WBCS- প্রস্তুতি || ভারতের সংবিধান ও অর্থনীতি ২৫ টি প্রশ্ন || পঞ্চম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

দেখতে দেখতে WBCS পরীক্ষার ঘন্টা বেজে গেলো। আর কয়েকদিন পর ই হবে এই পরীক্ষা। যেনারা বছর বছর ধরে নিজেদের কে প্রস্তুত করেছেন তেনারা এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এবং যেনারা নতুন পরীক্ষার্থী, এবং  এই বছর ঠিক  ঠাক প্রস্তুত হতে পারেন নি। তারা গত কয়েক বছরের প্রশ্নগুলি ভালো করে চোখ বুলিয়ে যান। এছাড়া আমাদের পোর্টালে প্রকাশিত যে সমস্ত তথ্য গুলি রয়েছে সেগুলি ও আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, এই বিষয়ে আমরা আশাবাদি। তাই আমরা শেষ মুহুর্তের WBCS প্রস্তুতির জন্য ভারতের সংবিধান ও অর্থনীতি র ২৫ টি প্রশ্ন উত্তর সহযোগে একটি সেট প্রকাশ করলাম। পড়ে দেখুন ভালোলাগবে। লেখাটি পাঠিয়েছেন কোলাঘাট থেকে সমীর মন্ডল

আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

১. ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশে কটি নীতির কথা বলা হয়েছে

অ) ২

Join us on Telegram

আ). ৩

ই) ৪

ঈ). ৬

২. ভারতের সংবিধানের কোন ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি অর্থনৈতিক(Financial) জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন

অ) ৩৫২

আ) ৩৫৬

ই) ৩৬০

ঈ) ৩৭১

৩. ভারতের মূল সংবিধানে কতগুলো অধ্যায়(Part) আছে

অ) ২০

আ) ২২

ই) ২৪

ঈ) ২৫

৪. ভারতের সংবিধানে কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আলোচনা করা আছে

অ) VI.

আ) VII.

ই) VIII.

ঈ) IX

UGC NET Practice SET (Geography)

৫. ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে

অ) ভি কে সিং

আ), ভি এস সম্পত

ই), পি কে সিং

ঈ) কেউ না

৬. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনও ব্যক্তিকে ভারতে অন্তত কতদিন থাকতে হবে?

অ) ১০ বছর

আ) ৭ বছর

ই) ৫ বছর

ঈ) ৩ বছর

৭. ভারতীয় সংবিধানের ১০৮ নম্বর ধারা অনুসারে সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে?

অ) উপরাষ্ট্রপতি

আ) রাষ্ট্রপতি

ই) প্রধানমন্ত্রী

ঈ) লোকসভার অধ্যক্ষ

৮. ভারত সরকার কতৃক পরিবার পরিকল্পনা নীতি গৃহীত হয় কবে?

অ) ১৯৫৬ সালে

আ) ১৯৪৮ সালে

ই) ১৯৪৭ সালে

ঈ) ১৯৫২ সালে

৯. ফুড কর্পরেসন অফ ইন্ডিয়া স্থাপিত হয় কবে?

অ) ১৯৬০ সালে

আ) ১৯৬২ সালে

ই) ১৯৬৫ সালে

ঈ) ১৯৬৪ সালে

১০. ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি?

অ) DOLLEX

আ) BSE

ই) CSE

ঈ) NSE

১১. কোন্‌ পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়?

অ) একাদশতম পরিকল্পনায়

আ) সপ্তম পরিকল্পনায়

ই) দশম পরিকল্পনায়

ঈ) অষ্টম পরিকল্পনায়

১২. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী?

অ) মহসীনা কিদোয়াই

আ) প্রমিলা দেবী

ই) ফতেমা বিবি

ঈ) রমা পাল

১৩. সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন না কে?

অ) টি টি কৃষ্ণমাচারি

আ) পি গোকিন্দ

ই) কে এম মুন্সি

ঈ) আন্নাদি কৃষ্ণস্বামী

১৪. লোকসভায় কত জন ইঙ্গ-ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারেন?

অ) ২ জন

আ) ১২ জন

ই) ১ জন

ঈ) ৬ জন

১৫. ভারতের রিজার্ভ ব্যঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন?

অ) বেনেগাল রামা রাও

আ) অসবর্ণ স্মিথ

ই) সি ডি দেশমুখ

ঈ) জেমস ব্রেইড

১৬. কত সালে MRTP আইন সংশোধন করা হয়?

অ) ১৯৭১ সালে

আ) ১৯৮৫ সালে

ই) ১৯৬৯ সালে

ঈ) ১৯৫৬ সালে

১৭. ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনের পর ভারতের নির্বাচন কমিশন কটি দলকে জাতীয় দলের স্বীকৃতি দিয়েছিল?

অ) ২

আ) ৪

ই) ৭

ঈ) ৩

১৮. ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

অ) আয়াল্যান্ড

আ) কানাডা

ই) সোভিয়েত রাশিয়া

ঈ) অস্ট্রেলিয়া

১৯. অনগ্রসর শ্রেনির জন্য মন্ডল কমিশন গঠিত হয় কবে?

অ) ১৯৮৭ সালে

আ) ১৯৭৬ সালে

ই) ১৯৭৮ সালে@

ঈ) ১৯৯৬ সালে

২০. উপরাষ্ট্রপতিকে শপথ- বাক্য পাঠ করান কে?

অ) লোকসভার অধ্যক্ষ

আ) রাষ্ট্রপতি

ই) অ্যাটর্নি জেনারেল

ঈ) প্রধান বিচারপতি

২১. কত বছর অন্তর অর্থ কমিশন নির্বাচন হয়?

অ) ৪ বছর

আ) ৬ বছর

ই) ৫ বছর

ঈ) ১০ বছর

২২. নিম্নলিখিত কোন্‌ কমিশনটি একটি সংবিধান বহির্ভূত সংস্থা?

অ) নির্বাচন কমিশন

আ) অর্থ কমিশন

ই) পাবলিক সার্ভিস কমিশন

ঈ) যোজনা কমিশন

২৩. সংবিধানের কত নম্বর ধারার আওতায় ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?

অ) ৩১২ ধারা

আ) ৩৬৮ ধারা

ই) ৩৯০ ধারা

ঈ) ২৪৯ ধারা

২৪. ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয়?

অ) ১৯১৬

আ) ১৯২০

ই) ১৯২১

ঈ) ১৯২৩

২৫. সংবিধানের ৪২ তম সংশোধনটি গৃহীত হয়েছিল কবে?

অ) ১৯৭২

আ) ১৯৭৫

ই) ১৯৭০

ঈ) ১৯৭৬

উত্তর

১/ই, ২/ই, ৩/ই, ৪/আ, ৫/ঈ, ৬/ই, ৭/আ, ৮/ঈ, ৯/ই, ১০/ঈ, ১১/আ, ১২/ই, ১৩/আ, ১৪/অ, ১৫/আ, ১৬/আ, ১৭/আ, ১৮ঈ, ১৯ই, ২০/আ, ২১/ই, ২২/ঈ, ২৩/আ, ২৪/ই, ২৫/ঈ

ধন্যবাদ। আপনারা যদি আমাদের লেখা পাঠাতে চান তাহলে এই ই-মেল ([email protected]) এর মাধ্যমে পাঠিয়ে দিন। আমতা আপনার মূল্যবান লেখাটি যত্ন সহকারে বিবেচনা করে প্রকাশ করবো।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!