36 উচ্চমাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ PDF FREE | প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

উচ্চমাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : সকল উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীকে স্বাগত জানাই। তোমরা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো। তোমরা এই নিবন্ধে এসেছো তাই ধরে নিতে পারি তোমার অবশ্যই বাংলা (Bengali) রয়েছে। আজকে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ (Class- 12 (XII) or Higher Secondary Bengali Important MCQ Question Answer আকারে উপস্থাপন করা হল। আজ প্রথম পর্ব। ধারাবাহিক ভাবে পর্বগুলি চলবে তোমাদের সকলের প্রস্তুতি পর্যন্ত।


দ্বাদশ শ্রেণির সকল অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার প্রশ্নগুলি প্রথম পর্বে আলোচনা করা হয়েছে। এর পরের অধ্যায়ে আরও প্রশ্ন আলোচনা করা হয়েছে সেগুলিও পড়তে পারো। সেগুলি পড়তে এখানে ক্লিক করো

1. ‘সেইখানেই তাে ভূত।’- কথাটি বলেছেন –

(ক) অভূতের পেয়াদা,

Join us on Telegram

(খ) কর্তা,

(গ) ভূতের দল,

(ঘ) অর্বাচীনরা।।

উত্তরঃ (খ) কর্তা,

2. বাঁশের ডগা থেকে কোন্ পাখি এসে জলে ঝাঁপিয়ে পড়েছিল?—

(ক) মাছরাঙা,

(খ) ফিঙে,

(গ) দোয়েল,

(ঘ) টুনটুনি।

উত্তরঃ (ক) মাছরাঙা,

3. সৌখীর আগের বউ-এর শরীরটা ছিল—

(ক) মােটাসােটা,

(খ) রােগাসােগা,

(গ) ভালাে,

(ঘ) কালাে।

উত্তরঃ (গ) ভালাে,

4. তারা ভয়ংকর সজাগ আছে। তারা হল –

(ক) দেবতারা,

(খ) ভূতে পাওয়া মানুষ,

(গ) তত্ত্বজ্ঞানী,

(ঘ) পৃথিবীর অন্য দেশের মানুষ।

উত্তরঃ (ঘ) পৃথিবীর অন্য দেশের মানুষ।

5. যামিনীর মা তাদের ভগ্ন প্রাসাদের পরিচয় দিয়েছিল—

(ক) মৃত্যুপুরী,

(খ) যক্ষপুরী,

(গ) প্রেতপুরী,

(ঘ) যমপুরী।

উত্তরঃ (গ) প্রেতপুরী,

6. প্রাবন্ধিক দ্বিতীয় হাঙ্গরের নাম দিয়েছিলেন—

(ক) বাঘা,

(খ) থ্যাবড়া,

(গ) ভগীরথ,

(ঘ) এগুলাের কোনােটাই নয়।

উত্তরঃ (খ) থ্যাবড়া,

7. যে বাদ্যযন্ত্রটি গ্যালিলিওর পিতা বাজাতেন –

(ক) তবলা,

(খ) বেহালা,

(গ) সেতার,

(ঘ) লিউট।

উত্তরঃ (ঘ) লিউট।

8. হাঙ্গরকে টেনে তােলার কাজে হাত লাগিয়েছিল—

(ক) ৪০-৫০ জন,

(খ) ৫০-৫৫ জন,

(গ) ৬০-৭০ জন,

(ঘ) ৭০-৭২ জন।

উত্তরঃ (ক) ৪০-৫০ জন,

9. নিঃসন্তানা করিল আমারে!’- একথা বলা হয়েছে –

(ক) কর্ণ সম্পর্কে,

(খ) নীলধ্বজ সম্পর্কে,

(গ) পার্থ সম্পর্কে,

(ঘ) ব্যাসদেব সম্পর্কে।

উত্তরঃ (গ) পার্থ সম্পর্কে,

10. ‘ও তার নাই কিনারা।’ কার? –

(ক) গ্রামের,

(খ) অগাধ পানির,

(গ) নগরের,

(ঘ) শূন্যের।

উত্তরঃ (খ) অগাধ পানির,

11. সীতা বন্দিনী ছিলেন—

(ক) দণ্ডকারণ্যে,

(খ) পঞ্চবটীতে,

(গ) অশােক কাননে,

(ঘ) নৈমিষারণ্যে।

উত্তরঃ (গ) অশােক কাননে,

12. “সবদিন হয় না বাজার; হলে হয় –।”–

(ক) অল্প,

(খ) মােটামুটি,

(গ) প্রয়ােজন মাফিক,

(ঘ) মাত্রাছাড়া।

উত্তরঃ (ঘ) মাত্রাছাড়া।

13. পেলাইও দেবদূতকে ছুঁড়ে দিয়েছিল—

(ক) একটি কম্বল,

(খ) একটি মাদুর,

(গ) একটি চাদর,

(ঘ) একটি জামা।

উত্তরঃ (ক) একটি কম্বল,

14. কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত কবি-

(ক) রূপরাম চক্রবর্তী,

(খ) ঘনরাম চক্রবর্তী,

(গ) মুকুন্দ চক্রবর্তী,

(ঘ) নিবারণ চক্রবর্তী।

উত্তরঃ (গ) মুকুন্দ চক্রবর্তী,

15. মহাভারতের কাহিনি অবলম্বনে লেখা মধুসূদনের নাটক হল-

(ক) ‘শর্মিষ্ঠা’,

(খ) ‘পদ্মাবতী’,

(গ) ‘দেবযানী’,

(ঘ) ‘কৃয়কুমারী’।

উত্তরঃ (ক) ‘শর্মিষ্ঠা’,

16. ‘আবোল-তাবোল’ গ্রন্থটির লেখন হলেন-

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,

(খ) সুকুমার রায়,

(গ) সত্যজিৎ রায়,

(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়।

উত্তরঃ (খ) সুকুমার রায়,

17. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নমুনা হল–

(ক) রামায়ণ,

খ) মহাভারত,

(গ) ঋকবেদ,

(ঘ) শ্রীমদ্ভগবদগীতা।

উত্তরঃ (গ) ঋকবেদ,

18. সর্বাপেক্ষা আধুনিক লিপি কোনটি? –

(ক) ভ্রুণলিপি,

(খ) ভাবলিপি,

(গ) চিত্রলিপি,

(গ) ধ্বনিলিপি।

উত্তরঃ (গ) ধ্বনিলিপি।

19. ‘কর্তার ভূত’ গল্পটি কোন্ গ্রন্থ থেকে সংকলিত ? –

(ক) ‘লিপিকা’,

(খ) ‘গল্পসল্প,

(গ) ‘গল্পগুচ্ছ’,

(ঘ) ‘তিনসঙ্গী’।

উত্তরঃ (ক) ‘লিপিকা’,

20. নবাগতদের ঘরের মধ্যে অভিনন্দন জানায়—

(ক) গাড়োয়ান,

(খ) মশা,

(গ) যামিনী,

(ঘ) আত্মারা।

উত্তরঃ (খ) মশা,

21. ‘ডাকাতের মা’ গল্পে সৌখীর মা আগে ছিল—

(ক) ডাকাতের মা,

(খ) ডাকাতের বউ,

(গ) ডাকাতের মেয়ে,

(ঘ) ডাকাতের বোন।

উত্তরঃ (খ) ডাকাতের বউ,

22. “যেমন করে পারি ভূত ছাড়াব” – কথাটি বলেছে –

(ক) ভূতের পেয়াদারা,

(খ) অভূতের পেয়াদারা,

(গ) অর্বাচীনেরা,

(ঘ) ভূতের নায়েব।

উত্তরঃ (গ) অর্বাচীনেরা,

23. পানরসিক বন্ধুটির নাম হল –

(ক) মণি,

(খ) নিরঞ্জন,

(গ) মতি,

(ঘ) প্রেমেন্দ্ৰ ৷

উত্তরঃ (খ) নিরঞ্জন,

24. সুয়েজ বন্দরের তিনদিকে রয়েছে—

(ক) পাথরের ঢিপি,

(খ) মাটির ঢিপি,

(গ) বালির ঢিপি,

(ঘ) পর্বত।

উত্তরঃ (গ) বালির ঢিপি,

25. অ্যারিস্টটলীয় যুগে সব ছাত্রকে পড়তে হত—

(ক) গণিত শাস্ত্র,

(খ) হিসাবশাস্ত্র,

(গ) জ্যোতিষশাস্ত্র,

(ঘ) দর্শন শাস্ত্র।

উত্তরঃ (ঘ) দর্শন শাস্ত্র।

26. ‘দিনেমার’ বলা হয় কোন্ দেশের লোককে? –

(ক) আয়ারল্যান্ড,

(খ) ডেনমার্ক,

(গ) সুইডেন,

(ঘ) হল্যান্ড।

উত্তরঃ (খ) ডেনমার্ক,

27. কুরঙ্গী’ শব্দের অর্থ হল—

(ক) হরিণ,

(খ) ময়ূর,

(গ) কোকিল,

(ঘ) ময়না।

উত্তরঃ (ক) হরিণ,

28. লালন পড়শীর দর্শন চান

(ক) আনন্দলাভের জন্য,

(খ) আশীর্বাদ লাভের জন্য,

(গ) যমযাতনা দূর করার জন্য,

(ঘ) যন্ত্রণা দূর করার জন্য।

উত্তরঃ (গ) যমযাতনা দূর করার জন্য,

29. ‘পাঞ্চজন্য’ হল –

(ক) ইন্দ্রের শঙ্খ,

(খ) অর্জুনের শঙ্খ,

(গ) ভীষ্মের শঙ্খ

(খ) শ্রীকৃষ্ণের শঙ্খ।

উত্তরঃ (খ) শ্রীকৃষ্ণের শঙ্খ।

30. ‘নুন’ কবিতার কথকের পরিবারের দিন কেটে যায়—

(ক) গাঁজা খেয়ে,

(খ) ঝগড়া করে,

(গ) কান্নাকাটি করে,

(ঘ) হেসে খেলে কষ্ট করে।

উত্তরঃ (ঘ) হেসে খেলে কষ্ট করে।

31. সব শ্রেণি শেষ হয়ে গেলে যাওয়া যাবে

(ক) পরের শ্রেণতে,

(খ) আগের শ্রেণিতে,

(গ) শেষ শ্রেণিতে,

(ঘ) কোনাে শ্রেণিতেই নয়।

উত্তরঃ (ক) পরের শ্রেণতে,

32. ‘মৈথিল কোকিল’ বলা হয়-

(ক) গােবিন্দদাসকে,

(খ) শিব সিংহকে,

(গ) বিদ্যাপতিকে,

(ঘ) জয়দেবকে।

উত্তরঃ (গ) বিদ্যাপতিকে,

33. বাংলার প্রথম সাময়িক পত্ৰ হল—

(ক) সমাচার দর্পণ’,

(খ) সম্বাদ প্রভাকর’,

(গ) বঙ্গদর্শন’,

(ঘ) দিগ্‌দর্শন

উত্তরঃ (ঘ) দিগ্‌দর্শন

34. সারদামঙ্গল কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন

(ক) ঈশ্বর গুপ্ত,

(খ) বিহারীলাল চক্রবর্তী,

(গ) মধুসূদন দত্ত,

(ঘ) নবীনচন্দ্র সেন।

উত্তরঃ (খ) বিহারীলাল চক্রবর্তী,

35. ‘এপিচক’ রচিত হয়-

(ক) সংস্কৃত ভাষায়,

(খ) মাগধী ভাষায়,

(গ) প্রাকৃত ভাষায়,

(ঘ) পালি ভাষায়।

উত্তরঃ (ঘ) পালি ভাষায়।

36. কুটিল লিপির উদ্ভব হয় যে লিপি থেকে—

(ক) ব্রাহ্মী লিপি,

(খ) খরােষ্ঠী লিপি,

(গ) গুপ্ত লিপি,

(ঘ) সিদ্ধমাতৃকা লিপি।

উত্তরঃ (ঘ) সিদ্ধমাতৃকা লিপি।

দ্বাদশ শ্রেণির বাংলার সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর পড়ার জন্য এখানে ক্লিক করো

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!