WBCS-শেষ মুহূর্তের প্রস্তুতি | ভারতের ইতিহাস ২৫ টি প্রশ্ন | MCQ পঞ্চম পর্ব
দেখতে দেখতে WBCS পরীক্ষার ঘন্টা বেজে গেলো। আর কয়েকদিন পর ই হবে এই পরীক্ষা। যেনারা বছর বছর ধরে নিজেদের কে প্রস্তুত করেছেন তেনারা এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এবং যেনারা নতুন পরীক্ষার্থী, এবং এই বছর ঠিক ঠাক প্রস্তুত হতে পারেন নি। তারা গত কয়েক বছরের প্রশ্নগুলি ভালো করে চোখ বুলিয়ে যান। এছাড়া আমাদের পোর্টালে প্রকাশিত যে সমস্ত তথ্য গুলি রয়েছে সেগুলি ও আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, এই বিষয়ে আমরা আশাবাদি। তাই আমরা শেষ মুহুর্তের WBCS প্রস্তুতির জন্য ভারতের ইতিহাসের ২৫ টি প্রশ্ন উত্তর সহযোগে একটি সেট প্রকাশ করলাম। পড়ে দেখুন ভালোলাগবে।
আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।
১. অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়-
অ) ১৯০২
আ) ১৯০৩
ই) ১৯১৯
ঈ) ১৯২০ সালে
২. ‘ভারতবর্ষীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠা করেন কে?
অ) প্রফুল্লচন্দ্র রায়
আ) জগদীশ্চন্দ্র বসু
ই) মহেন্দ্রলাল সরকার
ঈ) সত্যেন্দ্রনাথ বসু
৩. বাংলা মুদ্রন শিল্পের জন্মদাতা কে ছিলেন?
অ) পঞ্চানন কর্মকার
আ) চার্লস উইলকিন্স
ই) মার্শম্যান
ঈ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
৪. নেহরু-লিয়াকৎ চুক্তি হয় কত সালে?
অ) ১৯৪৮ সালে
আ) ১৯৪৯ সালে
ই) ১৯৫০
ঈ) ১৯৫২
৫. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন?
অ) প্রীতিলতা ওয়াদ্দেদার
আ) লীলা রায়
ই) বীনা দাস
ঈ) সরোজিনী নাইডু

৬. ‘বাংলার নানাসাহেব’ বলা হত কাকে?
অ) দিগম্বর বিশ্বাসকে
আ) বিষ্ণুচরণ বিশ্বাসকে
ই) হারাধন বিশ্বাসকে
ঈ) রামরতন মল্লিককে
৭. গান্ধিজি দলিতদের নামকরণ করেন-
অ) অস্পৃশ্য
আ) হরিজন
ই) চন্ডাল
ঈ) শূদ্র
৮. ‘বঙ্গদর্শন’ পত্রিকাটির সম্পাদক-
অ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ই) হরিশ্চন্দ্র মুখার্জী
ঈ) অরবিন্দ ঘোষ

৯. ‘ভারতমাতা’ শব্দটি এসেছে?
অ) ভারতাম্বা থেকে
আ) অম্বা থেকে
ই) মা থেকে
ঈ) মাতা থেকে
১০. মার্জিনাল ম্যান গ্রন্থটির রচয়িতা হলেন-
অ) হিরন্ময় বন্ধ্যোপাধ্যায়
আ) প্রফুল্ল চক্রবর্তী
ই) শঙ্খ ঘোষ
ঈ) রীতু আলি

১১. রাজ্য পুনর্গঠন আইন হয়েছিল কবে?
অ) ১৯৫০
আ) ১৯৫২
ই) ১৯৫৩
ঈ) ১৯৫৬
১২. উডের নির্দেশনামা প্রকাশিত হয় কবে?
অ) ১৮৫২ সালে
আ) ১৮৫৪ সালে
ই) ১৮৫৬ সালে
ঈ) ১৮৫৮ সালে
১৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে?
অ) সরলাদেবী চৌধুরানি

আ) লীলা বাগ
ই) চন্দ্রমুখী বসু
ঈ) কল্পনা দত্ত
১৪. কাশ্মীর ভারতে যোগ দেয় কবে?
অ) অক্টোবর ১৯৪৭
আ) নভেম্বর ১৯৪৭
ই) ফেব্রুয়ারি ১৯৪৮
ঈ) মার্চ ১৯৪৮
১৫. ‘দাদন’ কথার অর্থ কী?
অ) অগ্রিম নেওয়া
আ) ঋণ পরিশোধ করা
ই) বন্ড দেওয়া
ঈ) ধার নেওয়া
১৬. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল-
অ) বঙ্গভাষা প্রকাশিত সভা
আ) জমিদার সভা
ই) হিন্দু মেলা
ঈ) ভারতসভা
১৭. ‘কুনবি বলা হয়-
অ) বাংলার কৃষকদের
আ) পাঞ্জাবের কৃষকদের
ই) গুজরাটের কৃষকদের
ঈ) বিহারের কৃষকদের
১৮. হিন্দু মেলা প্রতিষ্ঠার সাথে যার নাম জরিত তিনি হলেন-
অ) প্যারিচাঁদ মিত্র
আ) নবগোপাল মিত্র
ই) শিশির কুমার ঘোষ
ঈ) সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়
১৯. ‘একা বা একতা’ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন-
অ) বাবা রামচন্দ্র
আ) কিশোর সিং
ই) গান্ধিজি
ঈ) জওহরলাল নেহেরু

২০. ‘রশিদ আলি দিবস’ সংঘটিত করেন-
অ) ১৯৪৬ সালে ১২ ফেব্রুয়ারি
আ) ১৯৪৬ সালের ১৬ মার্চ
ই) ১৯৪৭ সালের ১২ মার্চ
ঈ) ১৯৪৭ সালের ২৮ মার্চ
২১. ভারতে গান্ধিজির প্রথম সত্যাগ্রহ হল-
অ) খেদা সত্যাগ্রহ
আ) বারদৌল সত্যাগ্রহ
ই) আমেদাবাদ সত্যাগ্রহ
ঈ) চম্পারণ সত্যাগ্রহ

২২. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে?
অ) লীলা নাগ
আ) মতঙ্গিনী হাজরা
ই) কল্পনা দত্ত
ঈ) বীনা দাস
২৩. রংপুর বিদ্রহ হয়-
অ) ১৭৮৩
আ) ১৭৯৮
ই) ১৮৩১
ঈ) ১৮৫৫ সালে
২৪. বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয়-
অ) ১৮২০ সালে
আ) ১৮২২ সালে
ই) ১৮২৫ সালে
ঈ) ১৮২৭ সালে
২৫. বামাবোধিনী ‘বামা’ আসলে কারা?
অ) বিধবারা
আ) বালিকারা
ই) নব বিবাহিতারা
ঈ) সমগ্র নারী জাতি
উত্তর-
১/অ, ২/ই, ৩/আ, ৪/ই, ৫/আ, ৬/ঈ, ৭/আ, ৮/আ, ৯/অ, ১০/আ, ১১/ই, ১২/আ, ১৩/ই, ১৪/অ, ১৫/অ, ১৬/অ, ১৭/ই, ১৮/আ, ১৯/অ, ২০/অ, ২১/অ, ২২/অ, ২৩/অ, ২৪/ই, ২৫/ঈ
ধন্যবাদ। আপনারা যদি আমাদের লেখা পাঠাতে চান তাহলে এই ই-মেল ([email protected]) এর মাধ্যমে পাঠিয়ে দিন। আমতা আপনার মূল্যবান লেখাটি যত্ন সহকারে বিবেচনা করে প্রকাশ করবো।