50+ দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ পর্ব-১ PDF FREE

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

সকল উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীকে স্বাগত জানাই। তোমরা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো। তোমরা এই নিবন্ধে এসেছো তাই ধরে নিতে পারি তোমার বিষয়গুলির মধ্যে ইতিহাস (History) রয়েছে। আজকে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ (Class- 12 (XII) or Higher Secondary History Important MCQ Question Answer আকারে উপস্থাপন করা হল। আজ প্রথম পর্ব। ধারাবাহিক ভাবে পর্বগুলি চলবে তোমাদের সকলের প্রস্তুতি পর্যন্ত।

দ্বাদশ শ্রেণির সকল অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নগুলি প্রথম পর্বে আলোচনা করা হয়েছে। এর পরের অধ্যায়ে আরও প্রশ্ন আলোচনা করা হয়েছে সেগুলিও পড়তে পারো।

দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

শ্রেণী দ্বাদশ শ্রেণী
বিষয়ইতিহাস
বোর্ড WBCHSE 
প্রশ্নের ধরণMCQ
প্রশ্নসংখ্যা 50 টি
বিভাগউচ্চমাধ্যমিক ইতিহাস
দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ

বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

Join us on Telegram

(1) ভারতে লৌহযুগের সূচনা হয়—

(a) প্রায় ঐতিহাসিক যুগে

(b) সিন্ধু সভ্যতার যুগে

(c) বৈদিক যুগে

(d) খ্রি. পূ. ষষ্ঠ শতকে

উত্তরঃ (a) প্রায় ঐতিহাসিক যুগে

(2) পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল—

(a) ইলিয়াড

(b) ওডিসি

(c) মহাভারত

(d) রামায়ণ।

উত্তরঃ (c) মহাভারত

(3) কালচক্র ধারণার প্রবক্তা হলেন-

(a) ভারতীয়রা

(b) চিনারা

(c) সুমেরীয়রা।

(d) আমেরিকানরা।

উত্তরঃ (a) ভারতীয়রা

(4) প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন্ শস্যের চাষ শুরু হয়েছিল?  

(a) ধান

(b) গম।

(c) যব

(d) তুলল।

উত্তরঃ (c) যব

(5) জীবনবৃক্ষ’ বলা হত

(a) বট গাছকে

(b) খেজুর গাছকে

(c) নারকেল গাছকে।

(d) তাল গাছকে।

উত্তরঃ (b) খেজুর গাছকে

(6) বিবর্তনবাদ রচনা করেন

(a) লিওনার্দো দ্য ভিঞ্চি

(b) চার্লস ডারউইন

(c) মেন্ডেল

(d) ল্যামার্ক।

উত্তরঃ (b) চার্লস ডারউইন

(7) প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে “A perfect community” বলে অভিহিত করেছেন—

(a) ভিক্টর এরনবার্গ।  

(b) অ্যারিস্টটল

(c) হোপার

(d) প্লেটো।

উত্তরঃ (b) অ্যারিস্টটল

(8) জনপদে জনপদিন’-এর মর্যাদা ছিল_____ সমতুল।

(a) রাজার।

(b) মন্ত্রীর

(c) সেনাপতির

(d) প্রদেশপালের।

উত্তরঃ (a) রাজার।

(9) রোমান সাম্রাজ্যের অন্যতম স্থাপত্য কীর্তি হল—

(I) সোমপুর বিহার (II) কলোসিয়াম (III) প্যান্থিয়ন (IV) মেহেরৌলী স্তম্ভ।

বিকল্পসমূহ :

(a) I, I, II সঠিক এবং IV ভুল

(b) ।, ॥, সঠিক এবং II, IV ভুল।

(c) I, II সঠিক এবং I, IV ভুল।

(d) ॥, II, IV সঠিক এবং I ভুল।

উত্তরঃ (d) ॥, II, IV সঠিক এবং I ভুল।

(10) কাকে ‘ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি’ বলা হয়?

(a) চন্দ্রগুপ্ত মৌর্যকে

(b) কৌটিল্যকে।

(c) অশোককে

(d) আলাউদ্দিন খলজিকে।

উত্তরঃ (b) কৌটিল্যকে।

(11) ‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’ নামে আইনটি কবে পাস হয়?

(a) 1485 খ্রি.

(b) 1534 খ্রি.

(c) 1536 খ্রি.

(d) 1549 খ্রি.

উত্তরঃ (b) 1534 খ্রি.

(12) চিনে ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে____বংশের আমলে।

(a) মিং

(b) তাং

(c) চৌ।

(d) কিং।

উত্তরঃ (b) তাং

(13) কাকে ‘সামন্ততন্ত্রের পুষ্প’ বলা হত?

(a) নাইটকে

(b) শিভালরিকে।

(c) টুবাদুরকে

(d) ম্যানরকে।

উত্তরঃ (b) শিভালরিকে।

(14) টাইলে ছিল এক ধরনের — – কর

(a) আয়

(b) ধর্ম

(c) সম্পত্তি

(d) উৎপাদন।

উত্তরঃ (c) সম্পত্তি

(15) সুলতানি আমলের কোন্ শাসকরা প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন ?

(I) কুতুবউদ্দীন আইবক (II) ইলতুৎমিস । (III) বলবন (IV) আলাউদ্দিন খলজি।

বিকল্পসমূহ :

(a) I, II, IV সঠিক এবং III ভুল।

(b) I, IV সঠিক এবং II, III ভুল।

(c) I, III, IV সঠিক এবং II ভুল

(d) I, II, III সঠিক এবং IV ভুল।

উত্তরঃ (d) I, II, III সঠিক এবং IV ভুল।

(16) এথেন্সে যে ধরনের শাসন প্রচলিত ছিল, তা হল

(a) গণতান্ত্রিক

(b) অভিজাততান্ত্রিক।

(c) সামরিক

(d) একনায়কতান্ত্রিক।

উত্তরঃ (a) গণতান্ত্রিক

(17) রানি দুর্গাবতী ছিলেন-

(a) চালুক্য রাজকন্যা

(b) পল্লব রাজকন্যা

(c) চোল রাজকন্যা

(d) চান্দেল্ল রাজকন্যা।

উত্তরঃ (a) চালুক্য রাজকন্যা

(18) মিশরের সর্বশেষ ফ্যারাও ছিলেন

(a) নেফারতিতি

(b) ক্লিওপেট্রা

(c) চতুর্দশ টলেমি

(d) মার্ক অ্যান্টনি।

উত্তরঃ (d) মার্ক অ্যান্টনি।

(19) শার্লামেন জাতিতে ছিলেন

(a) রোমান

(b) ফ্রাঙ্ক

(c) মুসলিম

(d) ইহুদি।

উত্তরঃ (b) ফ্রাঙ্ক

(20) প্রথম খলিফা ছিলেন।

(a) আবুবকর

(b) ওমর।

(c) ওসমান গনি

(d) হজরত আলি।

উত্তরঃ (a) আবুবকর

(21) সংগীতি শব্দের অর্থ হল

(a) সংগীতের অনুষ্ঠান

(b) রাজনৈতিক অধিবেশন

(c) সম্মেলন। .

(d) মেলা।

উত্তরঃ (c) সম্মেলন। .

(22) টেলিস্কোপ বা দূরবিন যন্ত্রের আবিষ্কার করেন

(a) কোপারনিকাস

(b) বয়েল।

(c) নিউটন

(d) গ্যালিলিয়ো গ্যালিলি।

উত্তরঃ (d) গ্যালিলিয়ো গ্যালিলি।

(23) ঝড়ের অন্তরীপের নামকরণ করেন।

(a) রাজকুমার হেনরি

(b) বার্থেলোমিউ দিয়াজ

(c) ম্যাগেলান।

(d) রাজা দ্বিতীয় জন।

উত্তরঃ (b) বার্থেলোমিউ দিয়াজ

(24) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলে?

(a) ক্রোচে

(b) বিউরি

(c) ব্ৰদেল

(d) র‍্যাঙ্কে।

উত্তরঃ (d) র‍্যাঙ্কে।

(25) ফুতুহ-উস-সালাতিন’ গ্রন্থটির রচয়িতা কে?

(a) ইসামি

(b) জিয়াউদ্দিন বরনি

(c) মিনহাজ

(d) এনায়েত খান।

উত্তরঃ (a) ইসামি

(26) পাল রাজাদের মুদ্রার নাম কী ছিল?

(a) পোতিন

(b) নারায়ণী

(c) ক্যাশু

(d) কার্যাপণ

উত্তরঃ (b) নারায়ণী

(27) সুমেরীয় লিপির পঠোদ্ধার করেন যিনি—

(a) ফাদার হেরাস

(b) শাঁ পোলিয়ে

(c) রোলিনসন

(d) জেমস প্রিন্সেপ।

উত্তরঃ (c) রোলিনসন

(28) ইমহোটেপ ছিলেন একজন

(a) শল্য চিকিৎসক

(b) দার্শনিক।

(C) স্থপতি

(d) ফ্যারাও।

উত্তরঃ (C) স্থপতি

(29) সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দর কোনটি?

(a) বনওয়ালি

(b) চানহুদারো

(c) ধোলাভিরা

(d) লোথাল।

উত্তরঃ (d) লোথাল।

(30) একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটি হল—

(a) মগধ

(b) অবন্তী

(c) অস্মক।

(d) কোশল।

উত্তরঃ (c) অস্মক।

(31) মেটিক কাদের বলা হত?

(a) এথেন্সের দাসদের

(b) এথেন্সের বিদেশিদের

(c) স্পার্টার দাসদের

(d) করিন্থের দাসদের।

উত্তরঃ (b) এথেন্সের বিদেশিদের

(32) মুঘল সম্রাট বাবরের সমসাময়িক অটোমান সুলতান কে ছিলেন?

(a) ওসমান

(b) সুলেমান

(c) চতুর্থ মহম্মদ।

(d) ষষ্ঠ মহম্মদ।

উত্তরঃ (b) সুলেমান

(33) ইংল্যান্ডের যাজক শ্রেণি বহির্ভূত প্রথম শক্তিশালী মন্ত্রী ছিলেন।

(a) উলসি

(b) ক্রমওয়েল

(c) অ্যানবোলিন।

(d) অষ্টম হেনরি।

উত্তরঃ (b) ক্রমওয়েল

(34) Two treaties of Government’ গ্রন্থের রচয়িতা হলেন—

(a) টমাস হবস্

(b) জাঁ বোঁদা

(c) ম্যাকিয়াভেলি

(d) জন লক।

উত্তরঃ (d) জন লক।

(35) “রাজার চোখ ও কান”– কাদের বলা হত?

(a) ইক্‌তাদার

(b) ম্যান্ডারিন।

(c) স্যাট্র্যাপ

(d) মনসবদার।

উত্তরঃ (c) স্যাট্র্যাপ

(36) রোমের ক্রীতদাসদের সন্তান সন্ততি যারা জন্মসূত্রেই ক্রীতদাস, তারা কী নামে পরিচিত ছিল?

(a) ম্যানুমিসিও

(b) হেলট

(c) থিটিস

(d) ভার্নি।

উত্তরঃ (d) ভার্নি।

(37) “মৌর্য যুগে ভারতে ক্রীতদাস প্রথা চালু ছিল না”– কার বক্তব্য?

(a) কৌটিল্য

(b) বিশাখদত্ত

(c) মেগাস্থিনিস

(d) হিউয়েন সাঙ।

উত্তরঃ (c) মেগাস্থিনিস

(38) ওয়াট টাইলার কোন্ দেশের কৃষক বিদ্রোহের নেতা ছিলেন ?

(a) রোম

(b) ফ্রান্স

(c) ইংল্যান্ড ।

(d) বেলজিয়াম।

উত্তরঃ (c) ইংল্যান্ড ।

(39) রানি দুর্গাবতী কোন্ রাজ্যের রানি ছিলেন ?

(a) মেবার

(b) চিতোর

(c) গন্ডোয়ানা

(d) গোলকুণ্ডা।

উত্তরঃ (c) গন্ডোয়ানা

(40) মনুস্মৃতিতে কয় প্রকার স্ত্রী ধনের উল্লেখ আছে?

(a) চার

(b) পাঁচ

(c) ছয়

(d) সাত

উত্তরঃ (c) ছয়

(41) ক্রীতদাস হত্যা কোন্ নগররাষ্ট্রের বার্ষিক কর্মসুচি ছিল?

(a) এথেন্স

(b) স্পার্টা

(c) ম্যাসিডোনিয়া।

(d) করিন্থ।

উত্তরঃ (b) স্পার্টা

(42) আকবর দীন-ই-ইলাহি প্রবর্তন করেন।

(a) 1579 সালে

(b) 1575 সালে

(c) 1580 সালে

(d) 1582 সালে।

উত্তরঃ (d) 1582 সালে।

(43) ‘খলিফা’ শব্দের অর্থ কী?

(a) পয়গম্বর

(b) নবী।

(c) প্রতিনিধি

(d) নেতা।

উত্তরঃ (c) প্রতিনিধি

(44) জৈনধর্মের প্রথম তীর্থংকর কে?

(a) পার্শ্বনাথ

(b) সুমতিনাথ।

(c) ঋষভনাথ

(d) মহাবীর।

উত্তরঃ (c) ঋষভনাথ

(45) বিশ্বের প্রাচীনতম মুদ্রিত গ্রন্থ হল

(a) বাইবেল

(b) ঋবেদ

(c) হীরকসূত্র

(d) রামায়ণ।

উত্তরঃ (c) হীরকসূত্র

(46) ভারতে পোর্তুগিজ শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন—

(a) ভাস্কো ডা গামা

(b) আলমিড়া

(c) আলবুকার্ক

(d) দুপ্লে।

উত্তরঃ (c) আলবুকার্ক

(47) আধুনিক রসায়নবিদ্যার জনক কে?

(a) প্রিস্টলি

(b) মেন্ডেলিভ

(c) ল্যাভয়সিঁয়ের

(d) জাবির ইবন।

উত্তরঃ (c) ল্যাভয়সিঁয়ের

দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ PDF Download Section

দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ PDF-টি নীচের ডাউনলোড বোতামে ক্লিক করে ডাউনলোড করে নাও।

দ্বাদশ শ্রেণী ইতিহাসের আরও প্রশ্ন পড়তে হলে এখানে ক্লিক করো

দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!