West Bengal Higher Secondary Exam Routine 2020 || উচ্চ মাধ্যমিক ২০২০
West Bengal Higher Secondary Exam Routine 2020
উচ্চ মাধ্যমিক ২০২০ রুটিন
সময়ের ধারাপ্রবাহের সাথে সাথে ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক ২০১৯ অতিক্রম করে ফেললো। অর্থাৎ স্কুল জীবনের পরিসমাপ্তি ঘটলো। এরপর সকলের নতুন এক জীবন শুরু হতে চলেছে। অন্যদিকে অন্য একটি প্রতিভাবান দল প্রস্তুতি নিচ্ছে উচ্চ মাধ্যমিক ২০২০ পরীক্ষাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। যারা ২০২০ উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে তোমাদের জানাবো ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? ২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এগিয়ে আসতে পারে,নাকি২০১৯ এর তুলনায় পিছিয়ে যাবে? ২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কেমন হবে? ( West Bengal Higher Secondary Exam Routine 2020 ) এই সকল প্রশ্নর উত্তর নিয়ে আজকের এই পোস্ট। উচ্চ মাধ্যমিক 2020 সম্পর্কে বিস্তারিত জানার আগে উচ্চ মাধ্যমিক ২০১৯ সেরা কয়েকজন ছাত্র-ছাত্রীদের সম্পর্কে জেনে নেই।
♠ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ শুরু থেকে শেষ
২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ২০১৯। এবং পরীক্ষা চলে ১৩ মার্চ ২০১৯ পর্যন্ত। বিগত দুই মাস ধরে বহু উৎকন্ঠার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা তাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে সেই দিন চলে এলো। ২০১৯ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেয়েছে । ২০২০ সালের ১২ মার্চ থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। টানা ষোলো দিন ধরে চলবে পরীক্ষা। ২৭ মার্চ শেষ পরীক্ষা।
♠ ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা-
২০১৯ সালে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। একইসঙ্গে গত বছরের তুলনায় এবছর ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল।
[আরও পড়ুন- উচ্চমাধ্যমিক ২০১৯ ফলাফল]
♠ ২০২০ উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে?
২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ মার্চ থেকে।
♠ উচ্চ মাধ্যমিক ২০২০ রুটিন ( West Bengal Higher Secondary Exam Routine 2020 )
আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২০ সালের ১২ মার্চ থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। টানা ষোলো দিন ধরে চলবে পরীক্ষা। ২৭ মার্চ শেষ পরীক্ষা। প্রতিদিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং ভোকেশনাল স্টাডিজ, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্টের মতো বিষয়ের জন্য পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ এর ২০১৯ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সুচি – West Bengal Higher Secondary Exam Routine 2020 প্রকাশ করা হয়েছে। নিচে বিস্তারিত দেখে নিন-

একাদশ শ্রেণির পরীক্ষার রুটিন ২০২০

Schedule of High secondary exam 2020 ,Routine of High secondary exam 2020, High secondary exam 2020 Time Table ,HS Exam Time Table (WB) 2020 ,HS Exam Routine 2020, HS time table 2020, উচ্চ মাধ্যমিক ২০২০ রুটিন, উচ্চ মাধ্যমিক 2020 রুটিন, ২০২০ সালে্র উচ্চ মাধ্যমিক কবে, কবে হবে ২০২০ উচ্চ মাধ্যমিক, High secondary exam Routine 2020, উচ্চমাধ্যমিক ২০২০, উচ্চমাধ্যমিক 2020, HS 2020, West Bengal Higher Secondary Exam Routine 2020
Pingback: WBBSE Madhyamik Routine 2021 || মাধ্যমিক ২০২১ রুটিন