনাথ ঠাকুর

ই) অবনীন্দ্রনাথ ঠাকুর

ঈ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর-

১. আ ২. আ ৩. আ ৪. অ ৫. আ ৬. ই ৭. অ ৮. ঈ ৯. ই ১০. অ ১১. ই ১২. ঈ ১৩. অ ১৪. ঈ ১৫. আ ১৬. অ ১৭. ই ১৮. আ ১৯. আ ২০. ঈ ২১. ই ২২. আ ২৩. আ ২৪. আ ২৫. ই

 

ধন্যবাদ। আপনারা যদি আমাদের লেখা পাঠাতে চান তাহলে এই ই-মেল ([email protected]) এর মাধ্যমে পাঠিয়ে দিন। আমতা আপনার মূল্যবান লেখাটি যত্ন সহকারে বিবেচনা করে প্রকাশ করবো।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!