WBCS-প্রস্তুতিWBPSCপরীক্ষা প্রস্তুতিভারতবর্ষ সমগ্রসাধারণ জ্ঞান

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব তালিকা PDF | famous festivals of India

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

**** ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব

**** ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব : আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব তালিকা-List of famous festivals of different states of India Bengali PDF টি মধ্যে তোমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব সুন্দর তালিকা পাবে। সুতরাং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় তালিকা থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে| তাই তোমরা যদি তালিকা টি মুখস্থ করেরাখ তাহলে আগত পরীক্ষাগুলিতে ভালো ফল লাভ করতে পারবে অতি সহজেই ।


আরও পড়ো-

রাজ্য উৎসবের নাম
পশ্চিমবঙ্গ দুর্গাপূজা,নববর্ষ,কালীপূজা, মকর সংক্রান্তি , লক্ষীপূজা,ঈদ,ভাইফোঁটা,সরস্বতীপূজা, দোল, গাজন, গঙ্গাসাগর মেলা, চড়ক, লক্ষী পূজা, ইত্যাদি
অন্ধ্রপ্রদেশ শ্রী রাম নবমী, মহাকালী যাত্রা, উগাদি বা তেলেগু নববর্ষ, ব্রহ্মোৎসব ইত্যাদি
বিহার করম উৎসব,ছট পূজা,পারুল, শোনপুর মেলা, মধুশ্রাবণী
দিল্লি দীপাবলী, শালিমার, ইদ-উল-ফিতর, হোলি, কুতুব উৎসব, খ্রিস্টান মেলা, রোশেনারা ইত্যাদি
গোয়া কার্ণিভাল, সিগমো উৎসব, গোকুল অষ্টমী, ঘুমট উৎসব
উড়িষ্যা রথযাত্রা,কোনারক উৎসব
পাঞ্জাব করবাছওত,বৈশাখী,লোহরি, সাতোয়া উৎসব
ছত্রিসগড় হরেলী,মাদাই,পোলা নবখাই
হিমাচল প্রদেশ চন্বারমিঞ্জর
হরিয়ানা গুপ্পা,নাওমি,ওহিয়াদুজ,দিওয়ালি,
ঝারখন্ড ছটপূজ, সারহুল
তামিলনাডু জাল্লিকাকাট্টু,পোঙ্গল
মিজোরাম মিমকূট, চাপচারকূট ইত্যাদি
কেরালা বিশু,তিস্ক,কুমর
কর্ণাটক মকর সংক্রান্তি, গনেশ চতুর্থী, দশেরা, হাম্পি, বনশঙ্করী মেলা, কাম্বালা, করগ, পাত্তাদকল, হুথরি, গৌরী, উগাদি, হয়সালা ইত্যাদি
নাগাল্যান্ড পাখি উৎসব,হর্নবিল উৎসব,অঙগামিদের সেত্রেুনি ,হেগা উৎসব
আসাম অম্বুবাচী মেলা, কামাখ্যা মেলা, বিহু, জোনবিল মেলা, মে-ডাম-মে-ফী, দীপান্বিতা ইত্যাদি
মহারাষ্ট্র নাগপঞ্চমী, জামসিদ নাউরোজ, গণেশ চতুর্থী, চিকু উৎসব ইত্যাদি
ত্রিপুরা বুদ্ধ জয়ন্তী, গিয়ারিয়া পূজা, কার্চি পূজা, কের পূজা, ডান্ডি দরবার, নবরাত্রি, গঙ্গা পূজা, ঘুড়ি উৎসব, অশোকাষ্টমী, তারনেটরের মেলা ইত্যাদি
তামিলনাডু পোঙ্গল, জাল্লিকাট্টা
উত্তর প্রদেশ শ্রী রাম নবমী, রামলীলা
মধ্যপ্রদেশ তানসেন সঙ্গীত উৎসব
সিকিম লোসার, চাইতা, লোসাং, বুমচু
রাজস্থান তিজ, আদিবাসী কুম্ভমেলা, মরু উৎসব, ব্রজ ইত্যাদি
জম্মু ও কাশ্মীর লোরী, আশুজ
পন্ডিচেরী ফরাসি বাস্তিল দিবস
অরুণাচল প্রদেশ দ্রী উৎসব
মেঘালয় ওয়াংগালা
উত্তরাখন্ড কুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা

আরও পড়ো-


List of Famous Festivals and Fairs of Different States of India in Bengali PDF Download

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!