শিশু শিক্ষায় পরিবেশ বিদ্যা (Environmental Studies in Child Education)

পোস্টটি শেয়ার করুন
3/5 - (2 votes)

WB Primary TET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা খুবই জরুরী। প্রাথমিক টেটে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কয়কটি করে MCQ প্রশ্ন আপনাদের প্রদান করবো যার মাধ্যমে আপনাদের প্রস্তুতির একটি ধারাবাহিকতা বজার থাকবে। আজকে প্রাথমিক টেট প্র্যাকটিস সেট পর্বের বিষয়- প্রাথমিক টেট পরিবেশ শিক্ষণবিদ্যা (Environmental Studies Pedagogy) বিভাগ থেকে শিশু শিক্ষায় পরিবেশ বিদ্যা (Environmental Studies in Child Education) প্রশ্ন উত্তর। আজ SAQ পর্ব। 

Primary Tet পরীক্ষাতে পরিবেশ শিক্ষণবিদ্যা (Environmental Studies Pedagogy) থেকে 5-8টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’র, প্রাইমারি টেট অনলাইন কোচিং
শিশু মনস্তত্ত্ব ও বিকাশ, বাংলা, ইংরাজি, গণিত এবং পরিবেশ বিদ্যার প্যাডাগোজি ও বিষয় থেকে টপিক ধরে ধরে সম্পূর্ণ ধারণাভিত্তিক আলোচনা ।
বিশদে জানতে ও সংগ্রহ করতে যোগাযোগ করুণ : 8640890159

শিশু শিক্ষায় পরিবেশ বিদ্যা (Environmental Studies in Child Education)

1. পরিবেশ বিদ্যা (Environmental Studies) বলতে কী বোঝায় ?

Join us on Telegram

উঃ পরিবেশ বিদ্যা হ’ল পরিবেশব্যবস্থার বৈজ্ঞানিক গবেষণা এবং জীবের উপর তার সহজাত বা প্ররোচিত পরিবর্তনের প্রভাব সম্পর্কে তথ্য উপস্থাপনের ক্ষেত্র ।  পরিবেশ বিদ্যায় একাধারে পরিবেশের প্রাকৃতিক এবং জৈবিক চরিত্রগুলির অধ্যয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক কারণ এবং পরিবেশের উপর মানুষের প্রভাব সমন্ধে আলোচনা করা হয় । অন্যভাবে বলা যায় – ‘Environmental studies refer to an extensive and systematic study of nature/environment and of its physical, biological, social, and cultural factors, and the nature and characteristics of relationship between man and environment.’

2. কোন সময় পরিবেশ বিদ্যা বিষয়টি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয় ?

উঃ 1970 এর দশকে NCERT প্রবর্তিত “The curriculum for the ten year school-A framework” এর ভিত্তিতে ভারতীয় শিক্ষাব্যবস্থায় পরিবেশ বিদ্যা বিষয়টি অন্তর্ভুক্ত হয় ।

3. স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কোন সময় পর্যন্ত পরিবেশ বিষয়টি বিদ্যালয় শিক্ষায় অন্তর্ভুক্ত ছিল ?

উঃ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে 1930 সালের প্রারম্ভিক সময় পর্যন্ত পরিবেশ বিষয়টি বিদ্যালয় শিক্ষায় অন্তর্ভুক্ত ছিল ।

Primary TET Practice SET PDF List

প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ক্লিক করুন
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ক্লিক করুণ
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ক্লিক করুণ
Primary TET Practice SET PDF List

4. ভারতীয় শিক্ষা ব্যবস্থায় পরিবেশ শিক্ষা কি নামে পরিচিত ?

উঃ শিক্ষা ব্যবস্থায় পরিবেশ শিক্ষা বিষয়টি Environmental Education (EE), Environmental Science (ES) এবং Environmental Assessment (EA) ইত্যাদি বিভিন্ন মনে অভিহিত হয় তবে National Curriculum Framework ভারতীয় শিক্ষা ব্যবস্থায় পরিবেশ শিক্ষা বিষয়টির জন্য Environmental Studies (E.V.S.) নামটি প্রবর্তন করে ।

5. কোন কমিটির সুপারিশের ভিত্তিতে পরিবেশ বিদ্যা বিষয়টির প্রয়োজনীয়তা ভারতীয় শিক্ষাব্যবস্থায়  গুরুত্ব পায় ?

উঃ Tiwari Committee (1980) এর সুপারিশের ভিত্তিতে পরিবেশ বিদ্যা বিষয়টির প্রয়োজনীয়তা ভারতীয় শিক্ষাব্যবস্থায়  গুরুত্ব পায় ।

6. কোন সময় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় স্তরে সর্বাত্মকভাবে পরিবেশবিদ্যা বিষয়টি অন্তর্ভুক্ত হয় ?

উঃ 1986 সালে NCF এর প্রভাবে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় স্তরে সর্বাত্মকভাবে পরিবেশবিদ্যা বিষয়টি অন্তর্ভুক্ত হয় এবং Plan of Action, 1992  এর প্রভাবে তা গুরুত্বপূর্ণ আকার ধারণ করে ।

7. Plan of Action, 1992 অনুযায়ী পরিবেশ বিদ্যার মূল আলোচ্য বিষয় হিসাবে কয়টি কেন্দ্রীয় বিষয় অন্তর্গত হয় ?

উঃ Plan of Action,1992 অনুযায়ী পরিবেশ বিদ্যার মূল আলোচ্য বিষয় হিসাবে তিনটি কেন্দ্রীয় বিষয় অন্তর্গত হয়, যথাঃ i) পরিবেশগত সমস্যাবলী (Environmental Issues), ii) পরিবেশগত উদ্বেগ (Environmental Concerns) এবং iii) পরিবেশগত সংরক্ষণ (Environmental Conservation) ।

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

8. ভারতীয় শিক্ষাব্যবস্থায় কখন এবং কেনো Green Schools Programme আরম্ভ হয় ?

উঃ ভারতীয় শিক্ষাব্যবস্থায় 2006 সালে বিদ্যলয় শিক্ষার্থীদের মানসিকতা ও জীবনধারার মৌলিক এবং দীর্ঘমেয়াদী পরিবর্তন সাধনের জন্য  বিদ্যালয় স্তরে Green Schools Programme আরম্ভ হয় । বর্তমানে এই কার্যাবলীতে সারা ভারতে প্রায় 5000 এর অধিক বিদ্যালয় যুক্ত হয়েছে ।

9. Green Educators’ Network কখন গঠিত হয় ?

উঃ পরিবেশবিদ্যা সংক্রান্ত বিভিন্ন আলোচনার প্রয়োজনে University Grants Commission (UGC) 2016 সালের জানুয়ারিতে Green Educators’ Network গঠন করে ।

10. অ-প্রথাগত ক্ষেত্র এবং গ্রামীণ ও শহরাঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার বিষয়ে কে গবেষণা করেন ?

উঃ Regional Institute of Education এর Bhopal V. P. Gupta এবং তার সহযোগী J.S Grewal ও J.S Rajut 1981 সালে অ-প্রথাগত ক্ষেত্র এবং গ্রামীণ ও শহরাঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার বিষয়ে গবেষণা করেন ।

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

আপনার জন্য আরও রয়েছে!

লেখকঃ গোপাল মণ্ডল

বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের জনপ্রিয় লেখক গোপাল মন্ডল, যিনি বিভিন্ন পত্রপত্রিকায় সুনামের সাথে দীর্ঘদিন ধরে লিখে চলেছেন। বর্তমানে মিশন জিওগ্রাফী ইন্ডিয়ার সম্পাদক এবং স্কুল সার্ভিস ভূগোল হ্যান্ডবুক, স্কুল সার্ভিস টেট হ্যান্ডবুক, শিশু শিক্ষার অনুষঙ্গ, পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস, প্রসঙ্গঃ ভারত কথা ইত্যাদি গ্রন্থের প্রণেতা হিসাবে পাঠক মহলে সুখ্যাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!