1947 ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলােচনা করাে। HS History Question PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

আজকে ২০১৯ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলােচনা করাে. উত্তরটি নিচে দেওয়া হল-

ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলােচনা করাে

উত্তরঃ

ট্রুম্যান নীতির পটভূমিকাঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মুদ্রাস্ফীতি ও আর্থিক মন্দা আন্তর্জাতিক পরিস্থিতিকে জটিল করে তােলে। এই সময় পূর্ব ইউরােপে রুশ প্রসারণ পশ্চিম ইউরােপ ও তার মিত্রপক্ষীয় দেশগুলির সংকট আরও বাড়িয়ে দেয়। ১৯৪৭ সালের ১২ই মার্চ মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে রুশ ভীতি ব্যক্ত করে।

ট্রুম্যান নীতি উদ্দেশ্য

(1) সাম্যবাদের প্রসার প্রতিরােধ করা ও মার্কিনি বানিজ্য সচল রাখা।

Join us on Telegram

(2) আর্থিক সাহায্য বা ঋণদানের মাধ্যমে গােটা পৃথিবীতে অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখা।

(3) বৈদেশিক ক্ষেত্রে ও আন্তর্জাতিক রাজনীতিতে উদাসীনতা কাটিয়ে সক্রিয় হয়ে ওঠা।

(4) কমিউনিষ্টদের প্রতিরােধ করার জন্য গ্রিস ও তুরস্কে আমেরিকা টুম্যান ঘােষনা মােতাবেক ৪০ কোটি ডলার অর্থ সাহায্য প্রেরণ করে।

মার্শাল পরিকল্পনা

টুম্যান নীতির ব্যবহারিক প্রয়ােগ ঘটে মার্শাল পরিকল্পনার মাধ্যমে ১৯৪৯ সালে। ইউরােপের দেশগুলিতে আর্থিক সংকট বেড়ে গেলে সাম্যবাদের প্রসারে সহায়ক হয়ে ওঠে এবং এই কারণে আর্থিক পুনরুজ্জীবনের জন্য মার্শাল পরিকল্পনা রচিত হয়। ৫ই জুন মার্শাল হাভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় বলেন যে, ভবিষ্যতে ইউরােপীয় দেশগুলির পক্ষে উন্নয়নের জন্য প্রয়ােজনীয় অর্থ সংগ্রহ করা সংকটজনক হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরােপ ও বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশকে সাহায্য করবে।

ঘােষণার সারবত্তা

(১) আর্থিক সাহায্য কেবলমাত্র অর্থনৈতিক পুর্ণগঠনের কাজে লাগাতে হবে।

(২) অর্থ সাহায্যপ্রাপ্ত দেশটিকে নিজের উদ্যোগে স্বয়ংভর হয়ে উঠতে হবে।

(৩) পরিকল্পনাটি দারিদ্র্য, ক্ষুধা বেকারত্বের বিরুদ্ধে কার্যকর ছিল।

পরিকল্পনা রূপায়ণঃ

এই পরিকল্পনা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৭-১৯৪৮ সালে একটি আইন অনুযায়ী কাজ শুরু করে। পরিকল্পনা মােতাবেক ঠিক হয় যে, ১৮টি দেশকে ৪ বছরের জন্য সকলপ্রকার আর্থিক সাহায্য দেওয়া হবে। ১৯৪৮-১৯৫১ সালের জন্য ১২০০ কোটি ডলার বাজেটে ধরা হয়। ১৯৫২ সালে এই পরিকল্পনার সমাপ্তি ঘােষণা করা হয়।

পরিকল্পনার মূল্যায়ন

মার্শাল পরিকল্পনা যেসব ক্ষেত্রে সাফল্য পেয়েছিল, তা হল-

(১) ইউরোপের আর্থিক মন্দা রোধ করতে সফল হয়েছিল।

(২) মুদ্রাস্ফীতি হ্রাস হয়েছিল।

(৩) পশ্চিম ইউরোপ আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পায়।

(৪) পশ্চিম ইউরোপে নির্বাচনে গনতান্ত্রিক দলগুলি সাফল্য লাভ করে।

উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো

উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।

Source: wbchse.nic.in

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!