WB HS History Question Paper 2019 PDF | উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাস প্রশ্ন উত্তর

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

সকল উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাই। তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করা খুবই জরুরী। তাই আমরা উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাস প্রশ্ন উত্তর (WB HS History Question Paper 2019 with Answer in Bengali) করে তোমাদের প্রদান করলাম।

এখান থেকে তোমরা উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাস (Higher Secondary History 2019 PDF) বিষয়ের প্রস্তুতি নিতে পারবে। এছাড়াও আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাসের সাজেশন (HS History Suggestion PDF) হিসাবেও এগুলিকে ব্যবহার করতে পারবে।

WB HS History Question Paper 2019

Part-a (খন্ড-ক)

1. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে নূন্যতম দুটি প্রশ্ন আবশ্যক): (8×5)=40

(i) মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো। 8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

Join us on Telegram

(ii) উপনিবেশ বলতে কি বোঝায়? এর সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। (4+4)=8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

(iii) ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। (3+5)=8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

অথবা

ক্যান্টন বানিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এই বানিজ্যের অবসান কেন ঘটে? (3+5)=8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

(iv) সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। (4+4)=8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

Part-b (খন্ড-খ)

(v) লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। (4+4)= 8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

(vi) 1946-এর নৌবিদ্রহের কারণ ও তাৎপর্য লেখো। (4+4)= 8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

(vii) 1950 এর দশকে আন্ত্রর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপন করো। 8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

অথবা

ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? (5+3) = 8 (উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো)

Part-B (খন্ড-খ)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো: 1x 24 =24

(i) SAPTA-এর সম্পূর্ণ নাম

(a) South Asian Preferential Trade Agreement

(b) South African Preferential Trade Agreement

(c) Senegal and Portugal Trade Agreement

(d) Spain and Portugal Trade Agreement

উত্তরঃ (a) South Asian Preferential Trade Agreement

(ii) আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন

(a) সুরাবর্দি

(b) ফজলুল হক

(c) শেখ মুজিবর রহমান

(d) জুলফিকর আলি ভুট্টো

উঃ (a) সুরাবর্দি

(iii) “নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?

(a) সুকর্ণ।

(b) হো চি মিন।

(c) সুহার্তো

(d) নেলসন ম্যান্ডেলা

উঃ (a) সুকর্ণ

(iv) ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল?

(a) 1949 সালে

(b) 1950 সালে

(c) 1951 সালে।

(d) 1952 সালে

উঃ (b) 1950 সালে

(v) সুয়েজ খাল জাতীয়করণ করেন

(a) নাসের

(b) জেনারেল নেগুইব।

(c) বুলগানিন

(d) টিটো

উঃ (a) নাসের

(vi) ন্যাটো গঠিত হয়

(a) 1947 সালে

(b) 1948 সালে

(c) 1949 সালে

(d) 1950 সালে

উঃ (c) 1949 সালে

(vii) পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও

(a) পাকিস্তানের মধ্যে।

(b) রাশিয়ার মধ্যে

(c) চীনের মধ্যে।

(d) তিব্বতের মধ্যে

উঃ (c) চীনের মধ্যে

(viii) বার্লিন অবরোধকারী দেশ হল

(a) ইংল্যান্ড

(b) ফ্রান্স

(c) রাশিয়া

(d) ইতালি

উঃ (c) রাশিয়া

(ix) স্তম্ভ-1 এর সাথে স্তম্ভ-2 মেলাও:

স্তম্ভ-1স্তম্ভ-2
(i) হিরোশিমা(A) জাপান।
(ii) থাকিন নু(B) কুয়োমিং-টাং
(iii) পার্ল হারবার(C) দোবাম অ্যাসোসিয়েশন
(iv) চিয়াং কাইশেক(D) মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাস

(a) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B

(b) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

(c) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C,

(d) (i)-C (ii)-B, (iii)-D, (iv)-A

উঃ (a) (i)-A, (i)-C, (ii)-D, (iv)-B

(x) ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না।

(a) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস

(b) লর্ড ওয়াভেল

(c) এ. ভি. আলেকজান্ডার

(d) লর্ড পেথিক লরেন্স

উঃ (b) লর্ড ওয়াভেল

(xi) ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’-এর লেখক

(a) সুভাষচন্দ্র বসু

(b) নেহরু

(c) মহাত্মা গান্ধী

(d) মৌলানা আবুল কালাম আজাদ

উঃ (d) মৌলানা আবুল কালাম আজাদ।

(xii) পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল

(a) ভারতীয় কাউন্সিল আইন, 1892

(b) 1909 সালের ভারত শাসন আইন

(c) 1919 সালের ভারত শাসন আইন

(d) ভারত শাসন আইন, 1935

উঃ (b) 1909 সালের ভারত শাসন আইন

অথবা

‘অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস’-এর প্রতিষ্ঠাতা ছিলেন

(a) মহাত্মা গান্ধী

(b) জ্যোতিবা ফুলে

(c) বি. আর. আম্বেদকর

(d) বীরসালিম পানতুলু

উঃ (c) বি. আর. আম্বেদকর

(xiii) ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

(a) আহরলাল নেহরু

(b) ডঃ সীতারামাহিয়া

(c) সুভাষচন্দ্র বসু

(d) বল্লভভাই প্যাটেল

উঃ (e) সুভাষচন্দ্র বসু।

(xiv) মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়

(a) 1906 সালে

(b) 1909 সালে

(c) 1915 সালে

(d) 1919 সালে।

উঃ (b) 1909 সালে

(xv) শুদ্ধি আন্দোলন শুরু করেন।

(a) স্বামী দয়ানন্দ সরস্বতী

(b) কেশবচন্দ্র সেন

(c) শ্রীনারায়ণ গুরু

(d) স্বামী বিবেকানন্দ

উঃ (a) স্বামী দয়ানন্দ সরস্বতী

(xvi) মহামেডান এ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন

(a) থিওডোর বেক

(b) স্যার সৈয়দ আহমেদ খান

(c) ইউসুফ আলি।

(d) মৌলভি মোমিন

উঃ (a) থিওডোর বেক

(xvii) কোন গভর্নর-জেনারেল-এর আমলে ‘মেকলে মিনিটস’ গৃহীত হয় ?

(a) ওয়ারেন হেস্টিংস

(b) ক্যানিং

(c) ডালহৌসি

(d) বেণ্টিক

উঃ (d) বেন্টিক

(xviii) পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল কবে?

(a) 1773 সালে

(b) 1774 সালে

(c) 1783 সালে

(d) 1784 সালে

উঃ (d) 1784 সালে

(xix) বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল?

(a) 1760 সালে

(b) 1765 সালে

(c) 1770 সালে

(d) 1772 সালে

উঃ (a) 1760 সালে

(xx) বাংলায় প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

(a) মুর্শিদকুলি খাঁ

(b) আলিবর্দি খাঁ

(c) সুজাউদ্দিন

(d) সিরাজ-উদ-দৌলা

উঃ (d) সিরাজ-উদ-দৌলা

অথবা

এশিয়ার কোন দেশ বিদেশী বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে?

(a) ভারত

(b) চীন

(c) ইন্দোনেশিয়া

(d) শ্রীলঙ্কা

উঃ (b) চীন

(xxi) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে?

(a) কলম্বাস

(b) ম্যাগেলান

(c) বার্থোলোমিউ ডিয়াজ

(d) ভাস্কো -ডা-গামা

উঃ (c) বার্থোলোমিউ ডিয়াজ

(xxii) স্তম্ভ-1 এর সাথে স্তম্ভ-2 মেলাও :

স্তম্ভ-1স্তম্ভ-2
(i) The Wealth of Nations(A) J. A. Hobson
(ii) Imperialism: A Study(B) Lenin
(iii) Imperialism: The Highest(C) Adam Smith Stage of Capitalism
(iv) Uncle Tom’s Cabin(D) Harriet Beecher Stowe
উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাস

(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C

(c) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D

(d) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B

উঃ (e) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D

(xxiii) কাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক’ বলা হয়?

(a) থুকিডিডিসকে

(b) হেরোডোটাসকে

(c) সু-না-কিয়েনকে

(d) ইবন খালদুনকে

উঃ (a) থুকিডিডিসকে

(xxiv) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি?

(a) একাত্তরের ডায়েরী

(b) আমি নেতাজীকে দেখেছি

(c) সেদিনের কথা

(d) জীবনের জলসাঘরে

উঃ (c) সেদিনের কথা

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16 = 16

(i) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উঃ আহমেদ বেন বেল্লা

(ii) সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (1956) যোগ দেন?

উঃ কৃয় মেনন

(iii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?

উঃ সতীশচন্দ্র সামন্ত

(iv) রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে?

উঃ 1919 সালে, গান্ধিী

অথবা

মীরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায়?

উঃ কমিউনিস্টদের শ্রমিক শ্রেণির উপর প্রভাব নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার 32 জন কমিউনিস্ট সদস্যকে গ্রেফতার করে যে মামলা শুরু করে তা মীরাট যড়যন্ত্র মামলা নামে পরিচিত।

(v) 1924-25-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?

উঃ শ্রী নারায়ণ গুরু।

অথবা

একশো দিনের সংস্কার কী ছিল?

উঃ 1898 সালের 11ই জুন সম্রাট কোয়াংসু চিনে শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে একশো তিন দিনস ধরে যে সংস্কার করেছিলেন তাকে একশো দিনের সংস্কার বলা হয়।

(vi) কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়?

উঃ 1851-1854 চিনে বিদেশীদের শোষণের হাত থেকে মুক্তির জন্য তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়।

(vii) ভারতের কোথায় কোথায় পর্তুগীজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল?

উঃ গোয়া, কোচিন, চট্টগ্রাম, হুগলি

(viii) কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল?

উঃ ইন্দোনেশিয়ার মালাকা

(ix) (SAARC) কী?

উঃ South Asian Association for Regional Co-operation

(x) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

উঃ কিউবার রাষ্ট্রপতি

(xi) আজাদ হিন্দ বাহিনীর ‘ঝাঁসির রানী ব্রিগেড’-এর নেতৃত্ব কে দেন?

উঃ লক্ষ্মী স্বামীনাথন / লক্ষ্মী সেহগল

অথবা

রশিদ আলি দিবস কবে পালিত হয়?

উঃ 1946, 12ই ফেব্রুয়ারি

(xii) কে, কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?

উঃ 1932, রামসে ম্যাকডোনাল্ড

অথবা

‘মাহাদ মার্চ’ বলতে কী বোঝো?

উঃ 1927 সালে কেরালায় উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল অস্পৃশ্য মানুষদের দাবিতে আম্বেদকরের নেতৃত্বে মাহাদ মার্চ সত্যাগ্রহ হয়।

(xiii) কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?

উঃ 1897, স্বামী বিবেকানন্দ

(xiv) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ আত্মারাম পাড়ুরঙ্গা

(xv) ‘দত্তক’ কী?

উঃ বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের ছাড়পত্র।

অথবা

1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল?

উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকারের বিলুপ্তি

(xvi) নতুন বিশ্ব বলতে কী বোঝো?

উঃ আমেরিগো ভেসপুচি, তাঁর চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশকে নতুন বিশ্ব বলেছিলেন।

অথবা

‘শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়?

উঃ এশিয়া, আফ্রিকার কালো চামড়ার অনুন্নত মানুষকে সুসভ্য করার জন্য ইউরোপের শ্বেতাঙ্গ মানুষের দায়বদ্ধতা বোঝাতে শ্বেতাঙ্গদের বোঝা শব্দটি ব্যবহার করা হয়।

WB HS History Question Paper 2019 PDF Download Section

তোমার জন্য আরও রয়েছে।

বিষয়ডাউনলোড লিঙ্ক
উচ্চমাধ্যমিক ইতিহাসের নোটস PDFএখানে ক্লিক করো

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!