অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো
আজকে ২০১৮ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। উত্তরটি নিচে দেওয়া হল-
অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো
উঃ
কিংবদন্তি মিথ :
মিথ কথাটি এসেছে লাতিন শব্দ ‘Legenda’ থেকে। একশ্রেনির ঐতিহাসিক মনে করেন যে মানবসমাজে ইতিহাসবোধ সৃষ্টি হওয়ার পর থেকেই কিংবদন্তি, কাহিনিগুলি গড়ে উঠতে শুরু করে।
সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে পাশ্চাত্যের প্রবক্তাগণ প্রথম কিংবদন্তি শব্দটির ব্যবহার করেন বলে মনে করা হয়। কোনো ঘটনা গুরুত্ব বোঝানোর জন্য তারা এই শব্দটির ব্যবহার করতেন বলে জানা যায়।
আনন্দও শিক্ষাদানের মাধ্যম :
কিংবদন্তির ঘটনাগুলি সমাজে অনেকক্ষেত্রেই আনন্দদান বা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই কাহিনিগুলির চরিত্রদের সম্পর্কে তথ্য পাঠ করে পাঠকগন আনন্দ লাভ করেন। এক্ষেত্রে রাজাকৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড়ের কথা বলা যায়। এছাড়া কিংবদন্তি ঘটনাগুলি থেকে মানুষ নীতিবিদ্যা লাভ করে থাকে।
বিষয়বস্তুর বিভিন্নতা ঃ
কিংবদন্তি বা Legend এর বিষয়বস্তু ভিন্ন ধরনের হতে পারে। এগুলি একদিকে যেমন কল্পনা নির্ভর, তেমনই অন্যদিকে চরিত্র নির্ভর হয়ে থাকে। সঠিকভাবে বলতে গেলে কিংবদন্তির কাহিনি বা চরিত্রের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। চরিত্রের বৈচিত্র্য বা বিষয় উপস্থাপনার বৈচিত্র্যের জন্য কিংবদন্তি অত্যন্ত জনপ্রিয়।
কোনো ব্যক্তি তার জীবনের অনেকটা সময় অতিক্রম করার পর অতীত জীবনের ফেলে আসার কোনো ঘটনার স্মৃতিচারণের প্রকাশকেই বলা হয় স্মৃতিকথা। (memoirs) প্রত্যেক মানুষ তার ফেলে আসা জীবনের ঘটনার স্মৃতিচারন করতে ভালোবাসে, স্মৃতিকে সামনে নিয়ে এসে তাকে ভাষায় প্রয়োগ করে পাঠকের কাছে তুলে ধরাকে বলা হয় সাহিত্য এই ধরনের সাহিত্য সৃষ্টিকে বলা হয় স্মৃতি সাহিত্য।
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি :
স্মৃতিসাহিত্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ঘটনাগুলি নিয়ে হতে পারে। স্বাধীনতার প্রেক্ষাপটে ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে বহু মানুষ ভারতবর্ষে চলে আসে দীর্ঘদিন পরে সেই বিষয়কে কেন্দ্র করে অনেক সাহিত্যিক তাদের স্মৃতিচারন মূলক গ্রন্থ রচনা করেন।
হিরনময় বন্ধোপাধ্যায়ের উদ্বাস্তু :
একাত্তরের ডায়েরি (বেগম সুফিয়া কামাল) পথের পাঁচালি উপন্যাসে অপু এবং দুর্গার ছোটো বেলার অনেক ঘটনাকে স্মৃতিচারন হিসাবে যুবক অপুর মুখ দিয়ে লেখক বিভূতিভূষণ বন্ধোপাধ্যায় বলেছেন- বামপন্থী নেতা জ্যোতি বসুর “যতদুর মনে পড়ে” গ্রন্থে তাঁর রাজনৈতিক জীবনের ও তৎকালীন সময়ের অনেক উত্থাল পাতালের বর্ণনা দিয়েছেন।
বৈশিষ্ট্য :
i) স্মৃতিকথা হয় প্রকৃতপক্ষে অতীত ঘটনার সরাসরি বর্ণনা। অনেক বছর পরেও তা অবিকল একিভাবে লেখক বর্ণনা করে থাকেন।
ii) স্মৃতিকথা হলো লেখকের নিজস্ব অনুভূতি অর্থাৎ লেখক এখানে নিজেই কথক। iii) স্মৃতিকথা কোনো কাল্পনিক উপন্যাস নয়, এটি বাস্তব চিত্র।
উদাহরণ :
i) বুদ্ধদেব বসু “আমার জীবন” নামক স্মৃতিকথায় পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশের গ্রামজীবনের ঘটনাগুলি ব্যাখ্যা করেছেন।
ii) সাহিত্যিক সমর সেন তাঁর বাবু বৃত্তান্ত গ্রন্থের তাঁর ফেলে আসাজীবনের অনেক কথা বর্ণনা করেছেন।
iii) বিপ্লবী বীনা দাস তাঁর শৃঙ্খলা ঝঙ্কার ভারতের স্বাধীনতা আন্দোলনের ঘটনাসহ তাঁর জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
iv) নারায়ন সানাল তাঁর লেখা আমি নেতাজীকে দেখেছি প্রত্যক্ষ দোষী হিসেবে রাজনৈতিক জীবনের ঘটনার বিবরণ দিয়েছেন।
উচ্চমাধ্যমিক ২০১৮ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো
উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।
Source: wbchse.nic.in