High secondary exam Routine 2019 || উচ্চ মাধ্যমিক ২০১৯ রুটিন
High secondary exam Routine 2019
উচ্চ মাধ্যমিক ২০১৯ রুটিন
সময়ের ধারাপ্রবাহের সাথে সাথে ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক ২০১৮ অতিক্রম করে ফেললো। অর্থাৎ স্কুল জীবনের পরিসমাপ্তি ঘটলো। এরপর সকলের নতুন এক জীবন শুরু হতে চলেছে। অন্যদিকে অন্য একটি প্রতিভাবান দল প্রস্তুতি নিচ্ছে উচ্চ মাধ্যমিক ২০১৯ পরীক্ষাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। যারা ২০১৯ উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য আজকের আই পোস্ট। আজকে তোমাদের জানাবো ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? ২০১৯ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এগিয়ে আসতে পারে? ২০১৯ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কেমন হবে? ( High secondary exam Routine 2019 ) এই সকল প্রশ্নর উত্তর নিয়ে আজকের এই পোস্ট।উচ্চ মাধ্যমিক 2019 সম্পর্কে বিস্তারিত জানার আগে উচ্চ মাধ্যমিক ২০১৮ সেরা কয়েকজন ছাত্র-ছাত্রীদের সম্পর্কে জেনে নেই।
[আরও পড়ুন- মাধ্যমিক ২০১৯ রুটিন দেখে নিন}
♠ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০১৮ শুরু থেকে শেষ
২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ ২০১৮ তে। এবং পরীক্ষা চলে ১১ এপ্রিল ২০১৮ পর্যন্ত। বিগত দুই মাস ধরে বহু উৎকন্ঠার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা তাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে সেই দিন চলে এলো। ২০১৮ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেয়েছে ৮ জুন।
[আরও পড়ুন- মাধ্যমিক ২০১৮ সেরা দশ জন কে দেখুন যারা জীবনের প্রতিটা সময়ে লড়াই করে সাফল্য পেয়েছে]
♠ ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা-
২০১৮ সালে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। একইসঙ্গে গত বছরের তুলনায় এবছর ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল।
[আরও পড়ুন- মাধ্যমিক ২০১৮ মেধা তালিকা]
♠ ২০১৯ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এগিয়ে আসতে পারে?
সামনের বছর অর্থাৎ ২০১৯ সালে রয়েছে লোকসভা ভোট। সূত্রের খবর, আগামী বছর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে লোকসভা ভোট। এই পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ নির্বাচনের সঙ্গে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে কোনও জটিলতা না তৈরি হয়, তার জন্য ২০১৯ উচ্চ মাধ্যমিক পরীক্ষা একমাস এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ মার্চের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে। কারণ মে মাসে ভোট হলে এপ্রিল মাস থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যেতে পারে। তাই তড়িঘড়ি পরীক্ষার ঝামেলা মিটিয়ে নিতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর।
[বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করুন]
♠ ২০১৯ উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে?
২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে।
♠ উচ্চ মাধ্যমিক ২০১৯ রুটিন
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ এর ২০১৯ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সুচি – 2019 High Secondary Exam Routine প্রকাশ করা হয়েছে। নিচে বিস্তারিত দেখে নিন-
আরও পড়ুন- উচ্চমাধ্যমিক ২০১৯ ভূগোল সাজেশন
পর্ষদ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার সময় সূচি যথাক্রমে-

Schedule of High secondary exam 2019 ,Routine of High secondary exam 2019, High secondary exam 2019 Time Table 2019 ,HS Exam Time Table (WB) 2019 ,HS Exam Routine 2019, HS time table 2019, উচ্চ মাধ্যমিক ২০১৯ রুটিন, উচ্চ মাধ্যমিক 2019 রুটিন, ২০১৯ সালের মাধ্যমিক কবে, কবে হবে ২০১৯ উচ্চ মাধ্যমিক, High secondary exam Routine 2019, উচ্চমাধ্যমিক ২০১৯, উচ্চমাধ্যমিক 2019, HS 2019