মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলােচনা করাে। WBCHSE HS History 2019

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

আজকে ২০১৯ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ। উত্তরটি নিচে দেওয়া হল-

মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ

জাদুঘরের ধারণা (Concept of Museum) :-

ইতিহাসের বিচারে জাদুঘরকে বহুভাগে ভাগ করা হয়। একটি বড় জাদুঘরে যেমন একাধিক বিভাগ থাকে, তেমনি একটি বিশেষ বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে বিশেষ মিউজিয়াম তৈরি হয়। প্রত্নতত্ত্ব (Archaeology), নৃতত্ত্ব (Anthropology), চিত্রকলা (Painting), জীবনীমূলক (Biography) জাদুঘর

জাদুঘরের প্রকারভেদ (Category of Museum):

মিউজিয়াম (জাদুঘর)-কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। বিভিন্ন প্রকারভেদ্গুলি নিম্নে আলোচনা করা হল-

(i) প্রত্নতাত্ত্বিক জাদুঘর (Archaeological Museum)

এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকে ও জনগণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এমনকি মুক্ত পরিবেশ (Open Space) ও গড়ে তােলা হয়। যেমন; রােমান ফোরাম, এথেন্সের এগােরা। ভারতের জাতীয় সংগ্রহশালা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের তালিকায় পড়ে।

Join us on Telegram

(ii) চিত্রকলা মিউজিয়াম (Art Museum):

এই জাদুঘর Art Gallery নামেও পরিচিত। আর্ট মিউজিয়ামে মৃৎশিল্প, আসবাবপত্র, ধাতব দ্রব্য সংগ্রহে রাখা হয়। চিত্রকলা মিউজিয়ামের তালিকায় রয়েছে (i) অ্যাসমােলেন সংগ্রহশালা, (ii) ব্রিটিশ মিউজিয়াম (iii) হারমিটেজ সংগ্রহশালা ও (iv) প্যারিসের ল্যুভর মিউজিয়াম প্রভৃতি।

(iii) জীবনীমূলক মিউজিয়াম (Biography Museum) :

কোনাে বিশেষ ব্যক্তি বা গােষ্ঠীর সময়কালের বিবিধ গুরুত্বপূর্ণ জিনিস এই জাদুঘরে সংরক্ষিত থাকে। অনেকসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রনায়কের বাড়ি জীবনীমূলক মিউজিয়াম হতে পারে। যেমন– মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের স্মরণে আমেরিকায় তৈরি Sagamore Hill House, দিল্লির নেহেরু ও ইন্দিরা গান্ধি মিউজিয়াম উল্লেখযােগ্য।

(iv) সামরিক মিউজিয়াম (Military Museum / War Museum) :

দেশের সামরিক ইতিহাস তুলে ধরা, অনেক সময় জাতীয় লক্ষ্যকে সামনে রেখে সামরিক মিউজিয়াম তৈরি হয়। এখানে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, যন্ত্রপাতি, পােশাক, যুদ্ধ পরিস্থিতিতে নাগরিক জীবন তুলে ধরা হয়। উদাহরণ– Imperial War Museum.

(v) বিজ্ঞান মিউজিয়াম (Science Museum) :

এখানে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, বিবর্তন-এর ইতিহাস সংরক্ষণ করা হয়। এই ধরনের জাদুঘরে রেল, মহাকাশবিদ্যা, কম্পিউটার প্রভৃতি বিষয়ের বিবর্তন তুলে ধরা হয়ে থাকে। এই ধরনের মিউজিয়ামে ছবির মাধ্যমেও 3D Film প্রদর্শনীর ব্যবস্থাও রয়েছে।

(vi) শিশু মিউজিয়াম (Children Museum):

শিশুদের শিক্ষা ও অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে শিশু মিউজিয়াম তৈরি হয়। এই মিউজিয়াম অলাভজনক। ১৯৬২ সালে আন্তর্জাতিক শিশু মিউজিয়াম তৈরি হয়।

উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো

উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!