ভারতের সংবিধান ও অর্থনীতি দ্বিতীয় পর্ব (Indian constitution and Economy)
নমস্কার সকলকে! আশাকরছি সকল পরীক্ষার্থীরা ভালো আছেন? এই ভাবেই সকলে ভালো থাকুন এবং মন দিয়ে প্রস্তুতি নিতে থাকুন। মনে রাখবেন কঠোর পরিশ্রম ই একমাত্র উপায় সাফল্য পাওয়ার। এবং আপনাদের সাফল্যের জন্য আমরা আপনাদের সাথে রয়েছি। আমরা আপনাদের কিছু মূল্যবান প্রশ্ন ও উত্তর দিয়ে কিছুটা সাহায্য করছি। আজকে আমাদের আলচ্য বিষয় ভারতের সংবিধান (Indian constitution) ও অর্থনীতি দ্বিতীয় পর্ব। চলুন দেখে নেওয়া যাক আজ কি কি প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য অপেক্ষা করছে! আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।
ভারতের সংবিধান ও অর্থনীতি দ্বিতীয় পর্ব (Indian constitution and Economy-Part-2)
১৬. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের সর্বনিম্ন বয়স কত ?
উঃ নির্দিষ্ট কোন নিয়ম নেই ৷
১৭. পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন কে?
উঃ স্পিকার।
১৮. ভারতের সংবিধানের কোন্ সংশোধনে গ্রাম সভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে?
উঃ ৭৩ তম।
১৯. ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন ?
উঃ 65 বছর ৷
২০. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী?
উঃ ফতেমা বিবি।
২১. কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরোধ কোন সংস্থা প্রধানত সমাধান করেন?
উঃ ফিনান্স কমিসন।
২২. বর্তমান ভারতে কয়টি হাইকোর্ট আছে ?
উঃ 24 টি
২৩. ভারতের সংবিধানে রিপাব্লিক কথাটি কোন্ দেশ থেকে নেওয়া?
উঃ ফ্রান্স।
২৪. হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন ?
উঃ 62 বছর ৷
২৫. সংবিধানের কোন্ অংশে মৌলিক অধিকার লিপিবদ্ধ?
উঃ সংবিধানের তৃতীয় খন্ডে।
২৬. ভারতের স্টক মার্কেট কোনটি?
উঃ NSE
২৭. ভারতে কত সালে প্রথম পরিষেবা কর চালু হয়?
উঃ ১৯৯৪-৯৫।
২৮. ভারতবর্ষের বিচারব্যবস্থায় সর্বনিম্ন আদালত হল—
উঃ পঞ্চায়েত ৷
২৯. ভারতের কোন্ রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়?
উঃ রাজস্থানে।
৩০. ভারতের ক্রেতা সুরক্ষা আইন কার্যকর হয় কবে?
উঃ ১৯৮৬ সালে।