WB HS History Question 2018 PDF | উচ্চমাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্ন উত্তর
সকল উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাই। তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করা খুবই জরুরী। তাই আমরা উচ্চমাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্ন উত্তর (WB HS History Question 2018 Paper PDF with Answer in Bengali) করে তোমাদের প্রদান করলাম।
এখান থেকে তোমরা উচ্চমাধ্যমিক ২০১৮ ইতিহাস (Higher Secondary History 2018 PDF) বিষয়ের প্রস্তুতি নিতে পারবে। এছাড়াও আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাসের সাজেশন (HS History Suggestion PDF) হিসাবেও এগুলিকে ব্যবহার করতে পারবে।
WB HS History Question 2018 PDF-টি পোস্টের শেষে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে
WB HS History Question 2018
বিভাগ ক
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক): (8×5-40)
(ii) ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। (উত্তর পড়ার জন্য ক্লিক করো)
(iii) নানকিং-এর সন্ধি এবং টিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। (উত্তর পড়ার জন্য ক্লিক করো)
অথবা
ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো। (উত্তর পড়ার জন্য ক্লিক করো)
(iv) উনিশ শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। (উত্তর পড়ার জন্য ক্লিক করো)
বিভাগ – খ
(vii) সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। (উত্তর পড়ার জন্য ক্লিক করো)
অথবা
বিভাগ – খ
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1 x 24 – 24
(i) “ইতিহাস একটি বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয়।” – এটি কার উক্তি ?
(a) র্যাঙ্কে
(b) ই. এইচ. কার
(c) জেমস মিল
(d) বিউরী
উঃ (d) বিউরী
(ii) ‘একাত্তরের ডায়েরী’ নামক স্মৃতিকথার রচয়িতা
(a) সুফিয়া কামাল
(b) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(c) নারায়ণ সান্যাল
(d) দক্ষিণারঞ্জন বসু
উঃ (a) সুফিয়া কামাল
(iii) ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন ?
(a) দমন
(b) গোয়
(c) কালিকট
(d) কোচিন
উঃ (c) কালিকট
(iv) স্তম্ভ-1 এর সাথে স্তম্ভ 2 মেলাও
স্তম্ভ-1 | স্তম্ভ-2 |
(i) সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা | (A) অ্যাডাম স্মিথ |
(ii) হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া | (B) ভি. আই. লেনিন |
(iii) ওয়েলথ অফ নেশনস | (C) জেমস মিল |
(iv) সাম্রাজ্যবাদ : পুঁজিবাদের সর্বোচ্চ স্তর | (D) জে. এ. হবসন |
বিকল্পসমূহ :
(a) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B
(b) (i)-D, (ii)-B, (iii) -A, (iv)–C
(c) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
উঃ (a) (i)-D, (ii)-C, (iii) – A, (iv)-B
(v) বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না?
(a) সিরাজ-উদ-দৌল্লা
(b) মীরকাশিম
(c) দ্বিতীয় শাহ আলম
(d) সুজাজি্দৌলা
উঃ (a) সিরাজ-উদ-দৌল্লা
(vi) রেগুলেটিং আইন পাশ হয়েছিল
(a) 1770-এ
(b) 1771-এ
(c) 1773-এ
(d) 1774-এ
উঃ (c) 1773-এ
(vii) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন।
(a) লর্ড লিটন
(b) লর্ড রিপন
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) ওয়ারেন হেস্টিংস
উঃ (d) ওয়ারেন হেস্টিংস
(viii) শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা ?
(a) কেরি-হিকি-ওয়ার্ড
(b) ডাফ-কেরি-মার্শমান
(c) হেয়ার ডাফ-কেরি
(d) কেরি-মার্শম্যান-ওয়ার্ড
উঃ (d) কেরি-মার্শম্যান-ওয়ার্ড
(ix) শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়
(a) 1894-4
(b) 1895-4
(c) 1896-4
(d) 1897-4
উঃ (b) 1895-এ
(x) সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন
(a) দয়ানন্দ সরস্বতী
(b) কেশবচন্দ্র সেন
(c) জ্যোতিবা ফুলে
(d) রামমোহন রায়
উঃ (c) জ্যোতিবা ফুলে
(xi) মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন
(a) এস. এ. ডাঙ্গে
(b) মুজফ্ফর আহমেদ
(c) সোমনাথ লাহিড়ী
(d) ফিলিপ স্ক্যাট
উঃ (c) সোমনাথ লাহিড়ী
(xii) ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোস-এর প্রতিদ্বন্দী ছিলেন
(a) গোবিন্দ বল্লভ পন্থ
(b) চক্রবর্তী রাজাগোপালাচারী
(c) পট্টভি সীতারামাইয়া
(d) জওহরলাল নেহেরু
উঃ (c) পট্টভি সীতারামাইয়া
(xiii) মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান-এর দাবি তোলা হয় সেটি হল
(a) লাহোর
(c) করাচি
(b) লক্ষ্ণৌ
(d) ঢাকা
উঃ (a) লাহোর
(xiv) “Now or Never” শীর্ষক পুস্তিকাটি লেখেন
(a) আগা খান
(b) মহঃ আলি জিন্নাহ
(c) বাল গঙ্গাধর তিলক
(d) চৌধুরী রহমত আলি
উঃ (d) চৌধুরী রহমত আলি
(xv) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা ?
(a) ইংরেজ
(b) ওলন্দাজ
(c) ফরাসী
(d) পর্তুগীজ
উঃ (b) ওলন্দাজ
(xvi) ভারতের স্বাধীনতা আইন পাশ হয়।
(a) 1946-এর 4 ঠা জুলাই
(b) 1946-এর 14 ই আগস্ট
(c) 1947-এর 4 ঠা জুলাই
(d) 1947-এর 14 ই আগস্ট
উঃ (c) 1947-এর 4 ঠা জুলাই
(xvii) স্তম্ভ-1 এর সাথে স্তম্ভ-2 মেলাও
স্তম্ভ-1 | স্তম্ভ-2 |
(i) ম্যাক্সিম লিটভিনভ | (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী |
(ii) উইস্টন চার্চিল | (B) মার্কিন রাষ্ট্রপতি |
(iii) জোসেফ স্টালিন | (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী |
(iv) হ্যারি ট্রুম্যান | (D) রুশ রাষ্ট্রপতি |
বিকল্পসমূহ :
(a) (i)-C, (ii)-A, (iii)-B, (iv) – D
(b) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B
(c) (i)-C, (i)-A, (iii)-D, (iv)-B
(d) (i)-B, (ii)-D, (iii) C, (iv) A
উঃ (c) (i)-C, (ii)- A, (iii)-D, (iv)-B
(xviii) ফুলটন বক্তৃতা দিয়েছিলেন।
(a) চার্চিল
(b) রুজভেল্ট
(c) স্তালিন
(d) কেস্নান
উঃ (a) চার্চিল
(xix) জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন?
(a) মিশর
(b) ইজরায়েল
(c) আলজেরিয়া
(d) লিবিয়া
উঃ (a) মিশর
(xx) মাইলাই ঘটনাটি ঘটেছিল
(a) জাপানে
(b) চীনে
(c) কোরিয়ায়
(d) ভিয়েতনামে
উঃ (d) ভিয়েতনামে
(xxi) প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন?
(a) ঘানা
(b) কঙ্গো
(c) মরক্কো
(d) মাল্টা
উঃ (b) কঙ্গো
(xxii) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন?
(a) জওহরলাল নেহরু
(b) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(c) বল্লভভাই প্যাটেল
(d) মেঘনাদ সাহা
উঃ (b) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(xxiii) ভারতীয় সংবিধান কার্যকরী হয়
(a) 1950 খ্রিস্টাব্দে
(b) 1951 খ্রিস্টাব্দে
(c) 1955 খ্রিস্টাব্দে
(d) 1960 খ্রিস্টাব্দে
উঃ (a) 1950 খ্রিস্টাব্দে
(xxiv) 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অব্ টেকনোলজি স্থাপিত হয়
(a) শিবপুর-এ
(b) কানপুর-এ
(c) খড়গপুর-এ
(d) যাদবপুর-এ
উঃ (c) খড়গপুর-এ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 1 × 16 = 16
(i) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
উঃ সাম্রাজ্যবাদ হল এমন একটি প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি কর্তৃত্বকারী দেশ অন্য দেশের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে থাকে।
(ii) ভাস্কো-দা-গামা কবে ভারতে আসেন ?
উঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে
অথবা
বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায় ?
উঃ ঔপনিবেশিক নীতির প্রসার, শাসকদের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকুল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায়ভুক্ত।
(iii) কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
উঃ ১৭৮৩ সালে
(iv) ভারত সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উঃ স্যার এলিজা ইম্পে
অথবা
সুর্যাস্ত আইন কী ছিল
উঃ চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে, সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো। নতুবা অনাদায়ে জমিদারি হারাতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত।
(v) ক্যান্টন বাণিজ্য কাকে বলে ?
উঃ চিনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চিনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলা হয়।
অথবা
ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয় ?
উঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে
(vi) চার্লস উড কে ছিলেন?
উঃ শিক্ষা বিষয়ে ১৮৫৪ সালের প্রতিবেদন রচনাকার
(vii) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উঃ জেমস উইলিয়াম কোলভিল / স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(viii) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৭৫ সালে
অথবা
4 ঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ ১৯১৯ সালে
(ix) সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেন?
উঃ আগা খান
অথবা
ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন ?
উঃ কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য।
(x) পুণা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯৩২ সালে
অথবা
বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল
উঃ ১৯৪৩ খ্রি. / ১৩৫০ বঙ্গাব্দে।
(xi) সি. আর. ফর্মুলা কী ?
উঃ ভারতের অখণ্ডতা রক্ষার জন্য, রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে যে সমাধানসূত্র চক্রবর্ত্তী রাজা গোপালাচারি তৈরি করেন, তার নাম সি.আর. ফর্মুলা।
অথবা
সুভাষচন্দ্র বসু কাকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেন?
উঃ সুভাষচন্দ্র বসু
(xii) কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে স্থাপিত হয় ?
উঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে
(xiii) ন্যাটো (NATO)-র পুরো কথা কী ?
উঃ North Atlantic Treaty Organisation
(iv) জেনেভা সম্মেলন কেন ডাকা হয়?
উঃ ভারত-চিন সমাধানসূত্র, ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য।
অথবা
প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উঃ বান্দুং-এ
(xv) তৃতীয় বিশ্ব কী ?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত ও অনুন্নত দেশগুলি ‘তৃতীয় বিশ্ব’ নামে পরিচিত।
(xvi) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন?
উঃ ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান