Weekly Current Affairs December First week || 2017
সকলকে নমস্কার জানাই। সকলে নিশ্চই ভালো আছেন। স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। যেগুলি সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবি প্রয়োজনীয় একটি বিষয়। আমরা আজ ডিসেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ ১ ই ডিসেম্বর থেকে ৭ই ডিসেম্বরের (Weekly Current Affairs December (First week)) মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ন ঘটনার শিরোনাম গুলি আপনাদের সামনে তুলে ধরবো। শুরু করার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।
চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সাম্প্রতিক ঘটনাসমূহ, Weekly Current Affairs December First week || 2017
১. বিশ্বে পর্যটকদের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে তাজমহল।
২. সমীক্ষায় দেখা গিয়েছে যে দিল্লীর কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাত ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি সাতজন পুলিশের মধ্যে একজন পুলিশ বায়ুদূষণজনিত রোগের শিকার হয়।
৩. ছ’বছর পর সম্মিলিত জাতিপূঞ্জের প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় গেলেন।
৪. রোমানিয়ার শেষ সম্রাট কিং মিশেল-১ প্রয়াত হলেন।
আরও পড়ুন- নভেম্বর-২০১৭ এর ১৩০ টি কারেন্ট অ্যাফেয়ার্স এক নজরে
৫. ইউনেস্কোর সাংস্কৃতিক পরম্পরার তালিকায় স্থান পেল বিশ্ব বিখ্যাত মেলা ‘কুম্ভ মেলা’।
৬. মদ্যপানের ন্যূনতম বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করল কেরালা সরকার।
৭. কুকুরদের জন্য বিলাসবহুল হোটেল খোলা হল হরিয়ানার গুরুগ্রামে। যার নাম The Critterati। এই ধরণের হোটেল ভারতে এই প্রথম। এখানে সুবিধা রয়েছে সুইমিং পুল, স্পা, সুন্দর বিছানা এবং আরো অনেক কিছু।
৮. মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেম শহরকে স্বীকৃতি দিলেন।
৯. আধার-মোবাইল সংযোগ (লিঙ্ক) করার শেষ তারিখ ৬ই ফেব্রুয়ারি, সময়সীমা বৃদ্ধি করা হবে না, জানাল কেন্দ্র সরকার।
১০. ২০১৭ সালে ব্যালন ডি’ওর পুরস্কার জিতলেন রোনাল্ডো। এই নিয়ে ৫ বার ব্যালন ডি’ওর (Ballon d’Or) পেলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
১১. কেরালাতে ১০০০ ফুট পাহাড়ের উপর চাদায়ামঙ্গলমে “জটায়ু এডভেঞ্চার সেন্টার” খোলা হল।
১২. Nationsl Capital Region (NCR) বা জাতীয় রাজধানী অঞ্চলে যুক্ত হল উত্তর প্রদেশের ‘শামলী জেলা’।এই সংযুক্তকরনের ফলে NCR- র অন্তর্ভুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩টি। এদের মধ্যে হরিয়ানার ১৩টি, ৮টি উত্তরপ্রদেশের এবং ২টি রাজস্থানের।
১৩. আই এম ডি বি ( IMDB) বা ইন্টারনেট মুভি ডেটা বেস অনুযায়ী ২০১৭ সালে ভারতের সেরা অভিনেতা শাহরুখ খান।
১৪. কেরালার বনাসূরা সাগর বাঁধে ভারতের বৃহত্তম ‘ভাসমান সৌর বিদ্যুৎ’ প্রকল্পের উদ্বোধন হল। এখান থেকে বছরে ৭.৫ লক্ষ ইউনিট শক্তি উৎপাদন করা হবে।
১৫. আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা ৩১শে মার্চ, ২০১৮ পর্যন্ত বাড়ারেল কেন্দ্র।
১৬. ‘ওয়ার্ল্ড প্যারা সুইমিং’ চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন নাগপুরের বাসিন্দা কাঞ্চনমালা পান্ডে।
১৭. প্রয়াত হলেন স্বনামধন্য অভিনেতা শশী কাপুর।
১৮. ১২ বছর বা তার কমবয়সী মেয়েদের ধর্ষণ বা গণধর্ষনে অভিযুক্তদের মৃত্যুদন্ড দেওয়ার বিলটি মধ্য প্রদেশ বিধানসভায় পাস হয়ে গেল।
১৯. ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত লাক্ষাদ্বীপের মানুষদের জন্য এক কোটি টাকার ত্রাণ ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
২০. প্রথম শর্ট ম্যাসেজ সার্ভিস বা SMS এর ২৫ বছর পূর্ণ হল। তথ্য বলে, ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর আমেরিকার প্রোগ্রামার নেইল প্যাপওর্থ প্রথম এই ধরণের মেসেজ প্রেরণ করেছিলেন।
২১. দিল্লীতে ম্যাডাম তুসোর মোমের মিউজিয়াম দর্শকদের জন্য খুলে দেওয়া হল।
২২. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, ভারতের সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজ্যর মধ্যে প্রথম মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে ওড়িশা এবং তৃতীয় স্থানে রয়েছে কেরালা।
২৩. সদ্য প্রকাশিত আই সি সি র্যাঙ্কিন এ বিরাট কোহলি টেস্টে দ্বিতীয় স্থাতে উঠে এলো।
২৪. শ্রীলংকা কে ঘরের মাঠে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ এ পরাজিত করলো ভারত।
২৫. এবছরের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান।