শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF গুরুত্বপূর্ণ 30 MCQ FREE

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

প্রাথমিক টেট শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর MCQ PDF (Primary TET Child Psychology MCQ Question And Answer in Bengali PDF) গুলি আজকে দেওয়া হল। এই পোস্টে রয়েছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

পর্ষদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন টপিক গুলিকে খুব ভালো করে নিখুত ভাবে পড়তে হবে তবেই ভালো নম্বর পাওয়া যাবে। সাথে MCQ প্র্যাকটিস সেট গুলিও সময় ধরে প্র্যাকটিস করে নিতে হবে।

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর

(1) ‘ব্যক্তিকেন্দ্রিক পাঠদানের পদ্ধতির রীতি ব্যক্তিগত বৈষম্যের নীতির ওপর প্রতিষ্ঠিত’। এই বিষয়টি—

(a) আংশিক সত্য

Join us on Telegram

(b) অসত্য

(c) সত্য

(d) কোনোটিই নয়

উত্তরঃ (c) সত্য

(2) ট্যারম্যান এবং মেরিল-এর মতে, গড় মানের উচ্চমানসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক –

(a) 90-109

(b) 120-139

(c) 110-119

(d) 80-89

উত্তরঃ (c) 110-119

(3) বিঁনে-সাইমন স্কেলে যুক্তি ও বিচার ক্ষমতা সম্পর্কীয় প্রশ্নের সংখ্যা ছিল—

(a) 40টি

(b) 10টি

(c) 30টি

(d) 20টি

উত্তরঃ (c) 30টি

4. শিশু ‘না’ শব্দের অর্থ বুঝতে পারে-

(a) 18-24 মাস বয়সে

(b) 8-9 মাস বয়সে

(c) 4-5 মাস বয়সে

(d) 10-11 মাস বয়সে

উত্তরঃ (b) 8-9 মাস বয়সে

5. স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধিকে বলে—

(a) সংরক্ষণ

(b) পরিণমন

(c) বিকাশ

(d) উপযোজন

উত্তরঃ (b) পরিণমন

6. “শিখন হল সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় এবং চর্চা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়’। এই অভিমত ব্যক্ত করেছেন-

(a) এইচ পি স্মিথ

(b) কিংলি ও গ্যারি

(c) টেভার্স

(d) ক্রো অ্যান্ড ক্রো

উত্তরঃ (b) কিংলি ও গ্যারি

7. প্যাভলভের শিখন তত্ত্বটি কী নামে পরিচিত?

(a) প্রাচীন অনুবর্তন মতবাদ

(b) আধুনিক অনুবর্তন মতবাদ

(c) নবীন অনুবর্তন মতবাদ

(d) সক্রিয় অনুবর্তন মতবাদ

উত্তরঃ (a) প্রাচীন অনুবর্তন মতবাদ

8. শ্রেণি শিখনের ক্ষেত্রে অগ্রিম সংগঠক ব্যবহার প্রসঙ্গে অভিমত ব্যক্ত করেছেন-

(a) স্কিনার

(b) ব্রুনার

(c) আসুবেল

(d) কোহলার

উত্তরঃ (c) আসুবেল

9. মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হল-

(a) উৎসাহ

(b) পুরস্কার

(c) অভিনবত্ব

(d) তিরস্কার

উত্তরঃ (c) অভিনবত্ব

10. নীচের কোনটি কমবয়সি শিক্ষার্থীদের পড়ার (রিডিং) সমস্যাকে চিহ্নিত করে না?

(a) বানানের ধারাবাহিকতা রক্ষার সমস্যা

(b) পড়ার দ্রুততা ও সাবলীলতার সমস্যা

(c) বর্ণ ও শব্দ চেনার সমস্যা

(d) শব্দ ও ধারণা বুঝতে পারার সমস্যা

উত্তরঃ (a) বানানের ধারাবাহিকতা রক্ষার সমস্যা

11. প্রকৃত তথ্যের সঙ্গে যে স্মৃতি সম্পর্কিত তাকে বলে-

(a) সংবেদী স্মৃতি

(b) ঘোষণাধর্মী স্মৃতি

(c) প্রক্রিয়াধর্মী স্মৃতি

(d) স্বল্পস্থায়ী স্মৃতি

উত্তরঃ (b) ঘোষণাধর্মী স্মৃতি

12. Forgetting is an essential condition of memory’. এই কথাটি বলেছেন-

(a) বোরাস

(b) স্ট্রং

(c) এবিংহস

(d) রিবোট

উত্তরঃ (d) রিবোট

13. বিশিষ্ট শিক্ষাবিদ রুশো তাঁর ‘এমিল’ গ্রন্থে মানবজীবন বিকাশের ধারাকে ভাগ করেছেন-

(a) চারটি পর্যায়ে

(c) ছয়টি পর্যায়ে

(b) সাতটি পর্যায়ে

(d) পাঁচটি পর্যায়ে

উত্তরঃ (a) চারটি পর্যায়ে

PDF-টি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে যুক্ত হন, অথবা টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করুণ “Students Care”

14. সামর্থ্য বলতে নীচের যেটিকে বোঝায় না, তা হল-

(a) স্মৃতি

(b) বুদ্ধি

(c) কর্ম

(d) শিখন

উত্তরঃ (c) কর্ম

15. দেখা যায় বা শোনা যায় এমন বস্তু বা দ্রব্য সম্বন্ধে যে ধারণা সৃষ্টি হয়, তাকে বলে-

(a) অসংবেদী স্মৃতি

(b) ক্ষণস্থায়ী স্মৃতি

(c) সংবেদী স্মৃতি

(d) দীর্ঘস্থায়ী স্মৃতি

উত্তরঃ (c) সংবেদী স্মৃতি

বিনামূল্যে প্রাথমিক টেটের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ

16. আধুনিক মনোবিদদের মতে, বোধহীন (imbecile) ব্যক্তিদের বুদ্ধ্যঙ্ক—

(a) 70+ থেকে 90-এর মধ্যে

(b) 25+ থেকে 60-এর মধ্যে

(c) 0 থেকে 25-এর মধ্যে

(d) 50+ থেকে 70-এর মধ্যে

উত্তরঃ (b) 25+ থেকে 60-এর মধ্যে

17. একজন শিক্ষকের কাছে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?

(a) একজন সুদক্ষ বক্তা হওয়া

(b) শ্রেণিতে শৃঙ্খলা বজায় রাখা

(c) শিক্ষার্থীদের অসুবিধা বা দুর্বোধ্য বিষয়গুলি নিরসন করা

(d) শ্রেণিতে সঠিক সময়ে হাজির হওয়া

উত্তরঃ (c) শিক্ষার্থীদের অসুবিধা বা দুর্বোধ্য বিষয়গুলি নিরসন করা

18. জ্ঞানের ভাণ্ডার হল-

(a) স্বল্পস্থায়ী স্মৃতি

(b) সংবেদী স্মৃতি

(c) ক্ষণস্থায়ী স্মৃতি

(d) দীর্ঘস্থায়ী স্মৃতি

উত্তরঃ (d) দীর্ঘস্থায়ী স্মৃতি

19. নিরাপত্তার চাহিদা একটি-

(a) প্রাক্ষোভিক চাহিদা

(b) মানসিক চাহিদা

(c) দৈহিক চাহিদা

(d) সামাজিক চাহিদা

উত্তরঃ (b) মানসিক চাহিদা

20. আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে—

(a) কাজ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে চায় এমন ছেলেমেয়েরা

(b) উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুরা

(c) মানসিক দিক থেকে পশ্চাদপদ শিশুরা

(d) শারীরিক দিক থেকে সক্ষম শিশুরা

উত্তরঃ (b) উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুরা

21. কোহলবার্গের নৈতিক বিকাশের দশাগুলি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত-

(a) ফ্রয়েড-এর সাইকোসেক্সুয়াল দশার সঙ্গে

(b) এরিকসন-এর সাইকোসোশ্যাল দশাসমূহের সঙ্গে

(c) পিঁয়াজে-এর বৌদ্ধিক বিকাশের স্তরের সঙ্গে

(d) সালিভ্যান-এর আন্তব্যক্তিগত দশাসমূহের সঙ্গে

উত্তরঃ (d) সালিভ্যান-এর আন্তব্যক্তিগত দশাসমূহের সঙ্গে

22. গান্ধীজি বুনিয়াদি শিক্ষাপ্রথা চালু করেন-

(a) 1947 খ্রিস্টাব্দে

(b) 1913 খ্রিস্টাব্দে

(c) 1937 খ্রিস্টাব্দে

(d) 1923 খ্রিস্টাব্দে

উত্তরঃ (c) 1937 খ্রিস্টাব্দে

23. নীচের কোন দশাটিকে শিশুদের ক্ষেত্রে ‘প্রতিযোগিতামূলক সামাজিকীকরণ দশা’ বলা হয়?

(a) বার্ধক্যকাল

(b) বাল্যকাল

(c) শৈশবকাল

(d) কৈশোরকাল

উত্তরঃ (b) বাল্যকাল

24. স্পিয়ারম্যান তাঁর মানসিক ক্ষমতা সংক্রান্ত মতবাদের কিছু পরিবর্তন করেন-

(a) 1925 খ্রিস্টাব্দে

(b) 1910 খ্রিস্টাব্দে

(c) 1920 খ্রিস্টাব্দে

(d) 1915 খ্রিস্টাব্দে

উত্তরঃ (c) 1920 খ্রিস্টাব্দে

25. আপনার কিশোরী কন্যাকে সহ-শিক্ষাক্রমযুক্ত বিদ্যালয়ে ভর্তি করলে, আপনি তার সঙ্গে আচরণ করবেন-

(a) একগুঁয়ে বা জেদিভাবে

(b) স্বেচ্ছাচারী প্রকৃতিতে

(c) প্রেষণা জাগ্রত করার মনোভাব নিয়ে

(d) সহানুভূতির সঙ্গে

উত্তরঃ (c) প্রেষণা জাগ্রত করার মনোভাব নিয়ে

26. ব্যক্তির কর্মশক্তির সঞ্চার হল

(a) আচরণ

(b) তাড়না

(c) চাহিদা

(d) প্রেষণা

উত্তরঃ (b) তাড়না

27. ‘Adolescence’ নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন—

(a) কিলপ্যাট্রিক

(b) থর্নডাইক

(c) হারলক

(d) স্টেনলিহল

উত্তরঃ (d) স্টেনলিহল

28. ইতিহাস ও ভূগোল যে বিজ্ঞানের অংশ তা হল—

(a) পুষ্টিবিজ্ঞান

(b) জীবনবিজ্ঞান

(c) সমাজবিজ্ঞান

(d) ভৌতবিজ্ঞান

উত্তরঃ (c) সমাজবিজ্ঞান

29. GMA-এর পুরো কথাটি হল-

(a) Gender Mass Ability

(b) General Mental Ability

(c) Geographical Mental Ability

(d) Geological Mental Ability

উত্তরঃ (b) General Mental Ability

30. থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বে ‘S’ উপাদানটি হল—

(a) বিশেষ ক্ষমতা

(b) স্থান প্রত্যক্ষণের ক্ষমতা

(c) সেন্টিমেন্ট

(d) ক্ষিপ্রতা

উত্তরঃ (b) স্থান প্রত্যক্ষণের ক্ষমতা

PDF-টি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে যুক্ত হন, অথবা টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করুণ “Students Care”

বিনামূল্যে প্রাথমিক টেটের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ

পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ১ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৩ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৪ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ক্লিক করুণ
Primary TET Practice SET PDF List

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!